-
একজন ভাল ট্রেডারের অনেক গুনাবলী রয়েছে,যেমন একজন ভাল ট্রেডার ট্রেড করার সময়,খুব কম রিস্ক নিয়ে ট্রেড করে,প্রত্যেকটি ট্রেড করার সময় সঠিকভাবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড ওপেন করে এবং প্রত্যেকটি ট্রেডে মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করে থাকে।কখনোই তারা ইমোশনাল হয়ে ট্রেড করেনা।
-
একজন ভালো মানের ট্রেডার হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সততা এবং নিষ্ঠার সাথে ট্রেড করতে হবে। একজন ভালো ট্রেডারের মাঝে সততা, ধৈর্য্য, কঠোর পরিশ্রমের মানসিকতা ইত্যাদি গুনাবলি থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা মার্কেট এনালাইসিস করতে পারার মত জ্ঞান যথেষ্ট আকারে থাকা উচিত।
-
আপনি যত অনুশীলন করবেন ততই আপনি নিজে আর একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করতে পারবেন তাই বেশি বেশি করে ডেমো করুন ।এটা নির্দিষ্ট করে বলা মুসকিল। কেননা একজন মানুষ কতদিনে নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে সেটা নির্ভর করবে তার নিজে প্রচেষ্টার উপর।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় ।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
-
একজন ভাল মানেরে ট্রেডারের গুণাবলীর মধ্যে প্রথমে হচ্ছে সে ফান্ডমেন্টাল ও টেকনিক্যাল এনালাসিস করতে পারে। সে ট্রেডিং ট্রেটেজি বুঝে। ট্রেড করার সময় ট্রেডিং প্যাটান অনুসরণ করে ট্রেড করে। তার মধ্যে লোভ নেই আবার ভয় নেই। সে আত্মবিশ্বাসী ও পরিশ্রমী। তার নিজস্ব ট্রেডিং ট্রেটিজি অনুসরণ করে ট্রেড করে থাকে।
-
ফরেক্সে একজন ভাল মানের ট্রেডারের যে সকল গুনাবলি থাকা দরকার তা হল - ট্রেডার কে অভিজ্ঞ হতে হবে ,ট্রেডার কে পরিশ্রমী হতে হবে , ট্রেডার কে বিচক্ষন হতে হবে ,ট্রেডার কে চ্যালেঞ্জ গ্রহনের সাহস থাকতে হবে,ট্রেডার কে দক্ষ হতে হবে,ট্রেডার কে ঠান্ডা মাথার মানুষ হতে হবে। এসব গুনাবলি যার মধ্যে আছে তিনি হল ভাল ট্রেডার।
-
একজন ভাল মানের ট্রেডার হতে হলে, ধৈয্যশীল ও পরিশ্রমী হতে হবে। লোভ করা যাবে না , ডেমোতে ছয় মাস সময় দিতে হবে।
-
একজন ভাল মানের ট্রেডারের অনেক গুণাবলী থাকে। যথাঃ সঠিক মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে, বেশি লোভ থাকে না, ওভার ট্রেডিং করে না, মার্কেট ভাল ভাবে এনালাইসিস করে ট্রেড করে, সবার আগে তার একটি প্ল্যান থাকে। ধন্যবাদ
-
একজন ট্রেডারের সফল হতে হলে অনেকগুলি বিষয়ের উপর দক্ষহতে হবে। আপনাকে ফরেক্স এর সম্পর্কে অনেক অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া সফলতা সম্ভবনা এবং ফরেক্স খুবই রিস্কি একটা প্লাটফর্ম। সুতারাং অনেক্ অনেক দক্ষাতা এবং জ্ঞান সম্পন্য লোক হতে হবে আপনাকে এ জন্য
-
একজন ভাল মানের ট্রেডার হতে হলে পরিশ্রমি, সময়ের প্রতি সচেতনতা, জানার ইচ্ছা এবং মার্কেট এনালাইসিস করার দ্রুত ক্ষমতা। লোভমুক্ত থাকতে হবে। আমি মতে করি বিশেষ করে এই কয়টা গুন থাকলে সে ভালমানের ট্রেডার।
-
একজন ভালা বা পার্ফেক্ট ট্রেডারের কিছু গুনাবলী থাকা দরকার যেমন :
+ স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার
+ মানিম্যানেজমেন্ট মানা
+ ইমোশনকে কন্ট্রোল
+ অতিরিক্ত ট্রেড না করা
+ কম ভলিউম ব্যবহার ইত্যাদি থাকলে আপনি একজন ভাল ট্রেডার হতে পারেন্*