-
সিগন্যাল ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করে থাকি। সঠিক সিগন্যাল ডিরেকশন যেমন একজন ট্রেডারকে অনেক ভালো সফলতা অর্জন করতে সহায়তা করতে পারে। ঠিক তেমনি একটি ভুল সিগন্যালের কারণে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সর্বস্ব হারিয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। ফলে প্রত্যেক ট্রেডারের উচিত সিগন্যাল ব্যবহারের পূর্বে তার গ্রহণযোগ্যতা যাচাই করে নেওয়া। ইদানিং দেখছি সিগন্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা কেমন যেন দিনকে দিন বহুগুণে বেড়ে যাচ্ছে ফলে অবশ্যই দুশ্চিন্তা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সমূহ ইদানীংকালে আমাদেরকে নামমাত্র মূল্যে সিগন্যাল প্রদান করার লোভনীয় অফার প্রদান করছে আসলে আদৌ কি তাদের সিগনালগুলো কোন কাজে আসবে। এমন অনেক সিগনাল প্রোভাইডার বা স্ক্যাম রয়েছে যারা বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজেরা সিগন্যাল তৈরি করছে অনেকেই আবার সিগন্যাল তৈরি করার জ্ঞান না থাকা সত্বেও কিছুসংখ্যক সিগনাল তৈরি করে ট্রেডারদের শতভাগ মার্কেট সিগন্যাল অনুযায়ী কাজ করবে এই লোভনীয় প্রলোভন দেখিয়ে বহু অর্থ তাদের নিকট থেকে হাতিয়ে নেওয়ার অপচেষ্ঠা করছে।ফলে যারা যারা ইতিমধ্যে এমন লোভনীয় অফার পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলব সিগন্যাল ব্যবহার করার পূর্বে অবশ্যই সিগন্যালের গ্রহণযোগ্যতা যাচাই করে নেন নিজস্ব ট্রেডিং জ্ঞানের আলোকে মার্কেট এনালাইসিস করে সিগন্যালের সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারেন পাশাপাশি ফরেক্স এক্সপার্টদের প্রদত্ত এনালাইসিস গুলো নিয়মিতভাবে ফলো করুন তবেই আপনি সিগন্যাল কতটা সঠিক বা বাস্তবায়নযোগ্য হবে তা সহজেই অনুমান করতে পারবে।
-
ফরেক্স এ কাজ করার জন্য সিগন্যাল অনেক ভাল একটা বিষয় । কিন্তু মাঝে মাঝে আব্র সিগন্যাল কাজ করে না। একেক জনার সিগন্যাল দেওয়ার কায়দা একেক রকমের হয়ে থাকে। এতে মাঝে মাঝে লস হতে পারে। তাই নিজে নির্ভর শীল হওয়া ভাল।
-
ফরেক্স ব্যবসার জন্য খুবই জরুরী । যে এই সিগন্যাল মান্য করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় ফরেক্সের সিগন্যাল মানার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।তাই নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ । এতে করে নিজের কাছে অনেক বেশি আত্নবিশ্বাস আসবে । যা পরবর্তীতে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে ।
-
ফরেক্স মার্কেটে সিগন্যাল ট্রেডিং করা মানে নিজের প্রতিভাকে ধ্বংস করা। নিজেকে প্রশ্ন করি, আমি কি কারো সিগন্যাল দেখে ট্রেড করি? নাকি সিগনাল দেখে নিজের সাথে মিলাই। নাকি কারো এনালাইসিস দেখি? তার পর মিলাই? নাকি সিগন্যাল কিনি? নাকি বড় ভাইদের কাছ থেকে জিজ্ঞাসা করি? আমি যাই করিনা কেন নিজের সিস্টেম এর সাথে না মিললে আমি ট্রেড দিবনা। নিজের এনালাইসিস এর সাথে না মিললে ট্রেড দিবনা। প্রতিজ্ঞা করি আজ থেকে। নইলে বাঁশ।
এভাবে এই বিষয়গুলো নিয়ে সচেতন হই না বলে আমরা প্রতিনিয়ত লস করে যাচ্ছি। এখনও সময় আছে। আসুন একটু নিয়মের মধ্যে আসি। অনেক তো লস করলাম, আর কত? এবার আসুন একটু প্রফিট করি।
-
ফরেক্সের এক্সচেঞ্জিং মস্তিষ্ক গবেষণা সমতুল্য নয়, আমরা সামগ্রিকভাবে একই ধরণের বাজার দেখি তবে আমাদের অনুমানগুলি অসাধারণ, কিছু দ্বারা কিছু কেনা আবার বিক্রি হয়, বর্তমানে আপনি বন্ধ দৃষ্টিভঙ্গির মতো চিহ্নটি অনুসরণ করেন এমন সুযোগে কোনও লাভ নেই, সম্ভবত আপনি একটি বিনিময় জিতেছেন তবে ফরেক্সের উপায়টি ব্যতিক্রমীভাবে প্রচুর, আপনার এখানে একটি টন সহ্য করতে হবে
-
এখন অবধি ফরেক্স মার্কেটের জন্য বিভিন্ন ধরণের চিহ্ন রয়েছে। বর্তমানে কোন চিহ্নটি আপনার পক্ষে কাজ করবে তা বলা খুব ব্যতিক্রম আপনার যে অফ অফ সুযোগ দরকার তা আপনি মেটাট্রেডারে সমস্ত চিহ্নগুলি প্রাকৃতিকভাবে অনুসরণ করতে পারেন। যাইহোক, আমি এটি দেখতে চাই, চিহ্নগুলির উপর নির্ভর করে আপনার নিজস্ব এক্সচেঞ্জিং পরিকল্পনা করা বুদ্ধিমান।
-
একটি সংকেত অন্যদের মতো কাজ করা। অনলাইনে সিগন্যাল কেনা বেচা একটি সুপরিচিত ব্যবসা। আপনি কার কাছ থেকে এটি ব্যবহার করছেন তা জানা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্লেষণটিও বোঝা গুরুত্বপূর্ণ। আপনি অন্য কারও বাজার সম্পর্কে তথ্য পেতে দীর্ঘায়িত করতে পারবেন না। আপনি যদি দীর্ঘমেয়াদে লাভ করে অর্থ সাশ্রয় করতে চান তবে আপনার সঠিক কৌশলটি জানতে এবং ব্যবহার করা উচিত। অপরিচিত ব্যক্তির উপর নির্ভর না করে অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে আপনার বিনিয়োগটি ব্যবহার করুন।
-
মাশরুমটি যখন অভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে আসে তখন সিগন্যাল অনুসরণ করা হয়। অতএব, সারাক্ষণ সিগন্যালটি না অনুসরণ করা ভাল। সুতরাং, ট্রেড করার আগে ফরেক্স সম্পর্কে জেনে রাখা ভাল। একটি প্রদর্শন হিসাবে অভিনয় করে আমাদের আমাদের অভিজ্ঞতার উন্নতি করা উচিত। অভিজ্ঞতার জন্য আপনাকে সিগন্যালের উপর নির্ভর করতে হবে না। বৈদেশিক মুদ্রা ব্যবসায়ের অ্যাক্সেসের বিকল্প নেই।
-
ট্রেডিং সাইকোলজি এক রকম না, আমরা সবাই একই মার্কেট দেখি কিন্তু আমাদের শিদ্দান্তগুলো ভিন্ন হয়ে থাকে, কেও বাই দিয়ে থাকে কেও আবার সেল, এখন আপনি যদি অন্ধের মত সিগ্নাল অনুসরণ করে তাহলে আপনার কোন লাভি হল না। আপনি আরেক জন থেকে বাজার সম্পর্কে তথ্য নিয়ে বেশি দিন টিকতে পারবেন না। দীর্ঘ মেয়াদীভাবে মুনাফা অর্জন করে টিকে থাকতে চাইলে সঠিক কৌশল জানতে ও প্রয়োগ করতে হবে।
-
ফরেক্স এ কাজ করার জন্য সিগন্যাল অনেক ভাল একটা বিষয়।আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে ভালো আনালাইসিস করতে জানতে হবে । ফরেক্স সিগনাল হল অন্য কোন ব্যাক্তির মার্কেট এনালাইজের ফল।
আমার মতে কারো কাছ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করার টা ঠিক না।ফরেক্স মারকেটে কিচ্ছু নিয়ম কানুন মেনে চললে আপনি নিরদিস্ট পরিমান প্রফিত পেতে পারেন।