ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে যে আয় হয় সেটি আমি বিশ্বাস করি কারন আমি একান থেকে অনেক আয় করেছি মাঝে মধ্যে যে একেবারে লস করিনি তা কিন্তু নয় তবে লসের তুলুনায় লাভের পরিমানই ছিল বেশি ভাল ফরেক্স ট্রেডিং জানা থাকলে যেকেউই এখান থেকে প্রফিট লাভ করতে পারবে।
Printable View
ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে যে আয় হয় সেটি আমি বিশ্বাস করি কারন আমি একান থেকে অনেক আয় করেছি মাঝে মধ্যে যে একেবারে লস করিনি তা কিন্তু নয় তবে লসের তুলুনায় লাভের পরিমানই ছিল বেশি ভাল ফরেক্স ট্রেডিং জানা থাকলে যেকেউই এখান থেকে প্রফিট লাভ করতে পারবে।
আমি ফরেক্স থেকে আয় করতে পারিনাই আমি ফরেক্স মার্কেটে যোগ দিয়েছি কয়েক মাস আগে আমার ফোরাম ডলার কম তাই আমি এখনো ভাল করে ট্রেড করতে পারিনা।। আমি আশা করি আমার চেস্টা ব্যার্থ হবেনা সেটা আমাকে অনেক পরিশ্রম করে সফলতা আনতে হবে। আমি ফরেক্স থেকে আমার হাত খরচ বের করতে চাই।
আমি ফরেক্স এ একদমই নতুন তাই আমি এখনই বলতে পারব না যে আমি ফরেক্স বেবসায় থেকে আয় করতে সক্ষম হব, তবে আমার যতটুকু ধারণা আমি নিশ্চয়ই সফল হব। :)
আমি এখনো আয় করতে সক্ষম নই তবে সক্ষমতা অর্জনের জন্য সর্বাত্নক চেষ্টা করছি । সক্ষমতা অর্জনের চেষ্টা করার মাধ্যমেই আমি মুলত ফরেক্স এর সাথেই লেগে থাকতে চাই । তবে আমি মনে করি যে ফরেক্স ব্যবসায় সফল হতে হলে অবশ্যই আমাদেরকে বেশি করে ফরেক্স নিয়ে লেগে থাকা ও অবিরত জ্ঞান আহরণের চেষ্টা থাকতে হবে । কেননা এর মাধ্যমেই মূল হাতিয়ার দক্ষতা অর্জিত হয়ে থাকে ।
বেকার সমস্যার সমাধানে ফরেক্স একটি দারুন ভুমিকা রাখছে কারন সকল লোক এখন ফরেক্স কাজ করছে রেক্সে কাজ করে তাদের চাহিদা পুরন করছে তারা এককি আত্মকর্মসংস্হান হিসাবে ফরেক্সে বেছে নিয়েছে ফরেক্স কাজ করে তারা হাজার হাজার টাকাআয় করছে সেখান থেকে তারা তাদের প্রতিদিনের খরচ এবং সংসারের খরচ মেটাতে পারছে। ফরেক্স মার্কেট থেকে ইনাকাম করতে খুব সোজা যদি আপনি ফরেক্স শিখে থাকেন।
হ্যা আমি ফরেক্স থেকে টাকা আয় করতে সক্ষম । ফরেক্স এমন একটা বিজনেস যেখানে কাজ করে মাস শেষে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে সবাই কাজ করতে পারে কিন্তু ফরেক্স থেকে সবাই টাকা তুলতে পারে না । ফরেক্স থেকে টাকা আয় করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভাল জানতে , ফরেক্সে ট্রেড করতে জানতে হবে । ফরেক্স এর মাধ্যমে যে কেউ তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে যদি ফরেক্স সম্পর্কে ভাল জানা থাকে , তাই ফরেক্স ভাল করে জানতে হবে ।
আমি ফরেক্স ব্যাবসায় নতুন তাই আমি এখান থেকে এখনো আয় করতে সক্ষম হই নি।আমি আশা করি আগামী মাসেই ট্রেড করা শুরু করব এবং কিছুটা হলেও আয় করতে সক্ষম হবো।কারন ফরেক্স নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন যে আমি এখান থেকে আয় করব।
না, আমি এখনো ফরেক্স ব্যবসা থেকে আয় করতে সক্ষম না । কারন আমি নতুন ট্রেডার । আমি এখনো ডেমো ট্রেড করি । আমি রিয়েল ট্রেড সুরুই করিনি এখনো । তবে আমি মনে করি আর কিছু দিন ডেমো ট্রেড করলে আমি ফরেক্স মার্কেট থেকে আয় করতে সক্ষম হয়ে যাবো । আমার দেখা অনেকে ফরেক্স থেকে আয় করতেছে ।
ফরেক্স একটি আয়ের মাধ্যম। বলতে গেলে এটি একটি অনলাইন ভিত্তিক ব্যবসা । এখান থেকে অল্প সময় প্রচুর আয় করা সম্ভব। অব্যশই ফরেক্স থেকে আয় করতে সক্ষম হতে হবে। তা না হলে অযথা সময় নষ্ট করার মানে হয় না। ফরেক্স ট্রেড করে অব্যশই ভালো আয় করা সম্ভব।
ভাই আমি এখনো রিয়েল ট্টেড করে আয় করতে পারি নি। তবে আমার বিশ্বাস আমি যখন ফরেক্স এ রিয়েল ট্টেড করব তখন আমি আয় করতে সক্ষম হব। কারন আমার ডেমো একাউন্ট এ ৭০ ডলার লাভে আছে। তাই আমার বিশ্বাস আমি এখন রিঢেল একাউন্ট এ আয় করতে সক্ষম হতে পারব।