হ্যাঁ রোবট ব্যাবহারে আমি সমরতন করি । রোবট ব্যাবহারের মাদ্দমে অনেক দ্রুত , নিরভুল্ভাবে ট্রেড করা যাই । রোবট ব্যাবহারের মাদ্দমে অনেক কম সময়ে ভালভাবে ত্রাদে করা যাই। এছাড়া রোবট ব্যাবহারের মাদ্দমে লস এর পরিমান কমে আসে।
Printable View
হ্যাঁ রোবট ব্যাবহারে আমি সমরতন করি । রোবট ব্যাবহারের মাদ্দমে অনেক দ্রুত , নিরভুল্ভাবে ট্রেড করা যাই । রোবট ব্যাবহারের মাদ্দমে অনেক কম সময়ে ভালভাবে ত্রাদে করা যাই। এছাড়া রোবট ব্যাবহারের মাদ্দমে লস এর পরিমান কমে আসে।
শত শত যুগের অন্যায় , অবিচার এবং দাসত্ববৃত্তির শৃঙ্খল মোচন করে, আমরা রোবট প্রতিষ্ঠিত করি। যাহা মানব ... যাতে মানবকূলের প্রতি রোবটদের নিরঙ্কুশ আনুগত্য সুনিশ্চিত করা হয়েছে। হীরক খনিটি .... কেহ কেহ একে ২০২০ কে সমর্থন করিতে লাগল- কেন না উহার অহিংস প্রস্তাবে ধ্বংশ হওয়ার সম্ভাবনা কম।
না আমি রোবট ব্যবহার করাকে সমর্থন করি না । সবার উচিত ফরেক্সে নিজ যোগ্যতায় কাজ করা রোবট ব্যবহার করা আমার কাছে ভাল নয় ।
আমার মতে রোবট ব্যবহার করা উচিত না , কারণ রোবট হয়তো আপনাকে মাঝে মাঝে লাভ করে দিতে পারে কিন্তু বেশি ভাগ সময় লস করতে পারে | এই কারণে আপনাকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করাই ভালো |
ফরেক্স মার্কেট এ রোবট দিয়ে ট্রেড করা খুব রিস্ক।ফরেক্স মার্কেট এ রোবট ব্যাবহার করলে অনেক লস হই।তাই আমার কাছে রোবট ভালো লাগে না। সবসময় আমি নিজে ট্রেড করি।
আমি মনে করি ফরেক্স এ রোবট ব্যাবহার না করাই ভাল। রোবট কম্পিউটার চালিত তাই আপনার রোবট এ যেই function দেওয়া থাকবে সেই ভাবেই সে কাজ করবে কিন্তু ফরেক্স মার্কেট উঠা নামা করবে তার নিজের function এ।
না আমি রোবট কে একটু পছন্দ করি না কারন রোবট দিয়ে ট্রেড করলে অনেক লস হয় এবং আমার অনেক টাকা লস করছে রোবট। রোবট দিয়ে ট্রেড না করা ভালো নিজের টেকনিকাল এ ট্রেড করেন লাভবান হবেন।
ফরেক্স মার্কেট এ রোবট এর ব্যবহার আমি কোনমতেই সমর্থন করিনা,কারন রোবট কখনই মানুষের বিকল্প হতে পারেনা। আর রোবট দারা long time প্রফিত অর্জন করা যাইনা যা অতীতে বহুবার প্রমানিত হয়েছে এই মার্কেট এ।
আমি রোবট ট্রেড এর বিপক্ষে না তবে আমি আমার অ্যাকাউন্ট কে কিছু কোড এর উপর ছেরে দিতে পারি না তাই আমি আমার অ্যাকাউন্ট এর জন্য রোবট পসন্দ করি না । এমন অনেক ট্রেড আর আছে যারা রোবট দিয়ে মাস এ ভাল লাভ করছে । রোবট সেট করতে না পারলে অ্যাকাউন্ট ০ করে দিতে পারে তাই রোবট হতে সাবধান । রোবট কি ? রোবট ভালো করে বুঝেন তার পর রোবট দিয়ে ট্রেড করেন।
রোবট ব্যবহার করে যদি সফল হওয়া যায় তাবে আমি অব্যশই ফরেক্স ট্রেড করার ক্ষেত্রে রোবট ব্যবহার করা সমর্থন করি।