আমি সর্বপ্রথম ফরেক্স এর খোজ পাই আমার এক বড় ভাইয়ের কাছে। এরপর উনার কাছে কিছু জিনিস স্টাডি করি। এরপর আরো ভাল করে শেখার জন্য আমি ফরেক্স কোর্স করি আরেক ভাইয়ের কাছে। উনি আমাকে মূলত ফরেক্স টা সব বুজিয়ে দেন। এবং ট্রেডিং জগতে উনার হাত ধরে চলতে শিখা।
Printable View
আমি সর্বপ্রথম ফরেক্স এর খোজ পাই আমার এক বড় ভাইয়ের কাছে। এরপর উনার কাছে কিছু জিনিস স্টাডি করি। এরপর আরো ভাল করে শেখার জন্য আমি ফরেক্স কোর্স করি আরেক ভাইয়ের কাছে। উনি আমাকে মূলত ফরেক্স টা সব বুজিয়ে দেন। এবং ট্রেডিং জগতে উনার হাত ধরে চলতে শিখা।
আমি সর্বপ্রথম আমার একজন ইউনিভার্সিটি বন্দুর কাছ থেকে শুনতে পারলাম এবং সে তখন ফরেক্স মার্কেট এ কাজ করে তারপর আমি অকে বলি দোস্ত আমি ও ফরেক্স করব তারপর সে আমাকে ফরেক্স শিক্ষাতে লাগল আর আমি ফরেক্স করতে লাগলাম। এছাড়া ও আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অনলাইন থেকে জানতে পারি।
ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারলাম আমার এক কাজিন এর মাধ্যমে সে কাজিন যখন প্রথমে আমাকে বলে আমি এটা মোটেই ভাল চোখে দেখিনাই এরপর যখন অনলাইন থেকে সব কিছু জানতে পারি তখন ফরেক্স সম্পর্কে আমার আগ্রহ হয়।
আমি ইন্টারনেটে টাকা ইনকাম করার জন্য গুগলে সার্চ দিয়ে দেখতে গিয়ে ফরেক্স বিষয়ে জানতে পারি। আমার যা জ্ঞান আছে তার সবই ইন্টারনেট থেকে নেয়া। ফরেক্স বিষয়ে বিভিন্ন বই, ব্লগ, ভিডিও টিউটোরিয়াল আমার জ্যানের ভান্ডার। ফরেক্স একটি লাভজনক ব্যবসা। এখানে আপনি অল্প পরিশ্রমে ভাল আয় করতে পারবেন। তবে জেনে বুঝে ফরেক্স করাই ভাল। সবাইকে দিয়ে সবকিছু হয় না।
একপ্রকার তথ্য বলতে চায় না. তারপর আমি বই পরে, ডেমো একাউন্ট বেবহার করে, ফোরাম থেকে বোনাস অর্জন করে সেটা দিয়ে ট্রেড করে, অল্প অল্প করে ধীরে ধীরে ট্রেড করা শিখেছি এখনো শিখছি.
উটউব দিয়েই আমার বেশি কাজ সেখা
আমি ফরেক্স এ আসি মূলত আমার এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে। তিনি আমাকে একাউন্ট খুলে দেন গত বছর এ। এরপর থেকে তার কাছে ফরেক্স শিখা এবং একাউন্ট এ ট্রেড করা শুরু। এতদিন ভালোভাবেই ট্রেড করছিলাম। কিছুদিন আগে সব লাভ লস এ পরিনত হল। যাক, এতে আমার কোন কষ্ট নেই।
আমার শুরুটা আউটসোরসিং দিয়ে তারপর অনলাইন থেকে জানতে পারি ফরেক্স এর সম্পর্কে তারপর জানতাম যে এখানে এনভেস্ট করতে হয় তাই তখন আসি নি পরে জানলাম যে ফোরাম করে অনেকে ফরেক্স করে সেটাও অনলাইন থেকে।
আমি সর্বপ্রথম ফরেক্সে আসি আমার এক ট্রেডার ভাইয়ের মাধ্যমে । অাসলে আমার পাশেই থাকতেন তিনি । কিন্ত তিনি যে ফরেক্স করেন তা আমরা জানতাম না । কেননা একজন ট্রেডার কম্পিউটারে ট্রেড করে এটা কাউকে বলে বেড়ায় না । সেই ভাইকে দেখতাম সারাদিন ঘুরে বেড়াত নিজের স্বাধীনভাবে সব করত কোন চাপ নেই । সবাই যেখানে এই সময়ে চাকুরি নিয়ে ব্যস্ত থাকত তখন তিনি স্বাধীনভাবে সময় উপভোগ করত । সেই সময় আমি ইন্টারেস্ট হয়েই তার মাধ্যমে ফরেক্স শুরু করি । এটা স্বাধীন পেশা যেখানে আমরা নিজেদেরকে প্রতিষ্টা করতে পারি ।
আমি অনেক আগেই নেটে ফরেক্স সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু কখনো আগ্রহী হইনি। কারন- ফরেক্স কি তা তখন বুঝতাম না। হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ড আমাকে ফরেক্স এর কথা বলে। সে নাকি ফরেক্স করে। তার কাছেই ফরেক্স সম্পর্কে প্রথম আমার হাতে খরি। তারপরে নেট থেকে বিস্তারিত জানলাম।
ফরেক্স ব্যবসা সম্পর্কে জেনেছি বড় ভাই এর কাছ থেকে। তারপর ইনটারনেট এ বিভিন্ন পোস্ট পড়ে ফরেক্স সম্পর্কে জানতে পারি। তারপর বিডি পিপস এর ঠিকানা পাই। সেখানেও খুব সুন্দর ভাবে ফরেক্স সম্পর্কে লিখা অাছে। যা আমার ফরেক্স শিখা কে আরো বেগবান করেছে। তারপর বাস্তবে ডেমো একাউন্ট এ ট্রেড করা শিখি এবং বিভিন্ন ইন্ডিকেটর এর ব্যবহার শিখি। এভাবেই চলছে আমার ফরেক্স শিখা।