-
মূলত আমি একজন ফরেক্স স্ক্যাল্পার। ফরেক্স ব্যবসায় ট্রেডারদের কেউ স্বল্প সময়ের জন্য ট্রেড করে আবার কেউ দীর্ঘ সময়ের জন্য ট্রেড করে। যারা স্বল্প সময়ের জন্য ট্রেড করে তাদেরকে স্ক্যাল্পার বলে। ফরেক্সে স্ক্যাল্পার একটি জনপ্রিয় ট্রেড স্ট্র্যাটেজী। আমি স্ক্যাল্পিং পছন্দ করি কারিণ স্ক্যাল্পিং এর মাধ্যমে স্বল্প সময়ে লাভ করা যায়। আর এতে আরো একটি সুবিধা আছে, এতে আপনার ব্যবসায়ীক চাপ কম থাকবে।
-
হ্যাঁ,আমি স্ক্যাল্পিং করি এবং এতে সাচ্ছন্দ্যবোধ করি।যেহেতু আমি অল্প ইনভেস্টে ট্রেড করি,সেহেতু আমার পক্ষে লং ট্রেড করা সম্ভব না।তাই আমার কৌশল অনুযায়ী স্ক্যাল্পিং করে সফল হওয়ার চেষ্টা করি।
-
শুরুর দিকে আমিও কয়েকবার স্ক্যাল্পিং করেছিলাম। স্ক্যাল্পিং করে তখন ভালোই প্রফিট হচ্ছিল। কিন্তু পরবর্তিতে এই স্ক্যাল্পিং করার জন্যই ধরা খাই। স্ক্যাল্পিং এর কারনে নিজের একটা একাউন্ট খুইয়েছিলাম। সেই থেকে স্ক্যাল্পিং এর দিকে আর ঝুকিনি। ব্যক্তিগতভাবেই আমি স্ক্যাল্পিং পছন্দ করিনা।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন হওয়ায় স্কাল্পিং আমার খুবই পছন্দ।এছাড়া বর্তমানে আমার ব্যালেন্সও বেশি না হওয়ায় আমি চেষ্টা করছি স্কাল্পিং এর মাধ্যমে আমার ব্যালেন্স বাড়াতে।মূলত অভিজ্ঞ ট্রেডাররা স্কাল্পিংকে সাপোর্ট করে না। তারপরেও আমি বর্তমানে পুরোপুরি ফ্রি হওয়ায় ফরেক্স মার্কেটে প্রচুর সময় দিতে পারি।এজন্য আমি স্কালপিং পছন্দ করি।
-
টাইম এর মাঝে ট্রেড ওপেন করে কোনো কারণে ট্রেড সময় মত ক্লোস করতে না পারলে লস হতে পারে যেহেতু আমাদের দেশে বিদ্দূত এর সমসসা রয়েসে তার সাথে ইন্টারনেট কানেকসান এর ও কিসু সমসসা রয়েসে তাই শর্ট টাইম ট্রেডিং এ ভয় হয় লং টার্ম ট্রেডিং করি
-
প্রথম দিকে ফরেক্সে প্রচুর স্ক্যাল্পিং করতাম। স্ক্যাল্পিং করে টুকটাক লাভ হয়ে যেত। কিন্তু এই স্ক্যাল্পিং এর জন্যই বেশ কয়েকবার ধরা খেয়েছি। একবার তো একাউন্ট জিরো হয়ে গিয়েছিল। তাই ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং অপছন্দ করি। এবং অন্যকেও স্ক্যলাপিং এর ব্যপারে নিরুৎসাহিত করি।
-
অল্প সময়ে অল্প পুজি দিয়ে বেশি প্রফিট করার সবচেয়ে ভাল উপায় হল স্কাল্পিং। কিন্তু স্কাল্পিং খুবই ঝুঁকিপূর্ণ ট্রেডিং সিস্টেম। এছাড়াও বাংলাদেশের বিদ্যুৎ ও নেট কানেকশনের সমস্যা তো আছেই।
-
স্কালপিং নতুন কালে অনেক পছন্দ করতাম।ভাবতাম স্কালপিং করে অনেক আয় করা যায়।কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলাম যে স্কালপিং জিনিসটা ভালো না।কারন স্কালপিং করতে হলে দৈনিক প্রচুর ট্রেড করতে হয়।আর বেশি ট্রেড করতে গিয়ে লসের ঝুকিও বেশি হয়।তবে যারা ফরেক্সে প্রচুর দক্ষএবং অভিজ্ঞ তারা স্কালপিং করলে সফলভাবে করতে পারে।মূলত আমি নিজে ব্যক্তিগতভাবে বর্তমানে স্কালপিং পছন্দ করি না।
-
হ্যাঁ আমার কাছে সবথেকে ভাল লাগে এই বিষয়টি , আমার প্রায় ট্রেড আমি স্ক্যাপিং করে থাকি এতে করে আমার যেমন লাভ হয় তেমনি লসও হয় কিন্তু সব শিলিয়ে আমার লাভের পরিমান বেশি থাকে তাই আমি স্ক্যাপিংট্রেড করতে আমার অনেক ভাল লাগে ।
-
স্কালপিং আসলেই একটা সর্ট টাইম প্রসেস। এটা আসলে প্রতিদিন ভালো মতো লক্ষ করলে কায়েকটি পজিশন পাওয়া যায়। পক্ষান্তরে যদি আপনি রিভার্সিং ধরতে চান তাইলে আপনাকে কয়েকদিন এমনকি কায়েকমাসও অপেক্ষা করা লাগতে পারে। তবে সঠিক পজিশন ধরতে পারলে আপনি পুরো লালে লার হয়ে যাবেন। তবে রেগুলার মার্কেটের সাথে জড়িয়ে থাকতে হলে স্কালপিং ভালো পদ্ধতি।