-
হ্যা ইম ফরেক্স মার্কেট নিয়ে খুশি কারন আমরা যারা ছাত্র তারা এখানে অল্প ইনভেস্ট করে ট্রেডিং করতে পারছি যদি ফরেক্স মার্কেট শর্ত দিতো যে , কোন ছাত্র এখানে ইনভেস্ট করে ব্যবসা করতে পারবে না তাহলে আয আমরা ব্যবসা করতে পারতাম না তাই আমরা ফরেক্স মার্কেট পেয়ে অনেক খুশি । এর সাথে আরো একটা খুশি হচ্ছে যে ফোরামে পোস্ট দিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে রিয়েল একাউন্টে কাজ করতে পরা ।
-
ফরেক্স ট্রেডিং করতে পেরে আমি নিজকে ধন্য মনে করি। কারন এত সুন্দর একটা অনলাইন ব্যবসা। যা আমরা ঘরে বসেই করতে পারি। ফরেক্স ট্রেড করার জন্য বাইরে যেতে হয়। আমরা এখন মার্কেট চার্ট দেখেই নিতে পারি।
-
আমি অবশ্যই ফরেক্স ট্রেডিং নিয়ে অনেক বেশি খুশি । কেননা আমি মনে করি যে ফরেক্স ট্রেডিং করে আমরা অনেক বেশি লাভবান হতে পারব এবং এর মাধ্যমে আমাদের মধ্য স্বচ্চলতা ফিরে আসবে । আর আমি সর্বদা মনে করি বেশি করে ফরেক্স ট্রেডিং করার মাধ্যমে আমরা অনেক বেশি লাভবান হতে পারি । যে যত বেশি ট্রেড করবে সে তত বেশি লাভবান হতে হবে ।
-
ব্যক্তিগতভাবে ফরেক্সে কাজ করতে পেরে আমি খুশি। যখন ফরেক্স প্রথম শুরু করি তখন আমি তেমন লাভবান হতে না পারলেও দিনে দিনে অভিজ্ঞতা বারার সাথে সাথে ফরেক্সে আমার সফলতার পরিমানও বারছে। ফরেক্স এ সফল ট্রেডার হওয়ার পেছনে আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারন করে এগিয়ে যেতে হবে। বিশেষ করে মার্কেট নির্ভর নিউস গুলো আপনাকে ভালো ভাবে আয়ত্তে আনার চেষ্টা চালাতে হবে।
-
আমি ফরেক্স ট্রেড নিয়ে কুব খুশি ।এটি আমাকে টাকা ইনকাম এর পথ দেখিয়ে ছে ,এই ফরেক্স করে আমি আর ও উন্নতির দিকে যেতে চাই জাতে আমার জিবনে সফলতা আছে ।আমি কেবল এই ফরেক্স থেকে ইনকাম করতে চাই জাতে আমি অনেক দূরে যেতে পারি ট্রেড করে ।
-
আমি ফরেক্স ট্রেড এ পুরো খুশি নই,কারন আমি এখন তেমন দখ হইয়ে উটতে পারি নাই। তাই ট্রেড করতে ভয় পাই ,য্রা বেশি দখ নই তারা ট্রেড এ বেশি লস খাই ।তাই আমি মনে করি যে ফরেক্স জিনিস টা অনেক ঝুকি ভাল করে শিখে ট্রেড কোড়া ঊচীত ।
-
আমি ফরেক্স ট্রেড করে ভালো আছি। কারন ফরেক্স আমার কাছে সহজ একটি আয়ের মাধ্যম মনে হয়। অন্যান্য কাজের থেকে অধিকতর সহজ মনে। সহজ হওয়ার কারন এ আমি এই ব্যসাকে পেশা হিসাবে নিয়েছি। লাভ ও প্রতি মাসে ভালো করা যায়।
-
ফরেক্স যদি ভালো না লাগত তাহলে ফরেক্স করতাম না। ফরক্স ভালো লাগে বিধায় সারা দিন চার্টের সামনে থাকলেও খারাপ লাগে না। ফরেক্স ট্রেডিং করে আ,ই নিজেকে গর্ব বোধ করি। এত্র সুন্দর একটা ব্যবসা, যেটা অনলাইনে এ ঘরে বসে করতে পারি।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে অবশ্যই আমি খুশি। আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আমার অবসর সময় কে কাজে লাগেতে পারছি। সবচেয়ে বেশি যেই দিক থেকে লাভবান হচ্ছি তা হলো আর্থিক দিক। এখান থেকে ট্রেড করে উপার্জন করতে পারছি যা আমাকে আগের থেকে বেশি আর্থিক ভাবে স্বচ্ছল হতে সহায়তা করছে। যা পুঁজিহীন অন্য কোন ব্যবসায় সম্ভব নয়। সব মিলিয়ে যতবেশি ট্রেড করছি ততবেশি মজা পাচ্ছি।
-
ফরেক্স ট্রেড করে পর্যাপ্ত পরিমান অর্থ আয় করা সম্বব। কিন্তু এর জন্য প্রয়োজন আপনার বড় ধরনের ক্যাপিটাল। আর তাছাড়া দক্ষতা ছাড়া এখানে তেমন ভালো আয় করা যায় না। ফরেক্স এ আপনি অভিজ্ঞতা ছাড়া শুধু ব্যালেন্স দিয়ে কিছু করতে পারবেন না।