-
আমি যদি প্রতিদিন ১০০ পিপস লাভ করতে পারি তাহলে আমি খুব খুশি হব আমার আসে পাশের বড় ভাইরা এর থেকে অনেক বেশি আয় করে তারা তাদের কাজ নিয়ে খুবই খুশি আমার ইচছা আমি ও তাদের মতে খুশি হতে চাই কোন দিন ৫০ পিপস এর বেশি আয় হয় আবার কোন দিন লস হয় তাই নিশ্চিত করে বলা যাবে না ফরেক্স মার্কেট হতে প্রতিদিন কত পিপস লাভ বা লস করা যাবে তবে প্রতিদিন ৫০ পিপস করে প্রফিট নেব এটা আমার লক্ষ্য হিসাবে থাকে
-
ফরেক্স এ কবে কত পিপ্স আয় হবে সেটা ফরেক্স মার্কেট নিজেও জানে না । একদিন ১০০ পিপ্স বা তার বেশি ও লাভ হতে পারে । আবার কোন দিন এক পিপ্স ও লাভ না হতে পারে । আবার কোন দিন লাভ তো দূরে থাক লস ও হতে পারে । তাই ফরেক্স এ এটা নির্দিষ্ট করে বলা যায় না যে প্রতিদিন কত পিপ্স লাভ হয়।
-
ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন কত পিপ লাভ করবো ঠিক সঠিক করে বলা যায় না । আপনি প্রতিদিন কত পিপ লাভ করবেন এটা নির্ভর করবে আপনার ট্রেডিং এর উপর । আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক অভিজ্ঞ হন তাহলে আপনি অনেক লাভ করতে পারেন । আমি ফরেক্স মার্কেট আনালাইসিস করে প্রতিদিন ৩০ থেকে ৫০ পিপ লাভ করার চেষ্টা করি । ফরেক্স মার্কেট এ আপনি আপনার ইচ্ছা মত লাভ করতে পারবেন প্রতিদিন ।
-
আমি দেখেছি অনেক ট্রেডার আছেন যারা প্রতিদিন প্রফিটের চিন্তা করে থাকেন। আসলে ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন প্রফিট করা সম্ভব না। কারন যে দিন ব্যাংক হলিডে থাকবে সেদিন মার্কেট কোন মুভমেন্ট করবে না। তাই প্রতিদিন না চিন্তা করে সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিতে লাভের চিন্তা করতে হবে।
-
ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে এখন ৫০পিপস লাভ করলাম তো আবার ৪০পিপস লস করলাম।এভাবে লাভ-লস হতেই থাকে।তবে দৈনিক লাভ লস মিলিয়ে কিছু পিপপস লাভ করার ইচ্ছা তো আছেই।আমি সাধারনত দৈনিক গড়ে ৫০-৭০পিপস লাভ করার লক্ষ্য নিয়ে ট্রেড করে যাচ্ছি। কিছুদিনের মধ্য ভালো ট্রেড শিখলে আরো বেশি পিপস লাভ করার চেষ্টা করবো।
-
আমার প্রতিদিন এর টার্গেট ৫০ পিপস আমি এতেই সন্তুষ্ট থাকি তবে সবসময় এই টার্গেট ফিল হয় না মাঝে মাঝে লস পড়তে হয় সেক্ষেত্রে লস রিকোভার করাই মুখ্য বিষয়। তবে আমি গড়ে প্রফিটেবল থাকতে পারি এটাই আমার জন্য ভালো।
-
প্রতি দিন কত পিপস নিব তা অনেকটা নির্ভর করে মার্কেট বর্তমানে কোন পজিশনে আছে। যদি মার্কেট ভালো পজিশনে থাকে তাহলে আমি অনেক ক্ষেত্রে প্রতিদিন ১৫০ পিপস আশা কর। ধন্যবাদ।
-
আমি খুব বেশী পিপস লাভ করতে পারি নাই তবে যারা ভাল তারা অনেক করতে পারে । তবে বেশীর লোপ করা যাবে না কার বেশী করতে গেলে অনেক বড় লস হতে পারে ।
-
ফরেক্স মার্কেটে সবার আশাথাকে বড় ধরনের লাভের উপরে অনেক ভাইরা লেখেছেন তারা কেমন আশা করেন নিজেদের লাভ নিয়ে, আমার নিজের ও েএকটা আশা আছে তবে আশা পূর্ণ হবে কিনা জানিনা। আশা তো আশই। আমার মনে হয় প্রতি দিন মার্কেট থেকে যদি আমি ২০পিপস লাভ করতে পারি তবেই আমার আশা পূর্ণ হবে।
-
ফরেক্স মার্কেটে ঝুকি সবসময় *পিছু নিয়ে থাকে। এটা একটি চ্যালেঞ্জিং পেশা বলে আমি মনে করি। প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা আগে থেকে ঠিক করা যায় না এবং *ঠিক করা উচিৎও নয়। *আমি গড়ে প্রতিদিন ৩০-৩৫ পিপস লাভ করলেই সন্তষ্ট থাকব।