-
ফরেক্স মার্কেটে অনেকে সফল হতে পারেনা। তার কারন মূল কারন ধৈর্য। অল্প কিছু শিখে তারা অনেক লাভ করতে চায়। রাতা রাতি অনেক ইনকাম করতে চায় তারা মার্কেটে আর টিকতে পারেনা। অনেক কিছু মেনে ট্রেড করতে হয়, তা অনেকে মানে না। তাই এই ধরনের লোকের সংখ্যা বেশি, এখন পার্ছেন্ট হিসেবে দেখা যায় লসই বেশি করছে। লাভ করার লোক কম।
-
প্রথমেতো ভাই ফরেক্স সম্পর্কে তারা জেনে রাতা রাতি বড়লোক হতে চায়। সেখার আগেই তারা দেখে যে আনেক টাকার মালিক হয়েগেছে। আর তখন তাদের ভিতর একটু একটু করে লোভ তৈরি হয়। আর এই লোভ ই তাদের ফরেক্স জীবন কে নষ্ট করেদেয়। আবার সবাই মনে করে যে একটু পরেই ফরেক্সে সফল হইয়া যায়। এটাই মূল কারন তারা বেশি একটা পরেনা মার্কেটের বিভিন্ন বিষয়ে।
-
ফরেক্স মার্কেটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো এই সফলতা। আমরা জানি এখানে ৯৫ ভাগই ব্যার্থ। এবং এই তথ্যই এই মার্কেটে সতর্ক বিনিয়োগের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তাই বন্ধুগণ! সাফল্যের সূত্র ও ব্যার্থতার কারণ জানা ছাড়া এই মার্কেটে বিনিয়োগ করতে যাওয়া কত বড় বোকামি বুঝতেই পারছেন। আমি পরামর্শ দিবো যে টানা একবৎসর ১০% এর নিচে ড্রডাউন রেখে নিয়মিত লাভজনক ট্রেড যতদিন না করতে পারছেন ততদিন লাইভ ট্রেডের দিকে ভুলেও পা বাড়াবেননা। অবশ্য সিরিয়াসনেস আনার জন্য ১০-২০ ডলারের সেন্ট একাউন্ট করতে পারেন। কারণ, রিয়েল মানি ইজ মানি। এটা আপনাকে সর্বোচ্চ সিরিয়াস হতে সাহায্য করবে।
-
হ্যা কথাটা একেবারেই সত্য যে ফরক্সে ৯৫ শতাংশ ট্রেডার টিকে না কিন্তু এই ৯৫ শতাংশ ট্রেডার ই হল নতুন। নতুন ট্রেডারগন বিভিন্ন ুলের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট টি জিরো করে ফেলে। নতুন ট্রেডারদের সব থেকে বড় যে সমস্যা তা হল ট্রেড করার পুর্বে মানি ম্যানেজমেন্ট করে নেয় না অন্য দিকে স্টপ লস ও ব্যাবহার করে না।
-
হ্যা বন্ধু আপনার ধারনা প্রায় ঠিক কারন ফরেক্স ট্রেডিংয়ে আসা প্রায় ৯৫% নতুন ট্রেডার লস করে বা ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে ঝরে পরে কারন তারা ফরেক্স ট্রেডিংয়ের জন্য পষাপ্ত জ্ঞান অর্জন করতে পারেনি অথবা তারা তাদের লোভ এবং আবেগের উপর নিয়ন্তন প্রতিষ্ঠা করতে পারেনি তাই তারা ফরেক্বস ট্রেডিংয়ে সফল হতে পারেনি, ধন্যবাদ।
-
আসলে এখানে বলার ক্ষেত্রে আমাদের ছোট একটা ভুল হয় । ফরেক্সে বলা হয়ে থাকে যে ৯৫% ট্রেডার সফল হয় না ! কিন্ত বিষয়টা হতে হবে যে ফরেক্সে শতকরা ৯৫% নতুন ট্রেডার এখানে লস করে । আসলে আমাদের একটা বিষয়ের উপাস্থাপনের উপর ভিত্তি করেই অনেকে প্রভাবিত হতে পারে । আর নতুন ট্রেডার শতকরা লস করবে সেটাই স্বাভাবিক । কেননা কোন নতুন ট্রেডারেরই তখন অভিজ্ঞতা কিংবা দক্ষতা থাকে না ।
-
আসলে ফরেক্স মার্কেটটা বুঝটা খুবই কটিন। কোন দিখে মার্কেট কোন দিকে যাবে তা কেউ বলতে পারবে না। আর ইন্ডিকেটর ব্যবহার করলেও মনে হয় না। তারপরেও আমাদের যে কোন ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। আম্র মনে হয় আপনি কেন্ডেল স্টিক ব্যবহার করলে ভাল হবে।
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার সফল না হবার পেছনে অনেক কারন লুকিয়ে থাকে আমাদের বেশির ভাগ ফরেক্স ট্রেডার ট্রেডিং করতে গেলে লোভে পরে বড় লটে ট্রেডিং করে আবার অনেক ট্রেডার আছে যারা মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ট্রেডিং করে ফলে অনেক লস হয়ে যায় যার কারনে ব্যালেন্স জিরো হয়ে যায়।
-
কথাটা সম্পূর্ন ঠিক । কারণ যে ব্যবসায়ী যত বেশী লোভ করবে সে ট্রেডার কখনোই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লোভকে একেবারেই ছেড়ে দেব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ফরেক্সে অধিকাংশ মানুষ রাতারাতি বড লোক হতে চায়। ফলে তারা নিয়ম নিতি না মেনে ইচ্ছা মত ট্রেড করে। মানি মেনেজমেনট মানে না,অতিরিক্ত ট্রেড করে। ফলে অতি অল্প সময়ে মূলধন লস করে এ মার্কেট সম্পর্কে বাজে ধারনা সৃষ্টি করে।ফরেক্সে তিক থেকে নিয়মিত আয় করতে হলে প্রস্তুতি নিতে হবে।