ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা ছাড়া কোন দিনও সফলকাম হওয়া সম্ভব নয় । অামরা অভিজ্ঞতা বেশী বেশী অর্জন করার চেষ্টা করব তহালেই অামরা লাভবান হতে পারবে । অামরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব । যে যত বেশী জ্ঞান অর্জন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
Printable View
ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা ছাড়া কোন দিনও সফলকাম হওয়া সম্ভব নয় । অামরা অভিজ্ঞতা বেশী বেশী অর্জন করার চেষ্টা করব তহালেই অামরা লাভবান হতে পারবে । অামরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব । যে যত বেশী জ্ঞান অর্জন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
ফরেক্স মার্কেট হলো এমন একটি মারকেট যেখানে পুরাতনরা টিকে থাকে। কারন তারা মার্কেট এ সময় দিয়ে অভিজ্ঞ হয়েছে। আর অভিজ্ঞ হলে নিজের দক্ষতা বাড়ে। দক্ষতা বাড়লে ফরেক্স এ প্রফিট ও বাড়বে এটা স্বাভাবিক। ফরক্স কোন খেলা নয়। যেখান সময় দিতে হবে।
আসলে অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা ফরেক্স মার্কেটে সফল হওয়ার চাবি কাঠি। একথার সাথে আমিও একমত। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার কোন বিকল্প নেই্। আর এই অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ফরেক্স নিয়ে লেখা বই-পুস্তক পড়ার পাশাপাশি ডেমো ট্রেডিং নিয়মিত মনোযোগ সহকারে করতে হবে।
ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷দক্ষ ট্রেডার ১০০০ ডলার ব্যলেন্স দিয়ে মাসে কম করে হলেও ৫০ -৬০ ডলার সহজেই আয় করতে পারে৷অথচ একই মার্কেটে নতুন অদক্ষ ট্রেডারগণ ১০০০ ডলার মাত্র ১ মাসেই জিরো করে ফেলে৷কিন্তু কেনো এরকম হয় ? এটা অস্বাভাবিক কিছুই না৷ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার তুলনায় প্রকৃতপক্ষে ব্যলেন্স খুব বেশী একটা গুরুত্ত্বপূর্ণ বিষয় নয়৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷তাই যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷প্রচুর প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷
ফরেক্স বিষয়ে জ্ঞান ও দখতা থাকা প্রয়োজন না থাকলে ফরেক্স থেকে টাকা ইনকাম করতে পারা যাবে না ,তাই আগে দরকার অভিগতা ও জ্ঞান আমাদের এই ফরেক্স বিষয়ে আর ট্রেডকরতে জানলে বছরে ৪০০-৫০০ ডলার ইনকামকরতে পারেন
আমি মনে করি ফরেক্স দিয়ে বাংলা দেশে বেকেরত দূর করা সম্ভব ,যারা শিখিত তাদের জন্য এই ফরেক্স খুব গুরুত্ত,তাড়া ফরেক্স করে তাদের জিবিকা নিরবাহ করে পাড়েণ ।এই কাজে তাদের কন বেকের অভাব কেটে যাবে বলে আমি মনে করি
ফরেক্স মার্কেট যা অভিজ্ঞতা বেশী সে ট্রেড করে সহজে লস করে না। হ্যা, লস করে কিন্তু তা রিকভার করে ফ্লেন। অভিজ্ঞরা জানেন কীভাবে মার্কেট মুভ করে। আর মার্কেট কিভাবে মুভ করে সেটা বুজ্ঝতে পারলে আমাদের লস হুওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে।
আমার মনে হয় বড় টাইম ফ্রেম দেখে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম থাকে ।অভিজ্ঞতা জ্ঞান ও দক্ষতাই হল এই মার্কেট থেকে সফল হওয়ার একমাত্র চাবিকাঠি ।তবে ১ দিন সমায়ের টাইমফ্রেম আমার মতে সবচেয়ে ভাল ।যত বেশি ফরেক্স মার্কেট দক্ষ হবেন আপনি তত বেশি লস কম করবেন ।ফরেক্স ব্যবসা করতে হলে ভাল ভাবে বুঝে শিখে তার পর করে উচিৎ।
অভিজ্ঞতা হচ্চে বাস্তবিক অর্জিত জ্ঞান । যে যত বেশি অভিজ্ঞ ও দক্ষ সে তত বেশি পরিমাণে ফরেক্সে ভালো ট্রেডিং করতে পারবে । ফরেক্সে তা্রাই ভারো করতে পারে যারা বাস্তবিক মার্কেটে প্রচুর ট্রেড করার অভিজ্ঞতা রাখে । বিশেষ করে যারা ডেমোতে ধৈর্য্যসহকারে এক বছরে ট্রেড করেছে তারােই জানে যে ফরেক্সে কতখানি লাভ হতে পারে । ফরেক্সে লাভবান হওয়ার প্রথম শর্ত হলো বেশি করে ফরেক্স নিয়ে স্টাডি করা ।
যে কোনো কাজে আপনার সফলতার একমাত্র চাবি হলো যে আপনার অর্জিত জ্ঞান এবং আপনার অর্জিত অভিজ্ঞতা তো যেহেতু ফরেক্স একপ্রকার ব্যবসা তো এই ব্যবসাতেও অবশ্যই আগে এই ব্যবসা এর জন্য আপনার জ্ঞান এবং অভিজ্ঞতার গুরুত্ব পাবে ফরেক্স মার্কেটে সফলতা আসা করা যায় না তাই সফলতা পেতে হলে অবশ্যই এই দক্ষতা গুলো থাক্তে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফলতা আসবে।ফরেক্স মারকেটে অভিগতা অনেক জরুরি ।তাই আপনাকে ফরেক্স কাজ করার জন্য ট্রাডিং এর অভিগতা অনেক কাজে দিবে ।