-
হ্যা, আপনি ঠিকই বলেছেন বলে আমি মনে করি। ফরেক্সে কিছু কিছু পেয়ার রয়েছে যেগুলোতে অনেক বেশি ট্রেড হয়ে থাকে।সেগুলো হচ্ছে মেজর কারেন্সির পেয়ারগুলো। যেমন- ইউরোইউএসডি,ইউএসডিক্যাড,অস্ট্রেলিয়া ইউএসডি,জিবিপিইউএসডি ইত্যাদি গুটিকয়েক।। এসব মেজর পেয়ারে ট্রেড করা অন্য পেয়ারের চাইতে নির্ভরযোগ্য বলেই মেজর পেয়ারে বেশি ট্রেড হয়
-
ফরেক্স মার্কেটের প্রধান মুদ্রা হলেও এই মুদ্রার থেকে ডলারের মূল্য ফরেক্স এ অনেক বেশি। কারন ফরেক্স হচ্ছে একটা আন্তর্জাতিক ব্যবসা যে ব্যবসায় এক দেশের মুদ্রা অন্য দেশে কেনা বেচা করা হয় আর সব দেশে তো আর মুদ্রা না ডলারই বেশি তাই ডলারের গুরুত্বটাও একটু বেশি। আরও ভাল করে যদি জানতে চান তাহলে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এই ফরেক্স সম্পর্কে ওখানে গেলে ভাল করে জানতে পারবেন আশা করি।
-
মার্কেটে প্রধান মুদ্রা যদি প্রধান মুদ্রা বলতে আমরা বুজি যেই মুদ্রার প্রচলন বেশি কারন ফরেক্স হচ্ছে মুদ্রা কেনা বেচার বাজার।ফরেক্স মার্কেট এর প্রধান মুদ্রা বলতে গেলে ডলার কেই বলা চলে কারন এর নিউজে আমরা বেশী লাভ করতে পারি বলে আমি মনে করি।ফরেক্স বিজনেস হয় কিছু কিছু ডলার, ইউরো পাউন্ড ইত্যাদি প্রধান প্রধান মুদ্রার বাজার হিসেবে।:woo::bravo:
-
মুদ্রার বাজার বলতে আমরা বুঝি যেখানে মুদ্রা কেনা বেচার হয়।ফরেক্স মার্কেট এর প্রধান মুদ্রা বলতে গেলে ডলার কেই বলা চলে কারন এর নিউজে আমরা বেশী লাভ করতে পারি বলে আমি মনে করি।ফরেক্স বিজনেস হয় কিছু কিছু ডলার, ইউরো পাউন্ড ইত্যাদি প্রধান প্রধান মুদ্রার বাজার হিসেবে।:woo::bravo:
-
অজানাকে জানা মানুষের সহজাত প্রবৃত্তি। ফরেক্স এর ইতিহাস আমাদের জ্ঞান এর পরিধিকে আরও বাড়িয়ে দিল। আমরা এই ব্যবসায় আরও সাহসী হয়ে ট্রেড শিখব। অনেকে ফরেক্সকে বিশ্বাসই করতে চায় না। আমরা যদি এমন আরও চমকপ্রদ ইতিহাস তুলে ধরতে পারি তাহলে ফরেক্স আমাদের দেশে দ্রুত প্রসার লাভ করবে।
-
ডলার, ইউরো, পাউন্ড, কানাডার ডলার, অস্ট্রেলিয়ার ডলার ইত্যাদি। এই গুল কে গুল কে বলা হয়ে প্রধান মুদ্রা
-
ফরেক্স মার্কেটে প্রধান মুদ্রা ডলার যদি টাকা হতো তবেই বোধ করি ভালো হতো! কিন্তু তাতো আর হবার নয়। তাই ডলারকেই প্রধান মুদ্রা মনে করি।
-
ফরেক্স মার্কেটে যে মুদ্রা বেশি কেনা বেচা হয় সেই মুদ্রাকে মেজর কারেন্সি বা প্রধান মুদ্রা বলা হয়ে থাকে।ফরেক্স মার্কেটে সব থেকে বেশি কেনাবেচা হয় usd, eur, gbp, jpy, aud, cad ইত্যাদি বেশি কেনা বেচা হয়।
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে প্রধান মুদ্রা ডলার।১০০ ডলার কোন অংশেই কম নয় একজন নতুন ট্রেডারের জন্য। হ্যা, আপনার উপযোগীতার উপর নির্ভর করে। আপনার মাসিক কত ডলার আয়ের প্রয়োজন তার উপর নির্ভর করে আপনার বিনিয়োগ কত হতে হবে।
-
ফরেক্স মারকেটে ডলারকেই মুদ্র হিসাবে ধরা হয় । তবে ট্রেড ব্যাবসার জন্ন ইউএস ডলারকেই বেশি প্রাধান্য দেওয়া হয় এই জন্ন প্রায় প্রতিটি কারেন্সি পেয়ারি ইউএস ডলারের সাথে করা হয় ।