-
আমার যত দূর মনে পড়ে তা হল আমি জীবনের প্রথম ট্রেড করেছিলাম ২০$ ইনভেস্ট করে । যদিও আমার কিছু করার ছিল না কারণ তখন আমি জানতাম না যে ইন্সতাফরেক্স ফোরাম থেকে বোনাস গ্রহন করা যায় । যাই হোক সেই ২০$ থেকে আমি ট্রেড করে ৪০$ করি এবং ২০$ ছিল আমার জীবনের প্রথম উত্তোলন । তারপর আবার প্রায় ১০$ উপরে লাভ করি কিন্তু পরবর্তীতে সব লস করে ফেলি । আর এই ক্যাপিটাল এর স্থায়িত্ত ছিল শুধুমাত্র দশ দিন ।
-
আমি সর্ব প্রথম ফোরাম পোস্টিং করে ১৬ ডলার বোনাস পাই এবং এই বোনাসের ডলার দিয়ে আমি ট্রেড শুরু করি এবং আমি ফরেক্সে ট্রেডিং যাত্রা শুরু করি । ধন্যবাদ।
-
আমি এই ফরেক্স মার্কেটে সর্বপ্রথম ১০০ ডলার ইনভেস্ট করে ট্রেড শুরু করি । আমার এই ফরেক্স মার্কেটে প্রথম ট্রেড ১৫ সেন্ট দিয়ে শুরু করে ২০ ডলার লাভে ট্রেড ক্লোজ করে দেই । পরবর্তীতে আমি সেই লাভ করা ডলার সহ আমার ডিপোজিট করা ডলার ও ট্রেড করার মাধ্যমে লচ করি,,, তবে আমি আমার একাউন্ট জিরো হতে দেয় নাই । তারপর এখনো আমি ফরেক্স মার্কেটে ডলার ডিপোজিট করিনি,, তবে কিছু দিনের মধ্যে আবার আমি এই ফরেক্স মার্কেটে ডলার ডিপোজিট করবো এবং তারপর আবার ট্রেড করা শুরু করবো,,, ধন্যবাদ ।
-
আমি আপনার সাথে শতভাগ একমত হয়েছি আমার প্রিয় আপনার জ্ঞান আপনার দক্ষতা এবং আপনার অভিজ্ঞতা ফরেক্স ট্রেডিংয়ে আপনার সাফল্যের মূল বিষয় একজন ব্যক্তির, যিনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান রাখেন এবং তার ফরেক্স ট্রেডিং করার আবেগ এবং দক্ষতা রয়েছে কীভাবে হাই তার নিয়মিত কাজ এবং নিয়মিত সাফল্যের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করার জন্য ভাল বলুন আপনার অবশ্যই এই সমস্ত গুণ থাকতে হবে তিনি অবশ্যই এই দিকগুলিতে একজন নিখুঁত ব্যবসায়ী হতে হবে
-
আমার মাথায়, আমি যখন আপনার সাথে কম ডলার নিয়ে কথা বলছিলাম তখন আমি আপনাকে পাওয়ার চেষ্টা করেছি, তবে দ্বিতীয়বারটি আমার। আমরা একটি উপহার পেতে পারি এবং আমার যোগ্যতা অনুসারে সোনার উপরের দিকে যেতে চলেছে।
-
আমি আমার জীবনের প্রথম রিয়েল ট্রেড শুরু করি ২৪.৪০ ডলার ইক্যুই টি দিয়ে আর এই ইক্যুইটি অবশ্য ফোরাম পোস্টিংয়ের বোনাস খেকে পাওয় আমি ইন্ডিয়ান ফোরাম থেকে এই বোনাস পেয়েছিলাম এবং এটা দিয়ে প্রথম ট্রেডে ৫০ সেন্ট লট ব্যবহার করে ১৭ ডলার প্রফিট করে ছিলাম এটাই ছিল আমার প্রথম ট্রেড এবং ট্রেডিং জীবনের সবথেকে বড় লাভ।
-
আমি প্রথম যখন ফরেক্স শুরু করি তখন ৮০ ডলার ডিপোজিট করেছিলাম । সেখান থেকে প্রথম ২দিন ভালো লাভ হইছিলো কিন্তু ১ সপ্তাহের সব ডলার শেষ হইছিল । তাই আমি মনে কম ডলার নিয়ে ট্রেড করা উচিৎ না । বেশি ডলার নিয়ে শুরু করলে লস হবার সম্ভাবনা কম থাকে ।
-
আমি সর্বপ্রথম ৪ ডলার দিয়ে ট্রেড করেছিলাম যেটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছিলাম। যদিও দুই তিনদিনের মধ্যেই একাউন্টটি জিরো করে ফেলি অর্থ্যাত পুরো ৪ ডলারই লস করে ফেলি। তারপর আমি আবার ৮ ডলার ডিপোজিট করি সেখান থেকে আমি অল্প কিছু প্রফিটও করেছিলাম তবে পুনরায় একাউন্ট খালি হয়ে যায়। তারপর একটু বেশি করেই ইনভেস্ট করি এবং প্রফিট নিয়ে টিকে থাকি।
-
আই সাধারণত ফোরাম পোস্টিং বোনাস দিয়ে ট্রেড করি,আমি সর্বপ্রথম ৬০ ডলার ফোরাম বোনাস পাই,তা দিয়ে সর্ব প্রথম আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করি,আমি সেই ৬০ ডলার দিয়ে ২২০ ডলার আমার ব্যালেন্স করি,মোটা মুটি আমি উক্ত ব্যালেন্স দিয়ে ভালো প্রফিট করেছি,এবং সামনেও করতে পারবো।
-
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ।
আমি প্রথম রিয়েল ট্রেড শুরু করি ৩০ ডলার ব্যালেন্স দিয়ে। এটা ছিলো ফোরামের বোনাস মানি। আমি ৩০ ডলার থেকে এক মাসে লাভ লস করার পরে ব্যালেন্স দাড় করাইছিলাম ৩৬ ডলারে । মানে আমার ৫ ডলার লাভ হয়েছিলো। এরপরের মাসে আমার একাউন্টে আবার বোনাস ঢুকে হয়ে যায় ১২১ ডলার। আমি সেটাকে আবার ১৩২ ডলার করে ফেলি কিন্তু ছোট একটা ভুলের জন্য আমার ব্যালেন্স একদম জিরো হয়ে যায়