ফরেক্স সম্পর্কে ফোরামে লেখালেখি করতে নিয়মিত আমার বেশ ভাল লাগে কারন এখান থেকে বোনাসের পাশাপাশি আমি অনেক অজানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছি কখনও কোন বিষয়ে না বুঝলে সাথে সাথে সে বিষয়ে পোস্ট করলে সহজেই সেই বিষয়ে জানতে পারছি।
Printable View
ফরেক্স সম্পর্কে ফোরামে লেখালেখি করতে নিয়মিত আমার বেশ ভাল লাগে কারন এখান থেকে বোনাসের পাশাপাশি আমি অনেক অজানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছি কখনও কোন বিষয়ে না বুঝলে সাথে সাথে সে বিষয়ে পোস্ট করলে সহজেই সেই বিষয়ে জানতে পারছি।
ফরেক্স সম্পকে লেখালেখি করতে আমার খুব ভাল লাগে কারন ফরেক্স করে আমি নিজে সাবলম্বী হতে পেরেছি। তাই আমি চাই সবাই ফরেক্স সম্পকে জানুক এবং ফরেক্সে এগিয়ে আসুক । শুধুমাত্র লোভকে নিয়ন্ত্রনে রেখে আর ধৈয্য সহকারে ট্রেড করে যা কেউই ফরেক্স থেকে লাভবান হতে পারে। ফরেক্স করে আমরা আমাদের পারিবারিক অথনৈতিক অসচ্ছলতা কাটিয়ে উঠতে পারি।
জারা শেয়ার করসেন সাবাইকে দন্নবাদ।আমারও খুব ভাল লাগে।কারন এতা এক্তা শিক্কার বিসয়।আপ্নাদের পোস্ট দেখে খুব ভাল লাগতেছে।
আমি আর্ ও খুসি হলাম যে আপ্নারা সুন্দর করে লিক্সেন।আশা করি আমাকেও সাহুয়াস্য করবেন।আমি জেন ভাল লিক্তে পারি।
লেখা লেখি করলে আবসসই আর ও বেসি কিছু শিখা জাই।এতাই জণ্নও লেখা লেখি করা দরকার।এজন্নও আমি লেখা লেখি করতে বেসি লাইক করি।
সব চেয়ে আপনাদের জানাই আসেস ক্রিতকগতা।কারন আপ্নারা সুন্দর সুন্দর পোস্ট লিক্সেন ।আমি নাতুন ত্রেদার হিসাবে কিছু জ্ঞান অরজন করতে পেরেছি।
আশা করি আপনাদের দারা অনেক উপক্রিত হব।তাই আপনাদের কে এবং স্কল ত্রেদারকে ক্রিতকজ্ঞ।
ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করতে আমার কাছে খুব ভালো লাগে।ফরেক্স মার্কেট সম্পর্কে লেখালেখি করে আমরা আমাদের ভুল গুলো ধরে নিতে পারি। এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হতে পারবো। ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করে আমরা বোনাস পাই। যা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে পারি।তাই আমার কাছে ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করতে ভালো লাগে।
আসলে কি ভাই ফরেক্স নিয়ে লিখতে আমার আনেক ভাল লাগতো, কিন্তু ভাই এত কষ্ট করে জাদের জন্য লিখিতাম তারা সবি শুধু উল্ট পালটা কমেন্ট করে। কিন্তু যখন আমি তাকে ভাল ভাবে জিনিস টা বুঝিয়ে দেই তখন তারা এটা এক মেনে নেয় কিন্তু প্রথমে যা বলে তা দেখে ভাই আমার ফরেক্স নিয়ে আর কিছু লেখতে ভাল লাগেনা।
লেথালেথি করাটা আমার একটা সখ। আর তা যদি হয় প্রিয় কোন জিনিস নিয়ে। তাহলে তো কথাই নাই। ফরেক্স হল আমার একটা প্রিয় বিজনেস। তাই ফরেক্স নিয়ে লেখা লেখি করাটা আমি উপভোগ করি। কারন লেখালেখির মাধ্যমে আমি নিজেকে সবার মাঝে উপস্থাপন করতে পারি। ফরেক্স সম্পর্কে আমার মতামত, আমার অভিজ্ঞতা, আমার চিন্তাচেতনা সবার সাথে শেয়ার করতে পারি। এই লেখালেখির মাধ্যমে আমি আমার ভুলগুলো ঠিক করতে পারি। কারন যখন আমি আমার চিন্তা-চেতনা সবার সাথে শেয়ার করব তখন আমার ভুলগুলো সবার মাঝে উঠে আসবে। আর তখন সবাই আমার ভুলগুলো তুলে ধরবে। এবং আমি নিজেকে সংশোধনের একটা সুযোগ পাব।