-
আমি মনে করি ডেমো ট্রেডিং হল ফরেক্স ট্রেডিং শিখার প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে ফরেক্স ট্রেডিংয়ের হাতেখরি সকল ট্রেডারের জন্যই জরুরী আর এখানে নিয়মিত ভাবে ততদিন প্রর্যন্তই অনুশীলন পরিচালনা করে যাওয়া উচিত যতদিন না প্রর্যন্ত রিয়াল ট্রেডিংয়ের প্রকৃত জ্ঞান এবং দক্ষতা তৈরি না হয়। আমি ডেমোতে প্রায় ৪ মাসের মত নিয়মিত ট্রেড করে নিজেকে ট্রেডিংয়ের জন্য তৈরি করেছি।
-
ডেমো ট্রেড আসলে কত দিন করতে হবে এমন কোন নির্দিষ্ট সময় নাই। যখন মনে হবে আমি এখন লাভ করতে পারছি তখনই আমি রিয়েল ট্রেড করা যেতে পারে। ডেমো ট্রেড করলে অনেক অভিজ্ঞতা হয়, অনেক শেখা যায়। তাই আমি 4-5 মাস ডেমো ট্রেড করছি। এখন আর ডেমো ট্রেড করিনা।
-
আমি এই বাজারে নতুন প্রবেশ করেছি এবং আমি এখনও এই বাজার হতে লস না করে কিভাবে সহজে লাভ করতে হয় তা জানি না। সে কারণে আমি প্রতিদিন ডেমো ট্রেডিং করি এবং ভুল সংশোধনের মাধ্যমে নিজে দক্ষ ট্রেডার হিসেবে পরিচিত হওয়ার জন্য চেষ্টা করছি।
-
অামি এখনো বিগত কয়েক মাস ধরে ডেমো ট্রেড করে আসছি । কেননা ফরেক্স এ ট্রেড করতে গেলে ডেমো ট্রেড করা ছাড়া বিকল্প কোন রাস্তা নেয় । তাই ভাল ভাবে ডেমো ট্রেড করে তারপার রিয়েল ট্রেড করার চিন্তা ভাবনা করবো । সবার আগে নিজের দক্ষতাকে বাড়াতে হবে ।
-
আমি প্রায় এক মাস সতেরো দিন এই ফরেক্স ডেমো তে ট্টেড দেওয়া শিখতেছি | আমার এখন ট্টেড দেওয়া অনেক টা পরিস্কার হয়ে গেছি এবং কী ভাবে ফরেক্স এ আয় করা যায় আমি তা বুঝতে পেরেছি। তবে আমি এটা ডেমোতে করেছি। এখন আমার রিয়েল টা দিয়ে ফরেক্স এ কাজ করব।
-
অামি ছয়মাস টানা ডেমো ট্রেডিং করেছি। ছয়মাস ডেমো করার পর মনে হয়েছে অামি রিয়েল ট্রেডিং এর যোগ্য। রিয়েল ট্রেডিং এর সাথে সাথে ডেমো ট্রেডিং ও করা উচিত।
-
আমি প্রায় দুই মাস ধরে ফরেক্স এ ডেমো প্রার্কটিস করতেছি এতে আমি অনেকটা পরিস্কার হয়ে গেছি এবং কী ভাবে ফরেক্স থেকে আয় করা যায় আমি তা খুব ভাল বুঝতে পেরেছি। এখন আমি রিয়াল টাকা দিয়ে এ ফরেক্স এ কাঝ করতে পারব।
-
আমি দুই মাস যাবত ফরেক্স এ জয়েন্ট করেছি। আমি ডেমো শুরু করেছি প্রায় এক মাস হল। আমি প্রথমে কিছুই বুঝিনি। কিন্তু ডেমো *দেখে আমি অনেক টা পরিস্কার হয়ে গেছি এবং আমি বুঝতে পেরেছি যে কী ভাবে ফরেক্স থেকে টাকা ইনকাম করা যায়।
-
ফরেক্স ট্রেডং করার আগে অবশ্যই ডেমো ট্রেড করা প্রয়োজন । নতুন নতুন ফরেক্স ট্রেড করার আগে ডেমো ট্রেড করা উচিত । ফরক্স ট্রেড এর ব্যাপারে পুরপুরি অভিজ্ঞতা নেওয়ার পর যদি রিয়েল ট্রেড করার ইচ্ছা থাকে , তাহলে ফরেক্স মার্কেট এর সম্পর্কেও ভালো ভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে । তারপর রিয়াল ট্রেড করা উচিত হবে ।
-
কে কতদিন ডেমো করেছে সেটা জেনে কিছু হবে কিনা আমি জানি না, কারন কেউ কেউ আছে যারা এক মাস ডেমো করে রিয়াল এ ভালো প্রফিট করছে, আর কেউ এক বছর ধরে করেও তেমন ভালো করতে পারছে না। এটা সম্পুর্ন আপনার উপর, আপনি কতটুকু আর কত তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছেন ডেমো থেকে।