-
শুধু ফরেক্স বলে না যেকন ব্যাবস্যার ক্ষেত্রেই আবেগ খুব ক্ষতিকর একটা জিনিস । আবেগ দিয়ে আর যাই হোক না কেন ব্যাবসা করা যায় না। আর যদি ফরেক্স এর কথা বলতে যায় তাহলে তো একদম না । কারন ফরেক্স অন্যান্য ব্যাবসার চেয়ে অনেক বেশি ঝুকিপুর্ন একটা ব্যাবসা। ফরেক্স এ একটি ট্রেড ওপেন করার সময় আপনাকে সব দিক থেকে ভেবে চিন্তে ট্রেড ওপেন করতে হবে । তা নাহলে আপনার একটু আবেগ, একটা ভুল সিদ্ধান্ত আপনার অনেক বড় ক্ষতির কারন হতে পারে।
-
ফরেক্স ট্রেডিংয়ে একজন ট্রেডারের কোন বাবেই অবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয় কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আবেগী হবার কোন সুযোগ নেই যদি আপনি আবেগী হন তা একদিকে যেমন আপনাকে লাভ করা থেকে বন্চিত করবে আবার অন্যদিকে তা আপনাকে লসের দিকে ঠেলে দিবে তাই আবেগকে দুরে রেখে সবার ট্রেড করায় মনোযোগি হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।
-
ফোরেক্স মার্কেটে আবেগ অবশ্যই একটি খারাপ জিনিস এটি আপনাকে অনেক বেশি কাদাবে । কারন আপনার যখন লস হবে তখন আপনি লসটিকে দীর্ঘায়ীত করবেন এবং আপনার যখন লাভ হবে তখন অল্প লাভ নিয়ে বের হয়ে আসবেন তাই আমিও মনে করি এই মাকেূটে ভালো প্রফিট করতে হলে অবশ্যই আবেগকে দুরে রেখে নিজের চিন্তা শক্তিকে কাজে লাগানো উচিত।
-
ফরেক্স মার্কেটের একটি অন্যতম বিষয় হলো আপানর ইমোশন তো তার জন্য আপনাকে সবসময় সঠিক ভাবে আপানর ইমোশন কো কন্ট্রোল করতে শিখতে হবে । ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার শুধু মাত্র তাদের অর্থ লস করে থাকেন শূধু মাত্র ফরেক্স মার্কেটে তারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না
-
এটি একটি ভালো কথা ফরেক্সে আবেগ আপনাকে পথে বসিয়ে দিতে পারে। আসলে ফরেক্স এমন একটি জায়গা যেখানে আবেগের স্থান খুব কম। এটা আন্তর্জাতিক বাজার হওয়ার ফলে বিশ্বের সর্বস্তরের মানুষের এতে অংশগ্রহণ আছে। সবাই তার মেধাকে কাজে লাগিয়ে যুক্তি নির্ভর হিসাবের সাহায্যে ট্রেড করে থাকে। সেখানে আপনি যদি আবেগ নির্ভর ট্রেড করে থাকেন তাহলে আপনার অবস্থান কি হবে তা নিশ্চই অনুমেয়।
-
ফরেক্স মার্কেটে আবেগ চলে না ফরেক্স মার্কেট এখানে দলার ডিপজিট করে সেই দলার দিয়ে বিভিন্ন দেশের কারেন্সি পেয়ারে ট্রেড করে প্রফিট করতে হয় আর সেটা খুভ সহজ নয় ফরেক্স মার্কেট সব সময়ের জন্য উঠা নামা করছে এর মধ্যে মার্কেট কন দিকে যাবে সেঠা বঝা খুভ কটিন তাই ফরেক্স মার্কেটে আবেগ স্থান পায় না।
-
অাবেগ ফরেক্স মার্কেটের সবচেয়ে ভয়ানক দিক। একমাত্র আবেগের কারণে বহু ফরেক্স ট্রেডাররা তাদের একাউন্ট শূণ্য করে থাকেন। আবেগকে নিয়ন্ত্রন করে আমরা ফরেক্স ট্রেডিংয়ে সফলতা লাভ করতে পারি।
-
আসলেই বাস্তব যে ফরেক্স আবেগ ফতুর করে ফেলে তাই যেকোন ভাবে আবেগ কে কন্ট্রোল করতেই হবে না হলে এটার জন্য চরম মুল্য দিতে হবে আমি মনে করি আবেগ থাকা ভাল কিন্তুু এই রকম আবেগ থাকা ভাল না যে নিজেকে ফতুর করে ফেলে।
-
যদি আবেগ দিয়ে ফরেক্স করেন তাহলে আমি বলব ফরেক্স বাদ দিয়ে অন্য কোন কাজে সময় লাগান কারন আবেগ দিয়ে ফরেক্স মার্কেটে ফকির হওয়া যায়, কোটি পতি নয়। ফরেক্স এর প্রথম মন্ত হচ্ছে আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে ট্রেড করা। ার বিবেক দিয়ে করতে আপনাকে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। তাহলে ফরেক্স থকে আপনি অনেক আয় করতে পারবেন। নতুবা ফরেক্স আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। অবশেষে ফরেক্স কে দিশারপ করবেন,
-
মানুষ বড় আবেগ প্রবণ জাতি । যেকোন কিছুতেই তার আবেগ চলে আসে । আর যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব কিছুতে সফল হয় । ফরেক্সের বেলায় ও তাই । এখানে আপনাকে টিকে থাকতে হলে আবেগহীন হতে হবে । আবেগের বশবর্তী হয়ে এখানে কোন কিছু করা টিক না । আবেগকে নিয়ন্ত্রণ করে এখানে কাজ করতে হবে । তবেই আপনি ফরেক্স ব্যবসায় সফল হবেন ।