বোনাস আমাদের যথেষ্ট উপকার করে। অপরদিকে বোনাস ব্যালেন্স আমাদেরকে অনিয়ন্ত্রিত ট্রেড করতে উদ্বুদ্ধ করে। আর অনিয়ন্ত্রিত টেট কখনো সফল হতে পারে না। আমাদের উচিত বোনাসকে যথাযথভাবে কাজে লাগানো।
Printable View
বোনাস আমাদের যথেষ্ট উপকার করে। অপরদিকে বোনাস ব্যালেন্স আমাদেরকে অনিয়ন্ত্রিত ট্রেড করতে উদ্বুদ্ধ করে। আর অনিয়ন্ত্রিত টেট কখনো সফল হতে পারে না। আমাদের উচিত বোনাসকে যথাযথভাবে কাজে লাগানো।
বোনাস কে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে লস হতে বাধ্য। আমাদের উচিত সর্বোচ্চ চেষ্টা করা সঠিকভাবে বোনাসকে কাজে লাগানো।
বোনাস ট্রেডারকে লুজার বানায়- কথাটা যেমন কিছু কিছু ট্রেডারের ক্ষেত্রে সঠিক আবার অনেক ট্রেডারের ক্ষেত্রে সঠিক নয়। যারা ফরেক্সকে নিজের ক্যারিয়ার বা ভবিষ্যৎ স্বপ্ন পূরণের মাধ্যম মনে করে এবং সেভাবেই ফরেক্স শেখা থেকে শুরু করে -রিয়েল ট্রেড করা পর্যন্ত সকল বিষয়গুলো মনে প্রাণে বোঝার চেষ্টা করে এবং বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করে । তারা বোনাস বা নিজের বিনিয়োগ করা ক্যাপিটাল হোক তা সঠিকভাবেই নিয়ম কানুন মেনে ট্রেড করে এবং নিজের সফলতার দিকে এগিয়ে যায়।
ফোরাম বোনাস দিয়ে ট্রেড করা সম্পর্কে খুবি সুন্দর একটা কথা বলেছেন।আমরা অনেকেই আছি যারা ফোরাম বোনাস দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।কিন্তু এতে আমরা অনেক অলস হয়ে পরি।আমরা যদি আমাদের পকেটের টাকা দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতাম তাহলে আমরা ভালো ট্রেড করতাম।বোনাস পাওয়া মানে মানি ম্যানেজমেন্ট এর জন্য পলাস পয়েন্ট সুতরাং লসের কোন প্রম্নই আসেনা। সেন্টিমেন্টাল অ্যানারাইসিস খুবি প্রয়োজনিয়।
আপনি একটা ভালো কথা বলেছেন।বোনাস নিলে ট্রেডের সকল নিয়ম ভঙ্গ করে ট্রেড ধরি।আমরা মানি ম্যানেজমেন্টে ভুলে যায়।কারন আমরা দেখি যে প্রচুর রিস্ক নিব যদি লাভ হয় হবে না হলে যা যাবে আর গেলে তো বোনাস যাবে। আমাদের নিজের ডিপোজিট তো যাচ্ছে না।এভাবে দুর্বল মনস্থির করার কারনে বোনাস দিয়ে আমরা উদাসিনভাবে ট্রেড করি। কিন্তু তাই বলে সব সময় বোনাস দিযে ট্রেড করা উচিত না কারন আপনার কাছে টাকা থাকতেও আপনি বোনাস দিয়ে ট্রেড করছেন আর বোনাস দিয়ে বেশি দিন টিকে থাকা সম্ভব হয় না ফরেক্স মার্কেটে।
হ্যাঁ আমি আপনার কথার সাথে একমত আছি । বোনাস অর্থ একজন ট্রেডারকে লুজার বানিয়ে দেয় । আমরা যারা ফোরামের বোনাস ডিপোজিট করে ট্রেড করে থাকি তারা সেই বোনাস অর্থকে মোটেও মূল্যায়ন করি না বলে মানি ম্যানেজমেন্ট ফলো না করে নিজেদের মনগড়া অভিজ্ঞতা নিয়ে ট্রেড করে থাকি আর তার ফলাফল বার বার লচের সম্মুখীন হয়ে একাউন্ট জিরো করে ফেলি । আমি নিজেই তার চাক্ষুষ প্রমাণ,,,,,ধন্যবাদ ।
আমার মতে ফরেক্স এর বোনাস ট্রেডারদের লুজার বানায় কারন তাদের কাছে তেমন ক্যপিটাল থাকে না। তারা যে বোনাস ই পাক না কেন ট্রেড করার সময় যদি মানি ম্যানেজমেন্ট, লিভারেজ, মার্জিন ঠিক না রাখে তাহলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা বেশী থাকে। আবার যদি সঠিক মাত্রায় কম লটে মার্কেট এনালাইসিস করে যদি লাভ করে অনেক টাকা জমাতে পারে তাহলে আবার সাফলতা অর্জন করতে পারবে।
অনেক সময় টেড আর বোনাস নিয়ে টেড করে এই বোনাস দিয়ে তারা ইশ্ছা মত টেড করে কোন নিওম মানে না কারন আতা তার নিজেন ডলার না । এই কারনে বোনাস ট্রেডারকে লুজার বানায় অনেক সময় সব সময় কিন্তু না । অনেক টেড আর আছে যারা বোনাস দিয়ে টেড শুরু করে, রিয়েল একাউন্ট এর ডলার শেষ হয়ে গেলে তো আর রিচার্জ করবে কে? সুতরাং প্রত্যেকটি স্টেপই আপনা ফাইনাল স্টেপ মনে করে ট্রেড করুন, যদিও ডেমো একাউন্ট হয়। কারণ ডেমো থেকে শিখেই আপনাকে রিয়েল একাউন্ট এ ট্রেড করতে হবে।
আসলে আপনি এটি কেন বলছেন আমি তা বুঝতে পারলাম না তবে আমি মনে করি বোনাস ফরেক্স ট্রেডারকে অনেক বেশি ফরেক্স ট্রেডিংয়ের উপর অকৃষ্ট করে এবং ভাল ট্রেডিং দক্ষতা অর্জনের পথে অনেক বেশি উতসাহিত করে।
বোনাস ট্রেডার কে লুজার বানায় কথাটি পুরোপুরি সত্য নয়, এবং আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। কেননা যখন একজন ট্রেডার ফরেক্সে টিকে থাকে,তখন সে বোনাস এবং ইনভেস্ট ডলার দুইটাকেই ক্যাপিটাল মনে করে, এবং সে সবসময় ভাবে,এটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করে এর পরিমাণ বৃদ্ধি করা যায় এবং ফরেক্স থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করা যায়। আর আপনি যদি সত্যিই দৃঢ়ভাবে ফরেক্সে ট্রেডিং করতে চান ,তাহলে কখনোই বোনাস আপনাকে লুজার বানাতে পারবে না।কেননা আপনি নিজস্ব একটা ট্রেডিং স্টাইল গড়ে তুলবেন এবং আপনি আপনার টার্গেট অনুযায়ী কাজ করবেন। যাতে করে আপনি আপনার সফলতায় পৌঁছাতে পারেন।তাই আমি আপনার কথার সাথে একমত নই।