ফরেক্স মার্কেট এ সব পেয়ারে লাভ- লস আছে। আমি প্রথমে যখন ট্টেড করেছিলাম তখন লসই করতাম। এখনো আছে তবে কিছুটা কম। ফরেক্স মার্কেট এ আামি ট্টেড করার সময়তে লসটাকে একটু এড়িয়ে চলতে একটু বেশী মনোযোগ হই। তাতে আমি লস একটু কম করে থাকি।
Printable View
ফরেক্স মার্কেট এ সব পেয়ারে লাভ- লস আছে। আমি প্রথমে যখন ট্টেড করেছিলাম তখন লসই করতাম। এখনো আছে তবে কিছুটা কম। ফরেক্স মার্কেট এ আামি ট্টেড করার সময়তে লসটাকে একটু এড়িয়ে চলতে একটু বেশী মনোযোগ হই। তাতে আমি লস একটু কম করে থাকি।
ব্যবসায়ে লাভ লস থাকবে। তেমনি ফরেক্স ক্ষেত্রে ও ব্যতিক্রম নয়। এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে। এখানে ট্রেড করতে হবে বুজে শুনে অভিজ্ঞতার আলোকে ।এখনে না বুজে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনায় বেশি । আমি ট্রেড করে যা বুজেচি যে এখানে সবার কম বেশি লসের সম্মুখীন হয় । তবে লস হলে হতাশ না হয়ে দক্ষতার আলোকে ট্রেড করে ফরেক্স এ লাভবান হওয়া সম্ভব ।
লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে । আমরা লস করলেই সেটা দিয়ে আমরা শিখতে পারব কেন লস হল । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লস ঠেকাতে পারব । আমরা ডেমো বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
আমরা জানি লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।
Forex আসলে একটি মান সম্মত ব্যবসা। আপনার যে কোন ব্যবসা শুরু করার আগেই কিন্তু বলতে পারবেন না যে, লাভ করতে পারবেন নাকি লস হবে তাই ফরেক্স যেহেতু একটি ব্যবসা এখানে লাভ লস দুটিই আছে। আর তাই যদি না থাকতে তাহলে তো ফরেক্স কোন ব্যবসার মধ্যে পড়তো না। সুতরাং লাভ লস মেনে নিয়ে ব্যবসায় নামা দরকার আমি মনে করি।
যে কনো ব্যবসায় লাভ লস আছে লাভ লস নিয়ে ব্যবসায় তবে লস এর পরিমান টা বেশি হলে সবারই বড় ক্ষতি হয়ে যায়। ফরেক্স এ ও লাভ লস আছে আপনি ফরেক্স এর এমন কন ট্রেডার দেখবেন না যে কন দিন লস করেনি তবে সব সময় দেখতে হবে লাভ থেকে যেন লস বেশি না হয়ে যায়। তবে ফরেক্স এ আপনি ভাল ট্রেড জানলে ফরেক্স থেকে ভাল লাভ করতে পারবেন এটা নিশ্চিত।
আসলে লাভ-লস হচ্ছে পার্ট অফ বিজনেস। আপনার একটা বিজনেস করতে গেলে লাভ যেমন হবে তেমনি লসও হবে এটাই স্বাভাবিক। আর বিজনেসে ক্ষেত্রে যদি শুধু লাভই হত তাহলে সবাই বিল গেটস হয়ে যেত। আর নিশ্চয়ই তার জীবনে সব বিজনেসে শুধু লাভই করেই লসের সম্মুখীনও হয়েছিল। আসলে লসটাকে খারাপ না ভেবে এটাকে একটা শিক্ষা হিসেবে নেয়া উচিত তাহলে এটা কাজে দেবে ভালো করার ক্ষেত্রে।
লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে । অামরা লসের জন্য ফরেক্স মার্কেটের ট্রেড বন্ধ করে দিব না । লস কম বেশী হতেই পারে কিন্তু ধৈর্য্যের সহিত অামাদের সামনের দিকে অগ্রসার হতে হবে । যে যত বেশী । এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।
আমি বলবো লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।
কিছু ট্রেডার আছেন যারা কখনোই শিকার করতে চান না লসে ট্রেড ক্লোজ করেন। কেউ যদি স্টপ লস না দিয়েও ট্রেড করে সে কয়দিন ট্রেড রানিং রাখবে। একটা সময় বিরক্ত হয়ে লসে ক্লোজ করে ও দেয়। আবার টেক প্রফিট হিট করতে ছয় মাস যদি লেগে যায়, তাহলে লস গ্রহ্অন করাই ভালো।