-
আত্মবিশ্বাসী এবং নিজের উপর বিশ্বাস ব্যবসায়ীর পক্ষে খুব মণিযুক্ত। এটি সর্বোত্তম জিনিস যা ব্যবসায়ীকে স্বাধীনতার সাথে সিদ্ধান্ত নিতে দেয়। কখনও কখনও ব্যবসায়ী অন্যান্য ব্যবসায়ীদের উপর নির্ভর করে এবং স্ব-বুলিংয়ের দ্বারা তারা কখনও কোনও জ্ঞান অর্জন করে না। ভবিষ্যতে তারা ফরেক্স ট্রেডিং থেকে পাবেন না কারণ তারা কেবলমাত্র নিজেরাই সাফল্যের উপায়গুলি খুঁজে পাচ্ছেন না following এটি তখন সবচেয়ে খারাপ হবে যখন সে তার সমস্ত অর্থ এবং অ্যাকাউন্টটি ধুয়ে যাবে।
-
ভাই আপনি ৯ ডলার বেশি লস করেন নি,আমি আপনার থেকে এই মাসে বেশি লস করেছি,মার্কেট এর বাজে মুভমেন্ট এর কারণে আমি প্রায় ১০০ ডলার এর মতো লস করেছি,লস হবে ভাই কিন্তু লস রিকোভার এর চেষ্টা করতে হবে,কিন্তু আপনি যদি ম্যানি ম্যানেজমেন্ট ভালো ভাবে অনুসরন করেন তাহলে লস হলেও টিকে থাকতে পারবেন।
-
ফরেক্স মাধ্যমে কাজ করে সফলতা অর্জন করার জন্য ফরেক্স বিষয়ে জ্ঞান থাকা বিশেষ জরুরী। ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসায়ের মাধ্যম। বর্তমান বিশ্বের অসংখ্য মানুষ কাজ করছে এই মাধ্যমে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হচ্ছে.....ধন্যবাদ।
-
লস হওয়াটা স্বাভাবিক তবে কি কারনে লস করলেন সেটা খুজে বের করেন। এতে করে পরবর্তীতে লস কিছুটা কম হবে। মুলত লস করলে তার কারন খুজে বের করতেই হবে নাহলে একই লস বারবার হবে। যদি লসের প্রকৃত কারন খুজে বের করতে পারেন তখন দেখবেন লস হওয়াটা অনেক কমে যাবে।
-
অসন্তুষ্টির মতো আভাসের সাথে বিনিময় করতে পারছে না বলে মনে হচ্ছে। শব্দগুলি লোভ, পাপ, ক্ষণস্থায়ী। আপনাকে আমার নিজের বোঝাপড়াটি প্রদান করা: আমি একদিন দুর্দান্ত বিনিময় করছি। আমার সুবিধা ছিল পাঁচ পেনি পর্যন্ত। আমি ভেবেছিলাম এটি মাত্র 5 পেনি। ইভেন্টটি যে ই-এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাবে, সেই মুহূর্তে 8 টি পেনিসের সুবিধাটি থামাতে 25 পেনিতে এসে পরে এক্সচেঞ্জটি বন্ধ করে দেবে। আমি এই উদ্যোগে প্রচুর উপকার পেয়েছি, তবুও আবেগের সাথে বিনিময় করার পরে আমি এতে আমার সমস্ত মূলধন পেয়েছি। সুতরাং আপনি যখন সম্মিলিত ভাইবোন দেখেন, আপনি আপনার অনুভূতি এবং অতিরিক্ত প্রত্যাশা বিনিময় করেন।
-
আপনি কোথাও ভুল লেনদেন করেছেন এবং এই ভুলের লাভ লাভের পরিবর্তে লোকসানে পরিণত হয়েছে। ভাল বিশ্লেষণ কীভাবে করবেন তা আপনার জানা দরকার know, তবে আপনাকে কেন 5 ডলার ক্ষতি দিতে হবে? আপনি কেন 5 ডলার বা বাণিজ্য হারাতে বা 5 ডলার ক্ষতি দিতে চান তা একটি ভুল বাণিজ্য প্রবেশ
-
অতি লোভ ভালো নয়। আপনি যদি প্রতিদিন এত বড় বড় লস করতে থাকেন তার মানে আপনি ডেমোতে কিছুই শিখেন নাই বাই আর সেল কিভাবে করতে হয়, কিভাবে ক্লোজ করতে হয় একটা ট্রেড এই টুকু ছাড়া। আপনি যদি একটু ধৈর্য ধরে ৫-৬ মাস ডেমো করতেন তাইলে তাইলে আপনার যদি ৯ ডলার লস হইতো আপনি অন্তত সেটা থেকে ৫ ডলার তুলে আনতে পারতেন অথবা লস টা ২ ডলার প্ররযন্ত গিয়ে আর সামনে যাইতো না
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,তাই আমি এখনো রিয়েল ট্রেডিং মার্কেটে ট্রেড করার সুযোগ পাইনি । আর যখন রিয়েল ট্রেডিং মার্কেটে ট্রেড করার সুযোগ পাইনি,, তখন কোনো ট্রেড লচে যাওয়ার সুযোগ নাই । তবে আমার ইচ্ছা আছে ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস রিয়েল ট্রেডিং মার্কেটে ডিপোজিট করে ট্রেড ওপেন করার । কিন্তু তার আগে আমি এই ট্রেডিং মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবো এবং সেই অভিজ্ঞতাকে তখন রিয়েল ট্রেড মার্কেটে প্রয়োগ করবো,,,,, ধন্যবাদ ।
-
যদি আপনি লাভ করতে না পারেন তাহরে ট্রেড করা বন্ধ করুন আবার নতুন করে স্টাডি করুন, ডেমো ট্রেড করে দেখুন আপনার ট্রেডিং এর ফাক গুলো কোথায় আছে আপনার স্ট্রেটেজি ঠিক আছে কি না আজ আমি ১ ডলার লাভ করেছি আমি অল্প অল্প করে লাভ করবো কিন্তু লস করার পক্ষে আমি না তার কারন আজ যদি আমি ১ ডলার লস করি তাহলে কাল আমাকে ২ ডলার লাভ করতে হবে যা আমার জন্য অনেকটা চাপ হয়ে যাবে ।
-
ফরেক্স মার্কেট টিকে থাকার মুল মন্ত্র হচ্ছে আপনি যদি লস করেন সেটা আগে রিকভার করেন। কারন রিকভার না করলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। আবার একই সাথে আপনি যদি অধিক ট্রেড এ লস করে ফেলেন তাহলে আপনাকেই আগে সেই লস রিকভার করা প্রয়োজন।