-
ফরেক্স সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। তাই আমরা যেকোনো সময় ফরেক্স এ ট্রেড করতে পারি । আমাদের যার যেই পেশা ই হোক না কেন আমরা আমাদের অবসর সময়ে ফরেক্স এ ট্রেড করে বারটি উপার্জন করে লাভবান হতে পারি । যদিও ফরেক্স ২৪ ঘন্টা খুলা থাকে তবে ব্রিটেন ও আমেরিকা এর সময় অনুয়াযায়ী তাদের কর্ম ঘন্টায় ফরেক্স মার্কেট সবচেয়ে ভালো উঠা নামা করে তাই সেই সময় ট্রেড করতে পারলে বারটি সবিধা পাওয়া যায় ও খুব সহজে লাভবান হওয়া যায় । বাংলাদেশ সময় অনুযায়ী সময় তা হলো দুপর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত । এই সময় ট্রেড করে ভালো কিছু আসা করা যায় ।
-
ফরেক্স বসার কোন নিদ্দিষ্ট সময় নেই । আর ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেটা দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে । আর দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকার কারণেই ফরেক্স এর জনপ্রিয়তা এখন আকাশ চুম্বি । তবে আমি এটাও মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা ব্যাক্তি বিশেষে নির্ধারণ করে নিই কোন সময় আমরা ফরেক্সে বসব । আর ফরেক্স মার্কেটে ট্রেডাররা তাদের নিজস্ব একটা ট্রেডিং প্লান অণুসরন করেই নিদ্দিষ্ট সময়ে ট্রেড করে । সবাই ফরেক্স মার্কেটে ট্রেড করলেও সফল হয় তারা যারা লেগে থাকতে পারে ।
-
ফরেক্স এ বসার কোনো নির্দিষ্ট সময় নেই.এইটি ২৪ ঘন্টাই খোলা থাকে যার ফলে আপনি সুবিধা পাচ্ছেন আপনার যখন ইচ্ছা তখন করার.কেবল সপ্তাহে ২ দিন মার্কেট বন্ধ থাকে যেই দুইদিন আপনি কাজ করতে পারবেননা তাছাড়া সপ্তাহের বাকি দিনগুলো আপনি আপনার সুবিধামত যেকোনো সময় ট্রেড করতে পারেন.এই সুবিধার জন্যই এইটি স্টুডেন্ট এবং গৃহিনীদের জন্য পছন্দের আয় এর মাধ্যম.
-
ফরেক্স মার্কেটে বসার কোনো নিয়ম মাফিক সময় আছে বলে আমার মনে হয়না । কেননা এক এক ধরনের পেয়ার এক এক সময়ে মুভমেন্ট করে । তবে আমার মতে অনান্য যে কোনো সময়ের থেকে *নিউ ইউক সেশনে ট্রেড করা অনেক লাভ জনক বলে আমার মনে হয় । আমি নিজেও এই সেশনে ট্রেড করি ।
-
ফরেক্স মার্কেট এ আমরা দিন রাত ২৪ ঘণ্টা ট্রেড করে আয় করতে পারি।চাই রাত হোক বা দিন হোক আমরা যে কোন সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তবে সপ্তাহে দুইদিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে।এই দুই দিন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি না।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য রাত কে বেসি প্রাধান্য দিয়ে থেকি।কারণ আমি রাতে ঠাণ্ডা মাথাই ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এছাড়া যখন ফরেক্স মার্কেট ওপেন হয় তখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকে তবে ফরেক্স এ ট্রেড করার জন্য কিছু সময় আছে। ফরেক্স এ দুপুর ২ টার পর থেকে ট্রেড করলে ভাল লাভ করা যায়।
-
আমি জানি ফরেক্স মার্কেট যদিও ২৪ ঘন্টা খোলা থাকে কিন্তু এই ২৪ ঘণ্টাই কিন্তু মার্কেটের মুভমেন্ট থাকেনা।ফরেক্স মার্কেটের মুভমেন্ট সাধারণত ফরেক্স সেশনের উপর নির্ভর করে।তাই আপনি আপনার সুবিধামতো সেশন বেছে নিয়ে ওই সেশনগুলোতে ট্রেড করতে পারেন।তাছাড়া আপনাকে অবশ্যই ফরেক্স নিউজ টাইমগুলোর প্রতিও দৃষ্টি রাখতে হবে।
-
ফরেক্স সপ্তাহে ৫ দিন, দিনে ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি যদি ঘরে বসে থেকে সময় কাটান আমার মনে হয় বসে থেকে সময় না কাটিয়ে ফরেক্স এ ট্রেড করে সময় কাটানো ভাল। কারন এতে সময়ও পাস হবে আর সাথে সাথে টাকাও আসবে। আর সাথে সাথে মাথার ব্রেনও খুলবে। একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে। যারা স্টুডেন্ট তারাও বাজে আড্ডা না দিয়ে ফরেক্স এ সময় দিয়ে তাদের হাত খরচ বাচাতে পারে।
-
ফরেক্স আপনার জন্য দিন রাত ২৪ ঘন্টাই উন্মুক্ত । এখানে যে যখন খুশি সময় দিয়ে ফরেক্সে কাজ করতে পারে। এখানে পার্ট টাইম ফুল টাইম দু টাইমেই কাজ করা যায় । এখানে আমরা আমাদের সুবিধা মত সময় দিয়ে কাজ করতে পারি।
-
আমি বলবো ফরেক্স মার্কেট যদিও ২৪ ঘন্টা খোলা থাকে কিন্তু এই ২৪ ঘণ্টাই কিন্তু মার্কেটের মুভমেন্ট থাকেনা।ফরেক্স মার্কেটের মুভমেন্ট সাধারণত ফরেক্স সেশনের উপর নির্ভর করে।তাই আপনি আপনার সুবিধামতো সেশন বেছে নিয়ে ওই সেশনগুলোতে ট্রেড করতে পারেন।তাছাড়া আপনাকে অবশ্যই ফরেক্স নিউজ টাইমগুলোর প্রতিও দৃষ্টি রাখতে হবে।