-
অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন।তাই আমি মনে করি বৈদেশিক মূদ্রার বাজারে আয় করতে হলে আগে আমাদের ডেমোতে ট্রেডিং করতে হবে।ফরেক্স বিজনেসে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেননা।তাই সকলেরই দরকার যে বুঝে ট্রেড করা।
-
আমি মনে করি যে ব্যবসাই করেননা কেন সেই বিসয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয় ।ফরেক্স মার্কেট ও তেমন একটি জাইগা । না বুঝে ট্রেড করলেত লস হবেই ।আবার কেউ অতিলভের কারনে লস করে ।ফরেক্স থেকে অনেক মানুস ডলার উপরজন করছে ।তাই আমার মতে ৯৫% জন লস করে এটা ভুল কথা ।
-
ফরেক্সে 95 শতাংশ ট্রেডাররা লস করে এটা বাহুল্য কথা তবে যারা লস করে তাদের মধ্যে শতকরা 95 শতাংশ হলো নতুনরা। ফরেক্স মার্কেটে তারাই লস করে যাদের ফরেক্স সম্পর্কে যথেষ্ট পরিমাণ দক্ষতার অভাব, যারা মার্কেট এনালাইসিস না করে ট্রেড করে, যারা ট্রেডিং এর নিয়ম লংঘন করে। দক্ষতা থাকলে এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করলে ফরেক্স থেকেও ক্যারিয়ার গড়া সম্ভব। ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। যেকোনো পেশার পাশাপাশি অবসর সময়ে এখানে ট্রেড করা সম্ভব। সমাজে যেকোন স্তরের মানুষ কেবল উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে রিয়েল ডলার ডিপজিট না করেও ট্রেড করতে পারে। সেই ক্ষেত্রে ফোরামে পোস্ট করে পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে ট্রেড করা সম্ভব। ফলে দরিদ্র মানুষেরাও এখানে ট্রেড করতে পারবে। প্রতি মাসে ফোরামে পোস্ট করে এভাবে ব্যালেন্স বৃদ্ধি করারও সুযোগ এখানে আছে। মূলধন বেশি থাকলে ফরেক্স মার্কেট থেকে একদিকে যেমন প্রফিট করা যাবে অন্যদিকে ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে সুবিধা হবে। বাংলাদেশে বহু বেকার যুবক-যুবতী ফরেক্স এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ফরেক্স মার্কেটের খারাপ দিকের চেয়ে ভালদিকগুলোই সবচেয়ে বেশি। তাই দিন দিন ফরেক্সের জনপ্রিয়তা বেড়ে চলেছে।
-
৯০% মানুষ ফরেক্স এ লস করে তারপরে ও এই ফরেক্স ট্রেডিং অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে দিনের পর দিন, তবে কিছু বছর আগে ও ফরেক্স ট্রেডিং খুব একটা পপুলার চিল না, কিন্তু যখন ই বাংলাদেশের শেয়ার মার্কেতের দর পতন হল তখন ও মানুষ ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে শুরু করে।
আসলে ফরেক্স ট্রেডিং এ আপনি লস করতে পারবেন, কিন্তু আপনি কখনো প্রতারিত হবেন না, বাংলাদেশের শেয়ার মার্কেটে অনেক এ প্রতারিত হয়েছে, আর শেয়ার বিজনেস করতে অনেক পুজির দরকার হয়, কিন্তু ফরেক্স করতে গেলে আপনি ১০০ ডলার নিয়েও নামতে পারেন। আসলে সব কিছু আপনার কিছু বিষয় ভাল করে জানতে হবে, আমি কখন ও বলব না যে আপনি না জেনে ফরেক্স এ ট্রেডিং করেন। ভাল করে জেনে শুনে নিজের ইচ্চায় ফরেক্স ট্রেডিং করবেন।
-
আমার মনে হয় না যে বর্তমানে ৯৫% ট্রেডার লস করে থাকে। যদি তাই হতো তাহলে এই ব্যবসা কখনই বর্তমানে এতটা জনপ্রিয় হতো না। আমার মতে এই তথ্যটি একদম ভুল। আপনি দেখে থাকবেন বর্তমানে অনেকে এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতাছে। কারণ অধিকাংশ ট্রেডার কারও না কারও দ্বারা এই ব্যবসায় প্রবেশ করতাছে আর যে তাদের সাহায্য করতাছে সে অবশ্যই তাদেরকে ভালভাবে এই ব্যবসা সম্পর্কে অবগত করতাছে যার ফলে তাদের লসের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে।
-
ফরেক্স জনপ্রিয় হওয়ার মুল কারন হলো এটি একটি অনলাইন বিজনেস। আর বর্তমানে কম বেশি সকলেই ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আর তার সাথে ফরেক্সেও আকৃষ্ট হচ্ছে। আর তাছরা যেহেতু এখানে অনেক কম মুলধন খাটিয়েও ভালো মুনাফা আশা করা যায় বা কিছু করার জন্য খুব অল্প পুজি নিজেই ব্যাবসা শুরু করা যায় হয়তো সে কারনেই অনেকরই ফরেক্সের প্রতি ইন্টারেস্ট বাড়ছে।
-
যেটাকে আমি ট্রেডিং সিক্রেট বলেছিলাম তা তারা ধারাবাহিকভাবে ব্যবহার করল, সত্যটি হ'ল ট্রেড সিক্রেট রয়েছে এবং বাজারে তাদের সুযোগ রয়েছে তাদের বাণিজ্য এবং জিতের বাইরে, তবে আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে কিছুই বাজারে পরিশোধ নয় ওয়াশআউট বা ক্ষতি কখনই আমানতকে নিরুৎসাহিত করবে না আসল টাকা, বোনাস দিয়ে ব্যবসায়ের কাজ করায় বোনাস দিয়ে লাভ হয় এবং তারপরে আসল অর্থ দিয়ে বাণিজ্য করা যায়, বলিঙ্গার ব্যান্ডের সাথে ট্রেড ব্রেকআউট হয়, এটি বর্ধিত দৃ signal়তা সংকেত
-
আমার মনে হয় যে কোন ব্যাবসাতেই লাভ লস থাকবেই আর এটাই স্বাভাবিক ব্যাপার। আর এখানে ৯৫% ট্রেডার লস করার পরেও এটি জনপ্রিয় একটি কারনেই আর তা হলো এটা একটা স্বাধীন ও মুক্ত ব্যাবসা এবং এখানে একটু দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে পারলে প্রচুর প্রফিট পাওয়া সম্ভব এজন্যই এটা জনপ্রিয় বলে আমার মনে হয়। কেননা এখানে যারা অবিজ্ঞ তারা কিন্তু প্রচুর প্রফিট অর্জন করে থাকেন। আর তারা লস করেন যারা এখানে অদক্ষ ও অনভিজ্ঞ তারাই। তাই আমি মনে করি আমরা যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করি তাহলে অবশ্যই সকলেই এখানে সফল হতে পারবো।
-
লস করার সাথে জনপ্রিয়তার সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। তাছাড়া যাদের একটু লোভ বেশি তারা প্রায় সব সময় লস প্রজেক্টেই থাকে। ফরেক্স সম্পর্কে ভাব ধারনা ও জানা শুনা না থাকলে এই খানে পা বাড়ানো উচিৎ না। কারন এইটা কোন ছোট খাটো ব্যাপার না, ফরেক্স টা অনেক বড় একটা ব্যাপার।
-
আমরা সকলেই জানি যে অল্প বিদ্যা ভয়ংকারি ।যারা ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞান নিয়ে মার্কেটে নামে তারাই বেশির ভাগে লস এর সম্মুখীন হয় । আর যারা ফরেক্স কে পেশন হিসেবে নেয় না যার ফলে তারা অল্প পরিমান ফরেক্স শিখেই মনে করে যে তারা অনেক কিছু শিখে গেছে ফরেক্স সম্পর্কে এবং তারা তাদের অনেক অর্থ এই মার্কেটে বিনিয়োগ করে লস করে ।