-
ফরেক্স মার্কেটে আপনি নতুন না পুরাতন এটা বিষয় নয় বিষয় হচ্ছে আমাদের এই ফোরামে আপনি নতুন সদস্য এবং পোষ্টিং লেখার নিয়ম গুলো কিছুই জানেন না তাই আপনার পোষ্টিং বাতিল হতে পারে৷পোষ্টিং লেখার বিষয়ে কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো ভালো করে পড়ে বুঝে নিবেন৷ আমার জানা মতে নিয়ম গুলো হচ্ছে-আপনার পোষ্ট অবশ্যই নিজের লেখা হতে হবে,কখোনোই অন্যের লেখা কপি করে পেষ্ট করবেন না৷অবশ্যই প্রাসঙ্গিক,বাস্তব-সম্মত,কার্যকরী,সঠিক তথ্যবহুল ও প্রয়োজনীয় বিষয়াদি উল্লেখ করেই পোষ্ট লিখতে হবে৷কমপক্ষে তিনটি সম্পূর্ণ লাইন লিখে প্রাসঙ্গিক বিষয়টি পরিষ্কার ভাবে তুলে ধরতে হবে৷
-
নিয়ম বহির্ভুত কোন লেখা পোষ্ট করলেই তা বাতিল করা হবে। ফরেক্স-বাংলা প্রশাসন প্রতিটি পোষ্ট ভেরিফাই করে দেখে। সেখানে স্বয়ংক্রিয় কিছু সিসটেম সেট করে রাখা আছে। এক মাসে সর্বোচ্চ 250 ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন। তার বেশি পোষ্ট করলে তা বাতিল হতে বাধ্য। অপ্রসঙ্গিক কোন বিষয়ে পোষ্ট করলে তাও বাতিল হয়ে যাবে।
-
আপনার পোষ্টে যদি কোন ভূল থেকে থাকে বা বানান অশুদ্ধ, পোষ্টটি সঠিক নয়, বিষয়ের উপর যদি না হয় তাহলে আপনার পোষ্টটি বাতিল করা হতে পারে। আরও বেশী জানার জন্য নিয়মাবলী ভাল করে পড়ে নিন। আমাদের যে বিষয়ে ভাল জ্ঞান আছে, সেই বিষয়ে লিখতে হবে, প্রাসঙ্গিক লিখতে হবে, পোষ্টটি সঠিক হতে হবে ইত্যাদি বিষয় লক্ষ্য রাখতে হবে। শুধু পোষ্ট করলেই হবে না।
-
ভাই এখানে পোস্ট বাতিল হওয়ার পেছনে অনেকগুলো কারন রযেছে। তবে প্রাথমিক অবস্থায় আপনার পোস্টের কোযালীটি যদি ভাল না হয় এবং আপনি যদি মান সম্মত পোস্ট না করেন তাহলে আপনার পোস্টগুলো বাতিল ঘোষনা করা হতে পাবে বা হবে। সুতরাং ফোরামের রুলস ও রেগুলেশন গুলোর প্রতি গুরুত্ব দিয়ে সঠিভাবে ফোরাম পোস্ট করার চেষ্টা করুন।
-
পোস্ট যদি টপিক অনুসারে না হয় আবার কপি - পেস্ট করলেও পোস্ট বাতিল হবার সম্ভাবনা থাকে ।আপনি চাইলে ফরামের রুল দেখতে পারেন ।সেখানে বিস্তারিত দেওয়া আছে ।
-
আসলে আপনি যদি ফোরামে রুল না মেনে পোষ্ট দেন তাহলে আপনার পোস্ট বাতিল বলে গন্য হবে। তাছাড়া আর অনেক কারন আছে লেখার ভূল, প্রশ্ন সঠিক উত্তর না দেওয়া, না বুঝে ভূল ভাল উত্তর দেওয়া, আপনার উত্তর মান সমপ্নন্ন না হয়া।আবার অনেকে আজে বাজে কথা লিখে পোষ্ট ভরিয়ে রাখে এটি পোস্ট বাতিল হয়ার কারন।
-
আপনি ফোরাম পোস্ট এর নিয়ম এর বাহিরে কোন পোস্ট করলে আপনার পোস্ট বাতিল করে দেওয়া হতে পারে । আপনি যদি পোস্ট এর সঠিক উত্তর না দেন তাহলে আপনার পোস্ট বাতিল করে দেওয়া হতে পারেন । আপনি যদি পোস্ট খুব সংক্ষিপ্ত আকারে পোস্ট করেন তাহলে আপনার পোস্ট বাতিল করে দেওয়া হতে পারে । এই জন্য আপনাকে আগে ফোরাম পোস্ট এর নিয়ম কানুন আগে জানতে হবে তারপর তাদের নিয়ম মেনে আপনাকে ফোরাম পোস্ট করতে হবে ।
-
পোষ্ট কেন বাতিল করা হয় ?
ফরেক্সের ফোরামে পোষ্ট করে বোনাস পাওয়া যায় ।কিন্তু এতে কিছু সমস্যা আছে । যে পোষ্ট অনেক সময় বাতিল হয়ে যায় । এর কারন হল ফোরামের নিয়ম না মেনে পোষ্ট করা হয় ।তাই এই পোষ্ট গুলো বাতিল করা হয় ।
-
পোস্ট কেন বাতিল করা হয়?
আমার মতে পোস্ট বাতিল হওয়ার কিছু কিছু কারণ আছে যা পোস্ট করলে আপনার পোস্ট বাতিল করে দিতে পারে।আপনি প্রশ্নের বিপরিতে অন্য কোন উত্তর দেন এবং প্রশ্ন বাদে যদি অন্য কোন উত্তর দেওয়া হয়।তাহলে আপনার পোস্ট বাতির করার সম্ভবনা আছে।
-
আমি মনে করি প্রতিটি জিনিসেরই কত গুলু নিয়ম কানুন থাকে।আর ফরেক্স ফোরামও তা থেকে কোন ব্যতিক্রম নয়।আমরা সকলেই জানি যে ফোরামের যাবতীয় রুলস forum rules এ আলচনা করা হয়েছে। তবে আপনার পোস্ট যদি সঠিক না হয়ে উলট পালট হয় এবং তা প্রশ্নের উত্তর বহির্ভূত হয় তাহলেই তা বাতিল হওয়ার সম্ভবনা থাকে । এবং আপনি যদি বার বার আপনার উত্তর খুবি ছোট আকারে দিতে থাকেন তবেও বাতিল হতে পারে। তাই আমাদের সকলের এই বিষয়ে সজাগ হতে হবে।ধন্যবাদ