আমি সব সময় মানি ম্যানেজমেন্ট করে ত্রেড করি তাই আমি যখন কোন টাকা আয় করি আমার একটা হিউসাব থাকে। আমার মনে হয় টার্গেট ছাড়া কখনো ট্রেড করা উচিত না। আমাদের সব সময় ভাল টার্গেট নিএ ট্রেদ করতেহবে । আমার এই মাসে টারগেত হল মাত্র ১০০ ডলার ইঙ্কাম করা।
Printable View
আমি সব সময় মানি ম্যানেজমেন্ট করে ত্রেড করি তাই আমি যখন কোন টাকা আয় করি আমার একটা হিউসাব থাকে। আমার মনে হয় টার্গেট ছাড়া কখনো ট্রেড করা উচিত না। আমাদের সব সময় ভাল টার্গেট নিএ ট্রেদ করতেহবে । আমার এই মাসে টারগেত হল মাত্র ১০০ ডলার ইঙ্কাম করা।
সাধারনত আমি একজন লং টাইম ফরেক্স ট্রেডার,আমি মাসিক টার্গেট নিয়ে বিজিনেস করি,গত মাসে আমি প্রায় ১১০০ পিপস এর মতো প্রফিট করেছি লাভ লস মিলে,এই মাস এর কেবল ২ দিন মার্কেট বন্ধ তাই কোন এন্ট্রি নেই,তবুও এই মাসে ৮০০ থেকে ১০০০ পিপস আয় করার টার্গেট নিয়েছি,আশা করি আমি এই মাসে ও আমার টার্গেট পূরণ করতে পারবো।
প্রতিটি মাসেই ভাল কিছু আয় করতে চাই ফরেক্স থেকে। তবে এটা সত্য যে টার্গেট ফিলাপ করে কখনও ফরেক্স ট্রেড করা যায় না । তবে আমিও আশা করতে পারি নতুন হিসেবে যদি এই মাসে (২০-৪০)% ডলার আয় করা যায় এটাই ভাল। তাই আমি এই মাসে ফরেক্স থেকে (২০-৪০)% ডলার আয় করার চিন্তা করছি। আশা করি পারব। আর আপনি কত আশা করেন।
আমার ফরেক্স ট্রেডিং একাউন্টে ব্যালেন্স বেশি না থাকাতে খুব একটা বেশি প্রফিট আশা করি না । তবে আমি আমার ব্যালেন্স অনুযায়ী আগামী মাসে ৩০ ডলার এর মতো প্রফিট আশা করি । তবে আমার যদি আগামীতে ব্যালেন্স বেশি হয় তাহলে আমার প্রফিটের টার্গেট ও একটু বেশি হবে । তবে তার জন্য আমাকে যথাযথ ভালো দক্ষতা অর্জন করে নিতে হবে,,,,,, ধন্যবাদ ।
আমার যে পরিমান ব্যালেন্স থাকে তার ১০% পর্যন্ত আমার সর্বোচ্চ টার্গেট হয়ে থাকে। আমি মনে করি ফরেক্স মার্কেটে একদিন লাভ করার থেকে অনেক দিন নিজেকে টিকিয়ে রাখতে পারার প্রয়োজনীয়তাটা অনেক বেশি হয়ে থাকে। ক্ষমতা যখন হাতে থাকে তখন সবার ই মনে চায় ক্ষমতা একটু কাজে লাগাই না। অনেকের শুধু থেকেই মাসিক অনেক বেশি পরিমান টার্গেট থাকে যা কিনা সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। আমার কাছে ব্যাপার টি বাস্তব সম্মত মনে হয় নি
আমারে এই মাসে ইনকাম করার টার্গেট মাত্র 100 ডলার। তবে পরবর্তী মাস থেকে টার্গেট বাড়ানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ।
আসলে আমি মনে করি কোন কিছুর টার্গেট করতে হলে সেই বিষয়ে আগে বিশদভাবে জানতে হবে তারপর এই সেই বিষয়ে টার্গেট নিয়ে কাজ করতে হয়। আর এখানে আপনি কতটা ইনকাম করবেন সেটা নির্ভর করবে আপনার ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার ওপর তাছাড়াও মূলধন একটা বিষয় আছে আপনার মূলধন যদি বেশি হয়ে থাকে এবং আপনি যদি ট্রেডিং এর দক্ষ ও অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অনেক ইনকাম করা সম্ভব তবে সেটা নির্ভর করবে পুরোপুরি আপনার ওপর।
নির্দিষ্ট ভাবে ফরেক্স থেকে ইনকাম করাটা বেশ কঠিন ব্যাপার। কারন ফরেক্স মার্কেট দৈনিক গতি পরিবর্তন করে। আবার অনেক সময় ট্রেড এর বিপরীতে মার্কেট চলে যায়। যা দুর্ভাগ্য বশত একাউন্টকে হুমকির মুখে ফেলতে পারে। তাই আশা থাকলেও অনেক সময় তা নিরাশা হয়ে যায়। তারপরও চেষ্টা করি প্রতিদিন ভালো ফিডব্যাক পাবার।
আসলে ফরেক্সে কখনো টার্গেট নিয়ে কাজ করা সম্ভব নয় এখানে কাজ করতে হলে আপনাকে সময় এবং দক্ষতা দুটি প্রয়োজন হবে এবং প্রতিনিয়ত আপনার বাজারে যেমন দাম বৃদ্ধি পায় এবং কমে যায় ঠিক তেমনি ফরেক্স মার্কেটে দাম বৃদ্ধি পায় এবং কমে যায় বিভিন্ন দেশের সমস্যার কারণে ট্রেডিং এর মধ্য বিভিন্ন রকম ভাবে বদলে যায় বাজার বেশি উঠানামা করে তাই আপনি কখনোই পড়েছে টার্গেট নিয়ে কাজ করবেন না।
আমি অবশ্যই ফরেক্সে ভালো অর্থ ইনকামের জন্য চেষ্টা করি। এবং ভালোভাবে কাজ করে যাচ্ছি। তবে আমাদের হয়তোবা প্রতিমাসে ফরেক্স থেকে ইনকাম এর জন্য কিছু টার্গেট থাকে। তার ভিতরে আমারও একটা টার্গেট রয়েছে। তবে যথাসাধ্য লাভ হবে সেটা আমার জন্য ভালো। তবে 100 ডলার ইনকাম করার জন্য টার্গেট রাখি সবসময় জন্য সেই ভাবে কাজ করি।