ফরেক্স আপনি অল্প কিছু ডলার ইণভেষ্ট করেও ট্রেড করতে পারবেন যেমন ৫ ডলার ১০ ডলার বা তার কমবেশি। তবে আপনি এত ছোট ব্যালেন্স টিকিয়ে রাখতে পারবেন কিনা সেটাা বড় বিষয়।কারন আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যখন প্রথম প্রথম ছোট ব্যালেন্স নিয়ে ট্রেড করতাম তখন সবই লস করতাম তবে বড় ব্যালেন্স দিয়ে ট্রেড করলে এই পবলেম টা কম হয়েছে।