-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে রিস্কি নিতে হবে তবে সেই রিস্কিটা যেন আমাদের সীমার মধ্যে থাকে। তাহলে লস হলে কম হবে লাভেরর ক্ষেত্রে আপনাকে চিন্তা করে ট্রেড ক্লোজ করতে পারেন। আমরা যারা নতুন টট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে বড় বড় স্বপ্ন দেখা শুরু করি। সেই স্বপ্ন আমাদের কাল হয়ে দাড়ায় তাই আমাদের কে সব মেনে ট্রেড করতে হবে।
-
হা ভাই ফরেক্স মার্কেটে আপনি যদি অল্প লাভ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আপনি কম করে হলেও আপনি কিছু না কিছু লাভ করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি বেশি বেশি লাভ করতে চান তাহলে আপনার লাভ বেশি বেশি না হয়ে আপনার লস হবে বলে মনে করি।
-
ফরেক্সে আমাদের টিকে থাকাটা নির্ভর করে আমাদের মানি ম্যানেজমেন্ট আর আমাদের ছোট লটে ট্রেড এর উপর।।। তাই আমি মনেকরি ফরেক্স এ টিকে থাকতে হলে আমাদের ছোট ছোট লটে ট্রেড করে প্রফিট যা আসে তাই নিয়ে খুশি থাকা উচিৎ।।
-
সত্যি বলতে ফরেক্স মার্কেটে টিকে থাকাই হল বড় কথা। অনেকেই ফরেক্স মার্কেটে আশে তবে বেশি দিন টিকে থাকতে পারে না। মার্কেটে টিকে থাকতে পারলে অধিক মুনাফা সম্ভব। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে ব্যালেন্স শুন্য হবার সম্ভাবনা বেশি থাকে। অল্প রিস্ক নিয়ে ট্রেড করে মুনাফা কম হলেও মার্কেটে টিকে থাকা সম্ভব। তাই আমাদের জন্য কম ঝুঁকি নিয়ে ট্রেড করাই ভাল।
-
ফরেক্স মার্কেটে যে জিনিসটি আমাদের বাধ্যতামুলকভাবে নিতে হয় সেটা হল ঝুঁকি । আমরা যে পরিমাণেরই ট্রেড করি না কেন আমাদের অবশ্যই ঝুঁকি নিতে হয় । আর ঝুঁকি যত বেশি নিব লাভও তত বেশি হবে কিংবা লসও তত বেশি হবে । তাই আমাদেরকে বিশেষ করে যারা নতুন আছে তাদেরকে পরিমিত পরিমাণ ঝুঁকি নিতে হবে । এতে করে লাভে হলেও ভাল কিন্ত লস হলে অল্প হবে এবং টিকে থাকার সম্ভাবনা থাকবে ।
-
ফরেক্সে আপনার প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । কারন,এই মার্কেটের গতি, প্রকৃতি বুঝা খুব মুশকিল । আসল ব্যাপারটি হচ্চছে মূলত ফরেক্সয মার্কেটকে ভালভাবে চেনা । আর এই চেনার ক্ষেত্রে যার যত বেশি অভিজ্ঞতা তিনি তত বেশি সাফল্য মন্ডিত ।
-
সব সময় ফরেক্সে ট্রেড করার পূর্বে আমাদের ঝুকির কথা মাথায় রাখা উচিত কারন একটু অসাবধানতা বড় ধরনের লসের দিকে নিয়ে যেতে পারে আর আমি মনে করি এর থেকে পরিত্যান পেয়ে ভাল প্রফিট লাভ করতে হলে ফরেক্সে ট্রেড ওপেনের পূর্বে অবশ্যই ভাল করে মার্কেট অ্যানালাইসিস এবং মানিম্যানেজমেন্ট করে নিতে হবে।
-
ফরেক্স এ অল্প লাভ করাই ভাল। কারন অল্প অল্প করেই ফরেক্স থেকে আমর বেশী লাভ করতে পারব, ঠিক লসও আমাদের অনেকটা কম হবে। আর *যদি আমরা বেশী লাভ করতে যেয়ে বেশী ট্টেড করলে আমাদের লসও অনেক বেশী হবে এবং ব্যালেন্সও জিরো হয়ে যাবে। তাই আমাদের অল্প ঝুকিঁ নিয়ে ফরেক্স এ ট্টেড করতে হবে।
-
যেকোন ব্যবসায় ঝুঁকি থাকবেই।আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকবে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপনার লসটাও বেশি বেশি হবে।তবে নতুন ট্রেডারদের রিস্ক না নেওয়াই ভালো যারা অভিজ্ঞ তারাই রিস্ক নিতে পারেন।
-
সব সময় ফরেক্সে কাজ করতে হলে বুঝে কাজ করতে হবে , ফরেক্সে কাজ করলে লাভ হবেই । কিন্তু তার জন্য ধৈর্য ধারন করে কাজ করতে হবে । ফরেক্সে ধৈর্য ধরে বুঝে কাজ করতে পারলে ফরেক্সে টিকে থাকা সম্ভব । ফরেক্সে ঝুকি কম নিয়ে কাজ করতে হবে । ফরেক্সে ঝুকি না নিয়ে কম লাভ করে করে ফরেক্সে টিকে থাকতে হবে । কম লাভ নিয়ে সন্তষ্ট হতে হবে , লোভ করা যাবে না , তাহলে লাভের বিপরীতে লস হয়ে যাবে অনেক । তাই অল্প রিক্স নিয়ে অল্প লাভ করাই ভাল ।