-
আসলে এগুলো হলো মনের দুঃশ্চিন্তা । এটাকে বলা হয় সন্দিৎসু মানসিক অবস্থা । অামরা যারা ট্রেডিং করি তারা প্রতিটা ট্রেড দেওয়ার আগেই যতটা না লাভের চিন্তা করি তার আগেই আমরা লস করার চিন্তা করে হতাশ হয়ে পড়ি । যে কোন কাজ করতে গেলেই অামরা সেই কাজের নেতিবাচক দিকটাকে বড় করে দেখলে তা থেকে ভালো কোন ফলাফল আশা করতে পারি না । তাই আপনি বোনাস দিয়ে সন্দেহ ব্যাতিত সঠিক উপায়ে ট্রেড করুন ।
-
নো ডিপোজিট বোনাস এর জন্য এখন ও মাঝে মাঝেই সার্চ দিই। কিন্তু এগুলোর অনেক শর্ত থাকে।যা পুরন করা অনেক কষ্টের। আর বেশি পরিমানের বোনাস যারা দেয় তারা বাংলাদেশ এর ট্রেডার দের এই সুবিধা দেয় না। এগুলোর বেশির ভাগই আমেরিকান বা অন্য কোন দেশের নাগরিকদের জন্য। ইনস্টাফরেক্স অবশ্য ব্যতিক্রম। এদের শর্ত গুলো অনান্যদের থেকে নমনীয়। কিন্তু একই ব্যক্তি বারবার এই বোনাসের সুবিধা নিতে পারে না।
-
আমার দৃষ্টিতে বোনাস দিয়ে ট্রেড করার তেমন কোন অসুবিধা নেই বরং সুবিধাই বেশি ধরুন আপনি একজন ভাল ফরেক্স ট্রেডার কিন্তু ডিপোর্জিট করে ট্রেড করার মত ক্ষমতা আপনার নেই কিন্তু তাই বলে কি আপনি ট্রেড করবেন না? আর ঐ সকল ট্রেডারদের জন্য আমি মনে করি ফোরাম অনেক ভাল একটি ব্যাবস্থার করে দিয়েছে।
-
বোনাস ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করার অসুবিধার চেয়ে সুবিধাই সব থেকে বেশি। আপনি যদি একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তবে আপনি নিজের পকেট থেকে টাকা ডিপোর্জিট ছাড়াও ফরেক্সে ট্রেড করতে পারবেন আর এটির ব্যাবসস্থা আপনাকে করে দিবে ফোরাম। নিয়মিত ভাবে আপনি ফোরমের সকল নিয়ম নিষেধ অনুসরন করে পোস্ট করে ফোরাম থেকে বোনাস নিয়ে সেই বোনাস দিয়ে ফরেক্সে রিয়াল ট্রেডিং করতে পারবেন এবং প্রফিটের স্বাধ উপভোগ করতে পারবেন।
-
আপনি বোনাস দিয়ে ট্রেড করতে পারেন। তাতে কোন সমস্যা নেই। আপনি যদি বাংলা ফোরামের নিয়ম মেনে পোষ্ট করেন এবং নিয়ম অনুযায়ী ট্রেড করেন তাহলে আপনার এ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি কোন নিয়ম ভঙ্গ করে থাকেন তাহলে আপনার এ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। তাই আগে নিয়মগুলো ভাল ভাবে জেনে নিন।
-
হ্যা বোনাস দিয়ে ট্রেড করার অনেক শুবিধা আছে ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করতে আপনাকে কোন রকম ইনভেস্ত করা লাগবে না তাই আমি মনে করি বোনাস দিয়ে আমরা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য অনেক অনেক লাভ ফরেক্স সমন্ধে ভাল ভাবে পড়াশুনা করে ভালভাবে জেনে ট্রেড করুন এই বোনাস ই আপনাকে অনেক বড় সুবিধা করে দেবে তাই আমি মনে করি বোনাস দিয়ে ট্রেড করার কোন অসুবিধা নেই নিশ্চিন্তে করা যাবে।
-
আমি গত দুই মাস হলো ফোরামে আছি । এখানে পোষ্ট করে যা বোনাস পাই তাদিয়ে রিয়েল ট্রেড করি কোন সমস্য হয়নী কিন্তু অনেকেই বলছে প্রফিট উই্থড্র করতে গেলে এ্যা্কাউন্ট বল্ক হচ্ছে। বিষয়টা চিন্তার। যদি প্রফিট উইথড্র করা না যায় তবে এতা কষ্ট করে পোষ্ট করে লাভ কি ডেমো করার ই ভাল। তবে আমার মনে হয় যে এ্যাকাউন্ট গুলো ব্লক হয়েছে তাতে ফোরামের নিযম নীতি বাহিরে কিছু হয়েছে কোন সমস্য না হলে একাউন্ট ব্লক হওয়ার কথা নয।
-
ফরেক্সে টাকা ছাড়াও আপনি ট্রেড ওপেন করতে পারেন । তাহলো বোনাস গ্রহণের মাধ্যমে , আর বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের নতুনদের সে সুবিধাটা করে দিয়েছেন ।এখানে প্রত্যেক এবং রিপ্লা্ই এর জন্য .20 ইউ এস ডলার বোনাস প্রদান করে থাকে , নির্দিষ্ট নিয়ম মেনে । যাহা এক মাসের বোনাস অন্য মাসের শুরেতে আপনার একাউন্টে পাঠিয়ে দেয় । ব্যান করে দেওয়া অভিযোগ আমিও শুনেছি কিন্তু সত্যতা জনিনা, আমিও একটু চিন্তিত ।
-
বোনাস ডলার দিয়ে ট্রেড করলে আপনি প্রথমত লেভারেজ ১ঃ৫০ এর বেশি পাবেন না। যেকোনো সময় আকাউন্ট ব্লক হয়ে যেতে পারে । কিন্তু বোনাস ডলার দিয়ে ট্রেড করলে আপনার নিজের পকেটের টাকা নষ্ট করতে হচ্ছে না। লাভ হলে আপনি লাভের টাকা উইথড্র করতে পারবেন। বোনাস ডলার দিয়ে আপনি রিয়াল অ্যাকাউন্ট এ ট্রেড করে নিজের ইছছা মত রিস্ক নিয়ে শিখতে পারবেন। আর শবচে বর বিষয় লস খেলেও আপনার টেনশন করতে হবে না।
-
আমি একটা জিনিস বুঝি না , সেটা হল বোনাস দিয়ে ট্রেড করে যদি প্রফিট উত্তোলন করতে না দেয়া হয় তাহলে বোনাস দেয়ার দরকার কি? বোনস ব্যালান্স তো ডেমো ডলার এর মতো হয়ে গেল। এই কমপ্লেইন টা যদি প্রাকাশ পেতেই থাকে তাহলে এটা ফোরামের জন্য সংকেত বয়ে আনরে। তবে আমাদের কেও ফোরামের নিয়ম কানুন মেনে চলতে হবে। অল্প প্রফিট উত্তোলন করলে মনেহয় একাউন্ট ব্লক হয় না।