আমি বলবো ভাল ট্রেডার হতে হলে ভাল ট্রেডিং প্লান থাকতে হবে । ভাল ট্রেডিং প্লান না থাকলে আপনি সফলতা অর্জনে ব্যার্থ হবেন । আপনি হইত ভাল ট্রেড করেন আপনার ভাল প্রফিট আশে , হ্যা আশ্তেই পারে কিন্তু ভাল প্লান না থাকলে আপনি সফলতা ধরে রাখতে পারবেন না। ফরেক্স মার্কেটে এক জন ভাল ট্রেডার যিনি , আমি মনে করি উনি ভাল একটা প্লান নিয়ে সর্বদা ট্রেড করে থাকেন। আর একজন ভাল ট্রেডার এর প্লান থাকবে এটা উনার একটা সাধারন বৈশিষ্ট্য । তাই আমি মনে আমাদের সবারই ট্রেড এর বেলায় একটা প্লান নিয়ে ট্রেড করা। ফরেক্স এ ভাল কিছু করতে হলে আমাদের তা থাকা দরকার।