কমেন্ট কত লাইনের হবে তা নির্ভর করে বিষয়ের উপর। একটি বিষয় অনেক সংক্ষেপে বুঝাতে পারে আবার অনেকে তা উদহারণ দিয়ে বুঝিয়ে দেয়। তাবে আমিও মনে করে ২/৩ লাইনের মধ্যে কমেন্ট শেষ করা ভাল। বিশেষে সংক্ষেপও ভাল নয় আবার বেশি বলাও ভাল নয়। ধন্যবাদ
Printable View
কমেন্ট কত লাইনের হবে তা নির্ভর করে বিষয়ের উপর। একটি বিষয় অনেক সংক্ষেপে বুঝাতে পারে আবার অনেকে তা উদহারণ দিয়ে বুঝিয়ে দেয়। তাবে আমিও মনে করে ২/৩ লাইনের মধ্যে কমেন্ট শেষ করা ভাল। বিশেষে সংক্ষেপও ভাল নয় আবার বেশি বলাও ভাল নয়। ধন্যবাদ
ফরেক্স ফোরামে আপনি যখন কোন পোস্টের উত্তর দেন বা আপনার অভিজ্ঞতা শেয়ার করেন তখন উচিত বিষয় বস্তর উপর ভিত্তি করে আপনার পূর্ণ মতামত, অভিজ্ঞতা, পরামর্শ প্রদান করা । এতে করে আপনি ফোরামের নিয়মনীতি রক্ষার পাশাপাশি নতুন ট্রেডারদের ফরেক্স সম্পর্কিত সমস্যার সমাধানও করা সম্ভব । $ধন্যবাদ$
আসলে আপনি কয় লাইনে কমেন্ট লিখলেন,সেটা মুখ্য ব্যাপার না।মুখ্য ব্যাপার হল যে, আপনার লেখার ভিতর কোয়ালিটি কতখানি। কেননা ফোরাম কখনোই পোষ্টের কোয়ান্টিটির উপরে বোনাস প্রদান করে না।পোষ্টের কোয়ালিটির উপর বোনাস প্রদান করে থাকে।তাই আপনি যদি মানসম্মত পোস্ট,৫ থেকে ৬ লাইনের ভেতর কভার করতে পারেন। তাহলেই আপনি ফোরাম থেকে ভালো মাপের বোনাস পাবেন।তবে পোস্ট অতি সংক্ষিপ্ত বা অনেক দীর্ঘ করা উচিত নয়।
কমেন্ট কত লাইনের হবে তা নির্ভর করে বিষয়ের উপর। নিয়ম অনুযায়ী আপনাকে ২ থেকে ৩ এর মধ্যে লিখলে আপনার কমেন্ট টা লিখলে সেটা ফরেক্স ট্রেডার এর কাছে গ্রহন যোগ্য হবে। আসলে আমাররা যদি শুধু বেশি বেশি বোনাস পাবার জন্য খুব ছোট ছোট লাইনে কমেন্ট করি তাহলে কিন্তু তা লাভজনক হবে না । ফরেক্স ফোরামে আপনি যদি ভাল করে পোস্ট করতে চান আবং আপনার পোস্টটিভ্যদি বাতিল করতে না চান তাহলে আপনার পোস্টি কম করে হলেও দুইলাইন করে লিখতে হবে অন্যতায় আপনাকে এলাট করা হবে যেন আপনি দুই লাই দিচ্ছেন না। তাই প্রথম থেকেই সতর্ক থাকার ছেস্টা করুন।
কমেন্ট কতো লাইন হবে সেটা অনেকটা নির্ভর করে আমরা যে বিষয়টা নিয়ে লিখছি সেটার উপর। কিছু কিছু টপিক থাকে যেটা নিয়ে ১ লাইন বা ২ লাইনের বেশি লেখা যায় না। ১ লাইন বা ২ লাইন *লিখলেই আসল বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আরার কিছু কিছু টপিক আছে যেটা নিয়ে ২ পেজ বা ৩ পেজ অথবা সারাদিন লিখলেও শেষ হবেনা। হ্যা, তবে কমেন্ট সাধারনতো ৩ বা ৪ লাইনের মধ্যেই শীমাবদ্ধ রাখাই ভালো। এতে করে আসল বিষয়টা ফুটিয়ে তোলা সম্ভব। কমেন্ট বেশি ছোট করতে গিয়ে যদি বিষয়টা ক্লিয়ার না করা যায় তাহলে লেখার আসল উদ্দেশ্যটাই ব্যহত হবে।
ফরেক্স কমেন্ট মূলত আপনি টপিকের ওপর যতো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন ততই ভাল। আপনি অল্প কথায় যদি বুঝিয়ে দিতে পারেন তাতেও হবে। এর নির্দিষ্ট কোন মাপকাঠি নেই। তবে 5/6 লাইনেই শেষ করাটা শ্রেয় বলে মনে করি।
বর্তমান বিশ্ব খবই দ্রুত গতিতে ছুটে চলেছে। তাই আমাদের এমন ভাবে কমেন্ট করা উচিৎ যাতে অল্পলাইনে সমগ্র ভুলভাল ফুটে উঠে। যা এক লাইনে সম্ভব নয়, আর খুব বেশি তো নয়ই।
একটি বিষয় অনেক সংক্ষেপে বুঝাতে পারে আবার অনেকে তা উদহারণ দিয়ে বুঝিয়ে দেয়। তাবে আমিও মনে করে ২/৩ লাইনের মধ্যে কমেন্ট শেষ করা ভাল। বিশেষে সংক্ষেপও ভাল নয়। আসলে আমাররা যদি শুধু বেশি বেশি বোনাস পাবার জন্য খুব ছোট ছোট লাইনে কমেন্ট করি তাহলে কিন্তু তা লাভজনক হবে না । তাছাড়া ফোরাম এর অনেক গুলো নিয়ম কানুন আছে যা আপনাকে যথাযথ ভাবে অনুসরন করতে হবে ।
কমেন্ট কত লাইনের হবে তা নির্ভর করে বিষয়ের উপর। নিয়ম অনুযায়ী আপনাকে ২ থেকে ৩ এর মধ্যে লিখলে আপনার কমেন্ট টা লিখলে সেটা ফরেক্স ট্রেডার এর কাছে গ্রহন যোগ্য হবে। আসলে আমাররা যদি শুধু বেশি বেশি বোনাস পাবার জন্য খুব ছোট ছোট লাইনে কমেন্ট করি তাহলে কিন্তু তা লাভজনক হবে না ।থ্রেড যায় হোক না কেন ভাল ট্রেডাররা কমেন্ট সর্বনিম্ন ২-৩ লাইন করে থাকেন। ফোরামের একটি নিয়ম হচ্ছে আপনাকে কমপক্ষে দুই লাইন পুর্ন করে আপনার মুল্যবান পোস্টটি করতে হবে । আপনার পোস্ট অবশ্যই মান্সম্মত হতে হবে ।
আমার জানা মতে, ফরেক্স এর কমেন্ট এর প্রশ্নের উপর ভিত্তি করে কমেন্ট করতে পারেন। তবে ফরেক্স ফোরাম অনুযায়ী আপনাকে 3 লাইন এর বেশী হতে হবে। ফরেক্স ফোরাম এর 3 লাইন লেখা একটু সমস্যা হতে পারে । তবে প্রশ্নে যাই হোক না কেন 3 লাইন টাইপ করে লিখতে পারলে ভাল হয়। এতে আপনার ফরেক্স এর কমেন্ট এ বোনাস পাওয়ার আশা থাকতে হব। এবং আপনি ফরেক্স ফোরাম হতে অনেকটা এগিয়ে থাকতে পারবেন।