কোন ব্যবসায়ী লস হবে এটা চিন্তা করে না আমাদের ভিতরে লোভ টাকে আমরা মাঝে মাঝে কন্টোল করতে পারিনা লোভের কারণে আমরা বুঝতে পেরেও পারিনা কিন্তু ভুল ভাঙ্গে লস হয়ে গেলে।তাই লস পুষে রাখা ঠিক না
Printable View
কোন ব্যবসায়ী লস হবে এটা চিন্তা করে না আমাদের ভিতরে লোভ টাকে আমরা মাঝে মাঝে কন্টোল করতে পারিনা লোভের কারণে আমরা বুঝতে পেরেও পারিনা কিন্তু ভুল ভাঙ্গে লস হয়ে গেলে।তাই লস পুষে রাখা ঠিক না
এটা একটি স্বাভাবিক ঘটনা ফরেক্স মার্কেটে আমরা যেমন লাভবান হতে পারি তেমনিভাবে আবার ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা না থাকলে বিরাট লসের সম্মুখীনও হতে পারি আর আমরা সাধারনত লসকে পুষে থাকি জন্য যাতে ফরেক্সে লস করতে করতে আমরা ঠিক লাভ করতে পারি এবং যখন মার্কেট আবার উঠবে তখন যাতে লাভ করতে পারি
আমার ফরেক্স ট্রেড করার সময় আমি লক্ষ করছি যে একটি ট্রেড লসে চলে গেলে টা আর কাটা যায় না কাটতে পারিনা ট্রেডটি ফেলে রাখি তখন লোভ কাজ করে যে এই ট্রেডে লাভ আসবে বলে।কিন্তু একটি লাভ ট্রেড অনেক সময় ফেলে রাখতে পারি না আল্প সময়ের মধ্যে কেটে দিয়ে ভের হয়ে আসি।তাই লসকে পুষে রাখতে রাখতে অনেক বড় লসে ট্রেডটি কাটতে হয়।
ফরেক্স মার্কেটে আমরা লস পুষে থাকি কারণ আমরা কেউ লস করতে চাইনা। কারণ লসে থাকা একটি ট্রেড ক্লোজ করে দিলে লসের পাশাপাশি মূলধন ও কমে যায়। তাই ট্রেড যখন লসে থাকে তখন আমরা ধৈর্যের সাথে অপেক্ষা করে থাকি কখন ট্রেডটি প্রফিট অর্জন করে। যখন ট্রেডটি প্রফিট অর্জন করে তখন আমরা ট্রেড ক্লোজ করে দিই। আর আমরা যদি লস পুষে নাই রাখতে পারি তাহলে কিভাবে ধৈর্যের পরীক্ষা দিব ফরেক্স মার্কেটে?? তাহলে তো সবাই ফরেক্স মার্কেটে লস করবে। অনেক সময় দেখা যায় লসে থাকা একটি ট্রেড ক্লোজ করার কিছু সময় পরেই মার্কেট ট্রেডের অনুকূলে চলে আসে অর্থাৎ যদি ট্রেডটি ক্লোজ না করা হতো তাহলে প্রফিট অর্জন করা যেত। তাই ফরেক্স মার্কেট থেকে প্রফিট অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে লস পুষে রাখার অভ্যাস করতে হবে।
আমরা ফরেক্সে অনেক ভাবেই লস পুষে থাকি। কারণ আমরা সাধারণত ট্রেডে স্টপ লস দেই না। স্টপ লস না দেওয়ার কারনে আমরা অনেক লসের সম্মুখীন হই। তা আমি মনে করি আমাদের প্রতিটি ট্রেডেই স্টপ লস উল্লেখ করাটা জরুরী।
আসলে ফরেক্স মাকে'ট লস কে বেশিক্ষন পুষে রাখা ঠিক না। কারন বেশিক্ষন লস দেখলে ট্রেডের প্রতি মোনযোগ কমে যায়।আর তখন যে ট্রেড করবেন সে ট্রেড ই লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফরেক্স মাকে'টে ট্রেড করতে হলে সব সময় ষ্টপ লস এবং টেক প্রফিট বসিয়ে ট্রেড ওপেন করা উচিৎ বলে আমি মনে করি।
আমরা লসকে পুষে থাকি এটা যে কত বড় ভুল সেট আমরা নিজেরাই বুঝতে পারি না। আমাের কোন এন্ট্রি যখন লসে যায়, তখন আমরা ঔ এন্ট্রিটি আর লসে কাটতে চাই না বা কাটি না। কোন এক সময় দেখা সেই একটি এন্ট্রির কারণেই অনেক বড় ধরনের একটা লস মেনে নিতে হচ্ছে। ঠিক এইভাবে আমার প্রচুর লস হয়েছে। তাই আমি বলবো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনেরা অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন।
আমরা লস কে পুষে থাকি কারণ আমরা আমাদের লোভকেও পুষে রাখি । লোভ দূর করতে পারলে অনেকাংশেই লস কে কাঁটিয়ে উঠা সম্ভব । আর কিছু কিছু বিষয়েও পরিবর্তন আনতে হবে লস কে আরও কমিয়ে আনার জন্য যেমন ব্যবসাটিতে শুধু লাভের আশা করে ট্রেড না করে সব বিষয়েই সমান গুরুত্ব দিতে হবে । কারণ একটি ছোট ভুলও ক্যাপিটাল এর উপর বিরূপ প্রভাব ফেলতে পারে । তাই সামগ্রিকভাবে আগে নিজেকে বা নিজের মন মানসিকতাকে আগে পরিবর্তন ঘটাতে হবে তারপর ফরেক্সের প্রতি জ্ঞ্যন আরও বৃদ্ধি করতে হবে । কারণ আমরা যতই শিখি না কেন কোন লাভই হবে না যদি না আমরা এখন প্রফেশনাল ব্যবসায়িক না হয়ে উঠি ।
যারা লস করতে ভাল বাসে তাদের কথা আলাদা , কিন্তু আমার জানা মতে 90% ফরেক্স ট্রেডার তারা লসের মাধ্যমেই এক এক জন ভাল মানের ট্রেডার হিসাবে গড়ে ওঠে । কিন্তু আমরা যখন একটি ট্রেড ওপেন করি ঐ ট্রেড টি যদি লস এ থাকে তাহলে ভাবি লস কমে আসলে ট্রেডটি বন্ধ করে দিবো । কিন্তু এই আশাই থাকতে থাকতে লস এর পরিমান তা বেরে যাই তাই আমাদের ব্যালেন্স ০ হওয়ার সম্ভবনা বেশি থাকে । এই জন্য আমরা লস কে পুষে থাকি । তাই আমাদের সকলের উচিত একটি ট্রেড ওপেন করে স্টপ লস এবং টেক প্রফিত সেট করে দেওয়া ।
আসলে ফরেক্স মাকে'ট লস কে বেশিক্ষন পুষে রাখা ঠিক না। কারন বেশিক্ষন লস দেখলে ট্রেডের প্রতি মোনযোগ কমে যায়।আর তখন যে ট্রেড করবেন সে ট্রেড ই লস হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ভিতরে লোভ টাকে আমরা মাঝে মাঝে কন্টোল করতে পারিনা।এই লোভের কারনে আমরা লস টাকে পুষে রাখি।