প্রতিটা ব্যবসার লাভ ,লস দুটোই আছে । এর বাইরে কোন ব্যবসা নেই । ফরক্স বাজার ও এর বাইরে নয় । তবে যে কোন ব্যবসাই লস হলে মন খারাপ হয় । আবার বরধরনের লস হলে মানুসিক অবস্থা খারাপ হয়েযায় । তাই ফরেক্স মার্কেটে অনেক বুঝে সুনে করতে হয় ।
Printable View
প্রতিটা ব্যবসার লাভ ,লস দুটোই আছে । এর বাইরে কোন ব্যবসা নেই । ফরক্স বাজার ও এর বাইরে নয় । তবে যে কোন ব্যবসাই লস হলে মন খারাপ হয় । আবার বরধরনের লস হলে মানুসিক অবস্থা খারাপ হয়েযায় । তাই ফরেক্স মার্কেটে অনেক বুঝে সুনে করতে হয় ।
ফরেক্স এ লস করলে আমার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি জানি না অন্যের কেমন হয় কিন্তু আমার খুবই খারাপ হয়। কারণ লসকৃত মূলধন পুনরুদ্ধার করা খুবই কঠিন কাজ। আর যখন দেখি বড় লট এ লস হয় তখন আমি একেবারে ভেঙ্গে পড়ি। তাই আমি সবসময় ছোট লটে ট্রেড করে থাকি। কারণ এই ব্যবসাতে লস হবেই। আর ছোট লটে ট্রেড করে লস করলে সেই লস খুব সহজেই পুনরুদ্ধার করা সম্ভব হয়।
আমার মতে ফরেক্স হলো একটি বিসনেস বা ব্যবসা।আর যেকোন ব্যবসায় লস লাভ আছে।আর যদি কোন কারনে আপনার লস হয় তাহলে মন একটু খারাপ হয় তারপরও মন খারাপ করলে চলবে না আপনাকে আবার মন ঠিক করে ভেবে চিন্তে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেট এ যদি কোন ফরেক্স ট্রেডার লস করে তখন তার মানের অবিস্থা অনেক খারাপ হয়ে যায়, তাত মেজাজ অনেক খারাপ থাকে,লস রিকভারি করার জন্য আবার ট্রেড করে আরও লস হয়ে যায় তাই আমি বলি ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে।
লস হওয়াটা পৃথিবীর কারোরই কাম্য নয়। লসের পর সবারই কম বেশি খারাপ লাগে এবং অনেকে হতাশ হয়ে পড়ে। আসলে ফরেক্স মার্কেটে লস হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের লসের পরিমাণটা নিয়ে। দেখা যায় অধিকাংশ সময়ে আমরা ট্রেডে প্রফিটের তুলনায় অনেক বেশি লস করে থাকি। মাঝে মাঝে তো ব্যালেন্স ও জিরো করে ফেলি সঠিক মানি ম্যানেজমেন্ট এবং স্টপ লস ব্যবহার না করার ফলে এমনটা হয়ে থাকে। আমি মনে করি মার্কেটে লস হবেই কিন্তু সেই লসটা যেনো লাভের অনুপাতে অর্ধেক হয় তাহলে কোন সমস্যা হবে না। লস হলে হতাশ না হয়ে কিভাবে লসের পরিমাণটা কমানো যায় সেদিকে খেয়াল রাখা উচিত।
লস হলে মনে খুব কষ্ট আসে। কেননা আমাদের প্রতিটি বিনিয়োগ অনেক কষ্টে গড়া। যখন মার্কেটে ব্যালেন্স জিরো হয়ে যায়, তখন নিজেকে নেপোলিয়নের মত বড় পরাজিত সৈনিক বলে মনে হয়। এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা নিয়মিত ট্রেড করে প্রফিট করা শিখতে পারি।
অবশ্যই ফরেক্স এ লস করলে মানসিক অবস্থা অনেক খারাপ হয়। কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি লস আমাদেরকে একটি বড় ধরনের শিক্ষা দেয়। আর প্রতিটি ব্যবসায় লাভ লস রয়েছে। লাভ লস ব্যতিত কোনো ব্যবসা হতে পারে না। তাই লস করার পরে ফরেক্স থেকে বিদায় না নিয়ে কি কারনে লস হলো সেটি খুজে বের করা এবং ভালো ভাবে ট্রেড শুরু করা।
ফরেক্স এ যখন লস হয় তখন মনে হয় যেন সব কিছু নষ্ট হয়ে গেছে। আর যখন লাভ হয় তখন মনে হয় দুনিয়াটা খুব সহজ এবং হাতের মুঠে পেয়ে গেছি। আসলে লসের সময় ফরেক্স এর প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায় এবং মনে হয় যেন আর ফরেক্স না করতে। কিন্তু এটা এমন একটা ব্যবসা যে, পরেক্ষনে এটাকে ছাড়তে নিলে মনে হয় জীবনে আর কিছু করতে পারব না।
ফরেক্স এ লস করলে মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে যে, প্রতিটি লস আমাদেরকে একটি বড় ধরনের শিক্ষা দেয়। আর প্রতিটি ব্যবসায় লাভ লস রয়েছে। লাভ লস ব্যতিত কোনো ব্যবসা হতে পারে না। তাই লস করার পরে ফরেক্স থেকে বিদায় না নিয়ে, কেন লস হয়েছে, কি কারনে লস হলো তা খুঁজে বের করা এবং ভালো ভাবে ট্রেড শুরু করা।
লস প্রতেক বিজিনেস এর একটি অংশ,লস হতেই পারে,কিন্তু অতিরিক্ত লস হলে মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যাই,কিন্তু লস হলে মাথা ঠান্ডা করে লস রিকোভার এর চেষ্টা করতে হবে,আমি অনেক লস করেছি,এতে আমারও মানসিক অবস্থা খারাপ ছিলো কিন্তু পরর্বতীতে আমি আমার লস রিকোভার করেছি।