আমি মনে করি ফরেক্স একটি হালাল ব্যবসা | ফরেক্স আপনার চোখের সামনে টাকা আস্তে পারে আবার জেতে পারে | ফরেক্স এক্টী রিক্সি ব্যবসা বলা যাই ফরেক্স আপনাকে যখন দিবে তখন দিয়ে যাবে আবার যখন নিবে আপনার লস হব | এটাই ফরেক্স ব্যবসা |
Printable View
আমি মনে করি ফরেক্স একটি হালাল ব্যবসা | ফরেক্স আপনার চোখের সামনে টাকা আস্তে পারে আবার জেতে পারে | ফরেক্স এক্টী রিক্সি ব্যবসা বলা যাই ফরেক্স আপনাকে যখন দিবে তখন দিয়ে যাবে আবার যখন নিবে আপনার লস হব | এটাই ফরেক্স ব্যবসা |
এখানে জুয়া বলার কোন অবকাশ নাই কেননা মুদ্রা কেনা বেছা হয় একানে কোন বাজি ধরা হয় না । এখানে পুজি ন ইনভেস্টের কোন নিরধারিত ধরা বাধা নাই । এটা একটা আনতরজাতিক হালাল ব্যাবসা ।
উপরের পোষ্ট থেকে আমি বুঝতে পারলাম যে, ফরেক্স একটি হালাল ব্যবসা। আমি কোন মলবি বা অন্য কারোর কাছ থেকে আরো ভালোভাবে জানতে পারব।
ফরেক্স ব্যাবসায় দুভাবে একাউন্ট খোলা যায় একটা সুদমুক্ত আর একটা সুদযিক্ত।ইসলামিক সরিয়াতে আছে সুদ খাওয়া হারাম তাই আপনি যদি আপনার একাউন্ট হালাল করতে চান তাহলে আপনার একাউন্ট সুদ মুক্ত করুন। আর এমনিতেও আমাদের সবার উচিত সুদ মুক্ত একাউন্ট খুলে হালাল ব্যবসা করা তাতে আল্লাহও খুশি হবেন আর আমাদেরও পাপ হবেনা।
মুলত ব্যবসা সবি হালাল যদি আপনার উদ্দেশ্য শঠিক থাকে তো। মেইন বিষয় টি দাড়ায় যে আপনি ব্যবসা থেকে কোন প্রকার শুধ নিতে ইচ্ছুক নাকি নয়। আপনি যদি ফরেক্স থেকে শুধ নিতে চান তাহরে কোন সমস্যা নাই। আপনি অনাআসে শুদ নিতে পারেন আর আপনি যদি শুধকে রতধ করতে চান তাহলে আপনাকে আপনার ট্রেডিং একাউন্ট থেকে সোয়াপ নামের একটি অপশনকে ডি একটিভেট কোরে দিতে হবে।
আমার জানামতে ফরেক্স একটি সম্পুন' হালাল ব্যাবসা। কারন ফরেক্স ব্যাবসায় লাভ এবং লস দুটাই হয়। ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল। এই মাকে'টে আমরা পুজির বিনিয়োগ করে বা বুদ্ধি বিনিয়োগ করে অথা'ৎ ফোরাম লিখেও ফরেক্স ব্যাবসা করতে পারি। এখানে বুদ্ধি বিনিয়োগ বলতে বোঝাচ্ছি মাথা খাটিয়ে ফোরাম লিখা।
আমার দৃষ্টিকোন থেকে ফরেক্স হল হালাল ব্যবসা।কোরান এ বলা হয়েছে যে সুদ হল হারাম।কিন্তু বিবেচনা করে দেখেন যে ফরেক্সে আপনি মুল্ধন বিনিয়োগ করলেন তারপর ট্রেড শুরু করলেন সেখান থেকে আপনি লাভও করতে পারএন আবার লসো করতে পারেন।আর আপনি মার্কেটে যত দক্ষ হবেন তত বেশি ইঙ্কাম হবে।
ফরেক্স ব্যবসায় কোন খারাপ কিছু নেই কিন্তু এই ব্যবসা আপনি যদি সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে। ফরেক্স বাবসা টা হল সাধারণ বাবসা এর মত। তাই আমি মনে করি ফরেক্স হালাল বাবসা। ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল।
আমি মনে করি ফরেক্স একটি ব্যবসা ফরেক্স থেকে আপনি টাকা ইনভেস্ট কোড়ে এখান থেকে আপনি লাভ করে আয় করতে পারেন | আমার মতে ফরেক্স একটি হালাল ব্যবসা কারন আপনি এখান থেকে আপনি আয় করতে পারেন তাই আমি বলব ফরেক্স হালাল ব্যবসা |
ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম এ বিষয়ে অনেকেই অনেক ভাবে ব্যাখ্যা দিবেন তবে আমার মতে ফরেক্স ট্রেডিং অবশ্যই হালাল কারন এখানে একজন ট্রেডার পুজি বিনিয়োগ করেন,পরিশ্রম করেন সর্বপোরী এখান থেকে যেমন প্রফিট করেন ঠিক তেমনি লসের ঝুকিও তাকে বহন করতে হয় সেই কারনেই আমি ফরেক্স ট্রেডিংকে হালাল ব্যাবসা বলে মনে করি।