-
ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে অনেক ভাল ভাবে প্রফিট লাভ করাটা অনেকটাই ভাগ্যের বিষয় এমনটি ভাবার কোন কারন নেই কারন আমি মনে করি ফরেক্স ট্রেডিং বিষয়ে আপনি যদি ভাল দক্ষতা এবং জ্ঞান লাভ করে তার পরে এখান থেকে আয়ের চেষ্টা করেন তবে খুব ভাল ভাবে আপনি এখান থেকে প্রতিনিয়ত আয় করতে পারবেন।
-
এটা আমি কখনোই মনে করি না যে প্রফিট করাটা কারো ভাগ্যের ব্যাপার। প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেড়ে দেন বলে মনে করি।
-
ফরেক্স ব্যবসায় লস হবেই। ১০০% সফলতার আশা করা উচিত না বা কউ করেন না। ট্রেড লস বা লাভ হলেই যে ভাগ্যের ব্যাপার তা নয়। ভাগ্যের উপরই যদি আমরা সবাই নির্ভরশীল হতাম তবে তো আর কোন ধরনের পরিশ্রম আর কোন স্বপ্ন দেখা ঠিক হবেনা। ভাগ্যের দোষ না দিয়ে আমাদেরকে নিজস্ব একটি ভাল স্ট্র্যাটেজি তৈরী করে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত বলে আমি মনে করি।
-
প্রফিট করা সব নিজের উপর । নিজের কর্মের গুণেই নিজেকে তৈরি করতে হবে । যে যত বেশী কষ্ট করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা সব সময় বেশী সময় দেব লাভ অাসবেই । অামরা কখনোই সময় অপচয় করব না । যে সময় অপচয় করবে সে কখনোই লাভবান হতে পারবে না ।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
ফরেক্স এ প্রফিট করাটা সম্পূর্ন ভাগ্যর উপর নির্ভর করে না। যদি ভাগ্যর উপর সব হতো তাহলে এটা জুয়া খেলার মত হতো। যেহেতু ফরেক্স ট্রেড করার জন্য অনেক কিছু জানতে এবং শিখতে হবে। তাই ফরেক্স কে জুয়া সাথে তুলনা চলে না। তবে সব ট্রেড প্রফিট হবে না এটাও ফরেক্স এর নিয়ম।
-
সব সময় সবকিছু ভাগ্যর উপর ছেড়ে দিলে হয় না। যদি ট্রেড ভাগ্যর উপর নির্ভর করতো তাহলে এটা জুয়া খেলার মত হতো। ফরেক্স এ অনেক নিয়ম কানুন আছে যা প্রফিট করতে কাজে লাগাতে হয়। ফরেক্স এ প্রফিট করার চেয়ে টিকে থাকতে পারলে একদিন প্রফিট্যাবল হওয়া যাবেই।
-
আমি মনে করি প্রফিট করা কখনোই নিজের ভাগ্যের ব্যাপার না ।এটা নিজের চেষ্টা,পরিশ্রম, বুদ্ধি, আর ধৈয্য এর ব্যাপার। প্রফিট করতে হলে নিজেকে যেমন পরিশ্রমি হতে হএ তেমন ধৈয্যও ধরতে হবে। আর সেইখানে নিজের বুদ্ধি তো আছেই। তাই প্রফিত করার জন্য আমার মতে আগে নিজেকে ভাল মত তৈকি করে নিতে হবে। তারপর প্রফিট এর আশা করতে হবে। তা নাহলে সম্ভব না। তাই পরিশ্রম এর বিকল্প নাই।
-
ফরেক্স ব্যবসা প্রপিট লাভ করা কখনো ভাগ্যের ব্যপার হতে পারেনা। ফরেক্স ভাল করে শিখে ট্রেড করতে হবে। সাময়িক লাভ হলেই পরে লস হওয়ার সম্বভাবনা বেশি থাকে।