ট্রেড ম্যনেজমেন্ট হল একটি ট্রেড ওপেন হতে শুরু করে ক্লোজ করা পর্যন্ত ট্রেডটি সফল করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহন করা হয়। অর্থাৎ ফরেক্স ব্যবসায় ট্রেডকে সঠিকভাবে পরিচালন করাই ট্রেড ম্যনেজমেন্ট। ট্রেড ম্যনেজমেন্ট এর আওতায় সকল প্রকার কাজ অন্তর্ভুক্ত যেমনঃ এনালাইসিস, মানি ম্যনেজেন্ট, ট্রেডের ধরন ইত্যাদি। একটি ট্রেড তখনই সফল হয় যখন ট্রেডটি ব্যবস্থাপনা সঠিক হয়।