এরকম কনফিউজিং সময়ে ট্রেড না করে রিলাক্স হয়ে বসে মার্কেটের খেলা দেখুন। কারণ পকেটের টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই। যদি প্রপার কোন সেট আপ না পান তবে ট্রেড এ এন্ট্রি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অবশ্য টাকা আপনার যদি লস করতে চান তবে কার কি বলার থাকতে পারে