-
আসলে কিছু ট্রেড লসে পড়ে গেলে তখন মাথা উলটাপালটা কাজ করে। আমার মতে অতিরিক্ত লস বহন না করাই ভালো। ট্রেড ক্লোজ করে মার্কেট বুঝে ট্রেড নিতে হবে। কিন্তু মার্কেট যদি ঘুরার চান্স থাকে তবে ট্রেড রেখে দেয়া যেতে পারে। আসল কথা মার্কেট না বুঝতে পারলে লস রিকভার করা অনেক কষ্টকর। তাই বলবো আগে মার্কেট বঝার চেষ্টা করতে হবে তারপর লস রিকভারের চেষ্টা করতে হবে।
-
আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যদি লসকে কমাতে না পারেন তাহলে আপনার রিয়েল ট্রেড করার কোন প্রয়োজন নেই। আপনি ডেমোতে প্রচুর ট্রেড করেন। সেখানে লস কমানোর চেষ্টা করার পাশাপাশি ভুলগুলো চিহ্নিত করতে পারেন। এভাবেই আপনি এক সময় একজন দক্ষ ট্রেডার হতে পারবেন। আমিও এভাবে চেষ্টা করছি। তবে অনেক সময়ের প্রয়োজন। আমার ভাই সঠিক কথাই বলেছে । কিছু পেতে হলে কিছু দিতে হয় । তাই বলে আমি দিয়েই যাব এমনটা নয়। যেই ট্রেড গুলোতে বেশী লস হয় তা থেকে বিরত থাকতে হবে তা না হলে ছিটকে পড়ার সম্ভাবনা বেশী । আর ভাল ট্রেডার যারা রয়েছেন তাদের কাছ থেকে যেনে নিতে হবে কিভাবে ট্রেড করলে ভাল হয় । অতপর সামনের দিকে এগুতে হবে।
-
লসকে ধৈর্য্যের সাথে রিকভার করব । যে এই ব্যবসা ধৈর্য্যের সাথে করতে পারবে সে অবশ্যই এই লসকে রিকভার করতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা ও ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
লসকে যদি রিকভার করতে চান তাহলে আগে লসের
কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত
হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন
যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না
হয়। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড
থেকে নিজেকে দূরে রাখবেন।
-
আমরা লসকে ধৈর্য্যের সাথে রিকভার করব । যে এই ব্যবসা ধৈর্য্যের সাথে করতে পারবে সে অবশ্যই এই লসকে রিকভার করতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা ও ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
ফরেক্স মার্কেট এমন মার্কেট এই মার্কেট লাভ লস দুটোই আছে তাই ফরেক্স মার্কেট লস হলে সেটা রিকভার করার জন্য আপনাকে আগে লস কি কারনে হল সেটাকে খুজেবের করা তারপর প্রথম অবস্তাই অনেক কম লডে ট্রেড করা প্রয়োজন লস ব্যবসায়ের একটি অংশ তাই লসকে মেনে নেওয়া একজন ট্রেডারের মূল লক্ষ্য।ফরেক্স মার্কেট ট্রেড করার আগে আপনাকে ফরেক্স বিষয় অনেক বেশি পড়াশুনা করতে হবে ভালভাবে শিখে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করা সম্ভব। লসকে রিকভার করতে হলে আমার মনে হয় সবর্প্রথম যে বিষয়টি অনেক বেমি প্রয়োজন তা হল ভাল ফরেক্স ট্রেডিং বিষয়ক জ্ঞান এবং দক্ষতা। আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হন তবে বড় বড় লসের পরেও আপনি নুতন করে ঘুরে দাড়াতে পারবেন।
-
ফরেক্স ব্যাবসা অনেক কঠিন তাই আমাদের কে বুঝে ট্রেড করতে হবে। আপনার লস হলে লস কভার করতে হলে লসের কারন বের করতে হবে তাহলে লস রিকবার করা সম্বভ হবে ফরেক্স মার্কেটে লস করা অনেক সহজ কিন্তু লাভ করা অনেক কঠিন তাই আমাদের সাবধানে সামনের দিকে যেতে হবে
-
ফরেক্স মার্কেট এমন মার্কেট এই মার্কেট লাভ লস দুটোই আছে তাই ফরেক্স মার্কেট লস হলে সেটা রিকভার করার জন্য আপনাকে আগে লস কি কারনে হল সেটাকে খুজেবের করা তারপর প্রথম অবস্তাই অনেক কম লডে ট্রেড করা প্রয়োজন লস ব্যবসায়ের একটি অংশ তাই লসকে মেনে নেওয়া একজন ট্রেডারের মূল লক্ষ্য।ফরেক্স মার্কেট ট্রেড করার আগে আপনাকে ফরেক্স বিষয় অনেক বেশি পড়াশুনা করতে হবে ভালভাবে শিখে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করা সম্ভব। আমার মনে হয় ট্রেড করে যে ডলার ক্ষতি হয়ে যায় তা আর ফিরিয়ে আনা সম্ভব না, তাই যখন ট্রেড এ কোন ক্ষতি হবে, কেন ক্ষতি হল সেটার দিকে বেশি খেয়াল রাখা প্রয়োজন, তাই চিন্তা করা প্রয়োজন পরবর্তীতে যেন এমন কোন ক্ষতির মুখমুখি না হতে হয় সেই পথ বের করার, ক্ষতির থেকেই নতুন কিছু জানতে হবে।
-
লস বিকভার করতে হলে আপনার ব্যলান্স থাকতে হবে। আপনি বলেছেন যে আপনার ছোট ভলিযমে ট্রেড ওপেন করছেন এবং লস খাচ্ছেন। আপনি যে প্রাইসে ট্রেড ওপেন করেছেন সেই প্রাইস থেকে কমপক্ষে ১০০ পিপস প্লাস বা মাইনাম হলে সমপরিমান লট আবার ওপেন করুন, যে ট্রেডে লস গিয়েছে সেই ট্রেডকে নিয়ে আবার এনালাইসিস করতে হবে যদি দেখেন মার্কেট আপনার পক্ষে আস্তে পারে তাহলে একতূ অপেক্ষা করবেন আর যদি মনে হয় মার্কেট আপনার বিপরীতে যাচ্ছে তাহলে ট্রেড ক্লোজ করতে হবে।
-
আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে নাজেনে ট্রেড করেন তাহলে আপনি লস এর মুখে পরবেন। আর এই লস থেকে আপনি কিভাবে উঠে আসবেন তা আপনি নিজেই অনুমান কোরতে পারবেন। আমি মনে করি যে আমাদের বেশিরভাগ ট্রেড লসের কারণ হল আমাদের অজ্ঞতা অর্থ্যাৎ আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করি তখন প্রতিটা ট্রেডকেই আমাদের উচিত সর্বোচ্চ এনালাইসিসের মাধ্যমে করা।