-
ফরেক্স আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তখন করতে পারেন। আপনি অবসর সময় এও কাজ করতে পারেন আবার আপনি যদি এটাকে ফুল টাইস হিসেবে নেন তাও করতে পারবেন। তবে ফুল টাইম নিলে লাভ বেশি করবেন এই আরকি। তবে এজন ছাত্রের ফুলটাইম জব না নেয়াটাই ভাল যদি তার পড়া-লেখায় চাপ বেশি তাকে তাহলে।
-
ফরেক্স একটা পেশা কোনভাবেই অবসর সময়ের কাজ বলে এটাকে অবহেলা করা যাবে না । কেননা ফরেক্স করার মাধ্যমেই আমরা অনেক বেশি পরিমাণে নিজেদেরকে আন্তর্জাতিক ট্রেডাররুপে গঠন করতে পারি । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে চাইলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে যার মাধ্যমে আমরা সফল হতে পারি ।
-
ফরেক্স মার্কেটে আপনি সোম থেকে শুক্র বার পর্যন্ত করতে পারেন যে কোন সময়ে।আপনি যদি একজন দক্ষ ট্রেডার হন তাহলে আপনি মার্কেট থেকে প্রচুর আয় করতে পারবেন।আপনি ঘরে বসেও ফরেক্স করতে পারেন যদি আপনার কম্পিউটার ও ইন্টেরনেট কানেকশন থেকে।
-
আমার কাছে ফরেক্স কোনো অবসর সময়ের কাজ না। বরং অবসর সময়কে কাজে লাগিয়ে ফরেক্স ব্যবসা করতে হয়।অনেক ফরেক্স ব্যবসায়ী মনে করেন অবসর টাইমে এই ব্যবসা করতে হয়।কিন্তুু এই ধরনাটা পুরোপুরি ভুল। অাসলে ফরেক্স ব্যবসা নিজের সময়ের উপর নির্ভর করে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেডিং করা হল অবসর সময়ের কাজ আমি আমার অবসর সময়ে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করার পাশাপাশি ফরেক্স নিউজ দেখি তার সাথে ফরেক্স নিয়ে লেখা পড়া করে যাচ্ছি যায়ে ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করতে পারি,ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করতে পারলে ভাল ট্রেডার হতে পারব।
-
ফরেক্স মূল কাজের পাশাপাশি অবসর সময়েও করা যেতে পারে। তবে তা শুধু যে অবসর সময়ের জন্য তা নয়। ফরেক্স করতে যথেষ্ট গবেষনা করতে হয়। সব সময় মার্কেটের সামনে থাকলে সবচেয়ে ভাল হয়।ফরেক্স মার্কেট পাঁচ মিনিটেই অনেক মুভ করতে পারে।
-
আসল কথা হল আপনার উপরই নির্ভর করে আপনি পার্ট টাইম করবেন না কি ফুল টাইম ট্রেড করবেন। আপনি যদি চাকুরীজিবী কিংবা ব্যবসায়ী কিংবা ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার আপনার জবের পাশাপাশি এটাকে পার্ট টাইম হিসেবে বাড়তি আয়ের জন্য করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই অবসর সময়ে করতে হবে। আর যদি আপনি ফুল টাইম করে থাকেন সেটা আপনার ব্যাপার। তাহলে তো আর আপনি অন্য কোন কাজ করতে পারবে না। তাই আপনার উপরই নির্ভর করে আপনি কি হিসেবে করবেন।
-
না ফরেক্স অবসর এর কাজ নয়।এই কাজ করতে অনেক মনযোগ লাগে,টাইম লাগে অনেক,বুদ্ধি লাগে।তাই সময় নিয়ে কাজ করতে লাগবে।তবে কেউ যদি পার্ট টাইম করতে চায় তো অবসর সময়কে কাজে লাগিয়ে এটা করতে পারে।
-
এই ফরেক্স এর কাছে যার যার কাছে যেভাবে সুবিধা হয় সে সেটা্ ভেবে ফরেক্স এ কাজ করে থাকে। আমাদের দেশে অনেক লোক আছে যারা অফিস করে বা কাজকর্ম করে অবসর সময়ে বসে থাকে । আমার মতে তারা যদি এই অবসর সময়টা এই ফরেক্স এ সময় দিলে কিছুটা আয় করতে পারবে এই ফরেক্স থেকে।
-
ফরেক্স অবসর সময়ের কাজ এটা যার যার ব্যক্তিগত পর্যায়ে পরে। কারন সবাই এখন সময়কে অনেক মূল্য দিয়ে থাকে। কারন যদি কেউ মনে করে ফরেক্স আমার দৈনিক উপার্জন করার একটি পথ। আবার কেউ কেউ মনে করেন যে ফরেক্স অন্যন কাজ করার পাশাপাশি এ একটা এক্সট্টা আয় করার একটা জব। এখন ধারনা করা যায় যে ফরেক্স অবসর সময়ের কাজ বলা যায়, আবার সবসময়ের কাজ ও বলা যায়।