-
আপনি কতটুকু রিস্ক নিয়ে কতটুকু রিওয়ার্ড পেতে চান তার একটি ফর্মূলা প্রয়োগ করা। যেমন : আপনার যদি ১০০ ডলারের একাউন্ট হয় তাহলে ১% রিস্ক নিয়ে ১:২ রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ট্রেড করতে চান তাহলে আপনার রিস্ক অর্থাত স্টপলস হবে ১ ডলার আর রিওয়ার্ড অর্থাত টিপি হবে ২ ডলার। তাহলে আপনি যদি খারাপ ট্রেডিং ও করেন আর যদি ১০টি ট্রেড এ যদি ৪ টিতেও উইন করেন তাহলে আপনি লাভবান থাকবেন। আশা করি যত খারাপ ট্রেডারই হোক না কেন ৪০% ট্রেড এর নিচে নিশ্চই লাভ হবে না। ১০০ ডলার একাউন্টের নিচে কিন্তু মানিম্যানেজমেন্ট করা যায় না।ফরেক্স এর ক্ষেত্রে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । কেনন ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে ফরেক্সের বিভিন্ন বিষয়ের উপরেই । ফরেক্সে আমরা শুধু টাকা বিনিয়োগ করলেই হবে না বরং টাকাটাকে খুব সচেতনভাবে ব্যবস্থাপনা করতে হবে যাকে বলা হয় অর্থের ব্যবস্থাপনা । অর্থ ব্যবস্থাপনা সাফল্যর চাবিকাঠি ।
-
মানি ম্যানেজমেন্ট শিখতে হলে ডেমো ট্রেডিং এর কোন বিকল্প নেই,কারণ ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্রাকটিসের মাধ্যমে একজন নতুন ট্রেডার ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত ভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে পারে। পাশাপাশি ডেমো অ্যাকাউন্টে যে কারণে লস হয়ে থাকে সে কারণগুলো খুঁজে বের করে নিজেকে শুধরে নিতে পারে, এবং পরবর্তীতে রিয়েল অ্যাকাউন্ট ট্রেডিং করে ভালো মানের আয় করতে পারে, পাশাপাশি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার সময় সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে রিয়েল অ্যাকাউন্ট ট্রেডিং করার মাধ্যমে খুব ভাল প্রফিট করতে পারে। মোট কথা বলতে গেলে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট শিখতে হলে ডেমো অ্যাকাউন্ট ট্রেডিং প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ।কার মানি ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা যায়না। তাই যা ডিপোজিট করব তা থেকে ১০% বা ২০% হারে রিস্ক নিয়ে ট্রেড করতে হবে, এর বেশি নয়। আর এটা ভালভাবে বুঝার জন্য আপনি যা ডিপোর্জিট করতে পারবেন সেই একই পরিমান ডেমো ডলার নিয়ে আপনি ২:১ বা ৩:১ হারে ট্রেড করুন, তাতেই হবে।
-
আপনি যদি মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলে এই মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না। অতএব বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ মানি ম্যনেজমেন্ট ফরেক্স মার্কেটে ট্রেডিং এর জন্য। আর এজন্য আপনাকে ধৈর্য্যতার সহিত লোভবিহীন হয়ে ট্রেডিং কৌশল পরিচালনায় দক্ষ হতে হবে। এবং প্রতিটি ট্রেডকে সচেতনমূলক মানি ম্যনেজমেন্ট করে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট এর উপর ১০০ ভাগ সফলতা নির্ভর করে।কোন ট্রেডার যদি ট্রেড পরিচানার জন্য মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারে তাহলে তার লসের সম্ভনা কম থাকে এবং প্রচুুর প্রফিট করতে পারে।
-
মানি ম্যানেজমেন্ট হল সঠিক ভাবে অর্থের ব্যবস্থাপনা করা । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন সে অর্থের অবশ্যই সঠিক মানিম্যানেজমেন্ট করতে হবে । কেননা আমি অনেক ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই । আর আমি অবশ্যই গুরুত্ব দিব মানিম্যানেজমেন্ট কৈশল শেখার দিকে । কারণ আপনি যদি কৈশল না জেনে টাকা বিনিয়োগ করেন তবে সেটা হবে নিজেকে লুজার বানানোর মতই ।
-
মানিম্যানেজমেন্ট আমাদের সফলতা এনে দিতে পারে। আমরা জানি না মাকের্ট আমাদের পক্ষে আসবে না বিপক্ষে আসবে। তাই মানিম্যানেজমেন্ট পুরাপুরি মেনে চলতে হবে। লস কমিয়ে প্রফিটে বেশি ট্রেড ঝুলাতে হবে। তাহলে আমাদের সব কিছু ঠিক থাকবে। রিক্র রেশিও হতে হকে ১:৩ এবং ১% রিক্র নিতে হবে এর বেশি নয়। তবে ইউটিউবে অনেক ভিডিও পাবেন মানিম্যানেজমেন্ট এর উপর এগুলো দেখতে পারেন। তবে সব কিছু আপনি ডেমোতে টেষ্টে করে নিবেন বিষয়টা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন কি না।