প্রথমে আমাদের ঠিক করতে হবে কোন কারেন্সীপেয়ারে ট্রেড করব। তারপর ঐ কারেন্সিপেয়ার বর্তমানে ডাউনট্রেন্ড নাকি আপ ট্রেন্ড তা দেখব। তারপর ফানডামেন্টাল, টেকনিক্যাল এবঙ সেন্টমেন্টাল এনালাইসিস করে বাই আথবা সেল আর্ডার করব।
Printable View
প্রথমে আমাদের ঠিক করতে হবে কোন কারেন্সীপেয়ারে ট্রেড করব। তারপর ঐ কারেন্সিপেয়ার বর্তমানে ডাউনট্রেন্ড নাকি আপ ট্রেন্ড তা দেখব। তারপর ফানডামেন্টাল, টেকনিক্যাল এবঙ সেন্টমেন্টাল এনালাইসিস করে বাই আথবা সেল আর্ডার করব।
ফরেক্স মার্কেটে ট্রেড করা একধম সুজা বলে আমি মনে করি কারন ফরেক্স এক্স মার্কেটে আপনি বাই সেল করলেই আপনি মনে করেন ট্রেড করতে পারলেন কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেটে লাভের আসায় ট্রেড করতে চান তাহলে আপনি ফরেক্স মার্কেটে সম্পর্কে ভাল করে জ্ঞান লাভ করেই ট্রেড করতে হবে।
ফরেক্সে ট্রেড করার সময় অবশ্যই আমাদের মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে । যে মার্কেটের দিকে খেয়াল করে তারপর ট্রেড করে তাহলে সে লসে পড়ে না । সুতরাং আমরা সব সময় এ্যানালাইসিস না করে ট্রেড করব না তাহলেই সফলকাম হতে পারব ।
ফরেক্সে বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়। এখানে দ্বিমুখী ট্রেড অপেন করা যায়। মার্কেট যদি ওপরে যায় বলে মনে করেন তাহলে বাই ট্রেড অপেন করতে হবে এবং যদি মনে করেন মার্কেট নিচে যাবে তাহলে সেল ট্রেড অপেন করতে হবে। এতে আপনাকে এনালাইসিস করে বুঝতে হবে। ধন্যবাদ
ফরেক্স এ ট্রেড করার আগে আপনাকে ফরেক্স সমর্পকে জানতে হবে। তা না হলে কিভাবে ট্রেড করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন না। তাই সব সময় যে কোন কাজের সফলতা পেতে হলে অবয়সই কাজ টি সম্পর্কে জানতে হবে শিখতে হবে। তারপর শুরু করতে হবে।
এখানে আমরা মুলত কয়েকটি দেশের মুদ্রা নিয়ে ট্রেড করে থাকি। আর এই ফরেক্স মার্কেটের সুবিধা স্টক মার্কেট কিবা শেয়ার মার্কেটের চেয়ে বেশি। ফরেক্স মার্কেটে আমরা সব দিকে ট্রেড করতে পারি। যদি মুদ্রার মান উপরে যায় কিবা নিচের দিকে যায় আমরা কিন্তু আমাদের নলেজ দ্বারা বাই এবং সেল এ ট্রেড করে থাকি যা শেয়ার মার্কেটে নেই। তবে ফরেক্স মার্কেটে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে আমাদের একটু সময় দিতে হবে , ধৈর্য্য ধরতে হবে এবং ডেমো করা ভালো।
ফরেক্স ট্রেড করা খুব সহজ কিন্তু আগে ফরেক্স সম্পর্কে আমাদের ভালো ভাবে শিক্ষা গ্রহণ করতে হবে । ফরেক্স এ ভালো করতে ও অনেক দিন টিকে থেকে মুনাফা অর্জন করতে চাইলে দরকার যথাযথ শিক্ষা , অনুশীলন , ধৈর্য , অধ্যবসায়, পরিশ্রম ও দূরদর্শিতা । আগে আমাদের ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে ও বুজতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেড করার ব্যবস্থা রয়েছে তাই আমাদের প্রচুর সময় নিয়ে ডেমো ট্রেড করা উচিত। শুধু মাত্র ডেমোতে ভালো করলে ই আমাদের আসল ট্রেড করা উচিত ।
ফরেক্স এ আমরা সাধারন্ত একটি সফটোয়ার এর মাধ্যমে বাই বা সেল করে থাকি। কিন্তু বাস্তে আমরা একটি কারেন্সি বিনিময়ে অন্য কারেন্সি লেন্দেন করে থাকি। এজন্য প্রাইচ উঠানামা করে। আর আমাদের সবল এবঙ্ঘ দুর্বল কারেন্সি বেবেচনা করে বাই বা সেল করে প্রফিত বা লোকসান হয়।
ফরেক্স মার্কেটে আপনি বাই বা সেল উভয়ই করতে পারেন। তবে আপনি যাই করেন না কেন তার আগে মার্কেট সম্পর্কে ধারনা নিন। সেই কারেন্সি পেয়ার সম্পর্কে জেনে নিন। মার্কেটের সম্ভাব গতিবিধি সম্পর্কে জানুুন। নিউজ গুলো পর্যবেক্ষন করুন। তারপরে ভেবে চিন্তে সিন্ধান্ত নিন আপনি বাই করবেন না সেল করবেন।
একজন আর্দশ ট্রেডারের উচিত সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজগুলো রিলিজের সময় জেনে নেয়া যাতে যে কোন ধরনের অনাকাঙ্খিত লসের হাত থেকে বাঁচা যায়। এবং ঝুকি এরানো যায়। নিউজ বুঝার জন্য বিভিন্ন ওয়েব সাইট আছে আপনার পছন্দমতো যে কোন একটি বেছে নিতে পারেন।