-
আপনি যদি আপনার নিজস্ব কাজকে উপভোগ করতে না পারেন তবে কাজটা হতে কোন ইতিবাচক কিছু আশা করতে পারবেন না । কেননা আমরা প্রত্যকেই ট্রেড করি আয়ের জন্য আর এর সাথে থাকে ফরেক্স হলো একটা আ্ন্তর্জাতিক ব্যবসা । সে হিসেবে আমরা ফরেক্স করি এবং অনেক বেশি পরিমাণে উপভোগ করি এর ইতিবাচক দিকগুলোকে চিন্তা করার মাধ্যমে । ফরেক্সে অবশ্যই অনেক ইতিবাচক দিক আছে ।
-
আমি ফরেক্স মার্কেটে যখন ট্রেড করি তখন আমি সব সময় ভাল প্রফিট লাভের স্বপ্ন দেখি এবং আমার মধ্যে একটা ভাল লাগা কাজ করে সব সময় মার্কেটের দিকে মন থাকে কখন লাভ করব আর কখন সেই প্রফিট উঠাবো সেটিই বেশি ভাগ ক্ষেত্রে চিন্তা করি।আর যখন লস হয় তখন কিছুটা হলেও মন খারাপ হয়ে যায়।
-
ব্যক্তিগতভাবে আমার কাছে মার্কেট এনালাইজ করতে ভালই লাগে, আমি সাধারণত মার্কেট এ অর্ডার ফেয়ার পর মার্কেট এর সামনে বসে থাকিনা কারন আমি একটা বিষয় দেখেছি মার্কেট এর সামনে বেশি খন বশে থাকলে আমি কিছুখন পর পর সিদ্ধান্ত বদল করি মার্কেট এর গতি পরিবর্তন এর সাথে সাথে, আমি আমার নিজের ইমশন কে স্থির রাখতে পারি না, তাই আমি অর্ডার দেয়ার পর মার্কেট এর শানে বশি না । হয় লাভ হবে নয়ত লস।
-
আপনি তখনিই ট্রেড উপভোগ করতে পারবেন যখন মার্কেট এর সব মুভমেন্ট আপনি ঠিক ঠাক ধরতে পারবেন এবং সেই মত করে রিয়েক্ট করতে পারেন। যখন আপনি নিলেন বাই আর মার্কেট গেল সেল এর দিকে তখন মেজাজ যার পার নাই খারাপ লাগবে এবং মাথা ব্যাথা শুরু হতে সময় লাগবে না। আসলে তখনই উপভোগ্য হয় একটা জিনিস যখন তা আপনি খুব ভাল করে জানেন।
-
আমি যখন লাভ করি তখন ফরেক্স ব্যবসা খুব ভালো অনুভব করি । আর যখন আমি লস করি তখন আমি খুবই ভেঙ্গে পড়ি । অতএব এই সমস্যা সমাধানে একটা পদ্ধতি রয়েছে সেটা হল ট্রেড করার আগে মার্কেট বেশী বেশী এ্যানালাইসিস করতে হবে তাহলেই লাভবান হতে পারা যাবে । অতএব আমরা সব সময় দক্ষতার সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
যে কোন কাজ আনন্দের সহিত করা দরকার। তাহলে সেই কাজ এ মন বসানো যাবে। ফরেক্স ট্রেড নিয়ে বসে থাকতে হয় না। ট্রেদ দিয়ে মার্কেট আর না দেখলেও আমাদের ট্রেড ঠিকই প্রফিট হনে। ফরেক্স এ ট্রেড করে চার্ট এর সামনে বসে থাকার একদম প্রয়োজন নেই। এতে সারা দিন ল্যাপটপ চালালে আমাদের নানা রকম ক্ষতি হতে পারে।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং আপনি যত বেশি আনন্দ সহিত ট্রেড করতে পারবেন তত বেশি ট্রেডিং কৌশল গুলো আপনার কাছে সহজ হবে। শুধু তাই নয়, আপনার মাথা ঠান্ডা নিয়ে যত বেশি ট্রেডিং করতে পারবেন তত বেশি ট্রেডিং এ সফলতা অর্জন করতে পারবেন। আর ফরেক্স এ ট্রেড করতে এসে বেশি চার্ট ফলো না করা্টাই উত্তম কারণ আপনি যত কম চার্ট ফলো করবেন তত বেশি সফলতা উপভোগ করতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং করার সময় আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে যাতে করে লস এর হাত থেকে রেহাই পেতে পারেন। দেখবেন আপনি সহজেই লাভবান হতে পারবেন।
-
আমি সর্বদা নিশ্চিন্তে মাথা ঠান্ডা করে এনালাইসিস করে মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার দেখে বুঝে সুযোগ থাকলে ট্রেডে এন্ট্রী করি নতুবা ট্রেড করি না৷আমি রাতে মাথায় তেল দিয়ে ঘুমাই এবং পর্যাপ্ত ঘুমানোর পরে সেসন অনুযায়ী মার্কেটে ট্রেড করতে বসি৷তখন অন্য কোনোও কিছুই মাথায় আনি না কারন ট্রেডের সময় অবশ্যই আমাকে ট্রেড করতে হবে,একটু ভূল হলেই লস আর লস... দিতেই হবে৷যদি এনালাইসিস করে ট্রেডের জন্য সঠিক পজিশন পাই তাহলে ট্রেডে এন্ট্রী করে টেকপ্রফিট+ স্টপলস দিয়ে বাইরে অনেক দূরে চলে যাই৷ফিরে এসে প্রায়ই অল্প করে হলেও প্রফিটই পাই,অন্তরে ছুঁয়ে যায় প্রাণবন্ত শীতল হাওয়া...তখন লসের অতীত দিনগুলোর চাপা কষ্ট নিমিষেই ভূলে যাই৷
-
আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করতে অনেক ভাল লাগে কারন আমি ফরেক্স মার্কেট থেকে ভাল কিছু পাই আপনি যদি ফরেক্স মার্কেট এ লেগে থাকেন তা হলে আপনি ও ফরেক্স মার্কেট থেকে অনেক ডলার লাভ করতে পারবেন তখন আপনি ও বলতে পারবেন আমি ও ফরেক্স মার্কেট এ অনেক ডলার লাভ করতে পারছি আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করতে অনেক ভাল লাগে