আমিও ফরেক্স ব্যাবসা অনেক বেশী পহন্দ করি।এটা অধিক লাভজনক একটা ব্যাবসা।ঘরে বসেই এটা করা যায় বলে আমিও এই ব্যাবসা অনেক বেশী উপভোগ করি।
Printable View
আমিও ফরেক্স ব্যাবসা অনেক বেশী পহন্দ করি।এটা অধিক লাভজনক একটা ব্যাবসা।ঘরে বসেই এটা করা যায় বলে আমিও এই ব্যাবসা অনেক বেশী উপভোগ করি।
ব্যবসা , ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।
ফরেক্স িএকটি ব্যবসায় কারন এখানে মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় আবার ব্যবসায় ও তো এক ধরনের পেশা । প্রশ্নে লিখা *উচিত ছিল ফরেক্স ব্যবসায় না কি চাকুরি।
আমার কাছে ফরেক্স এক ধরনের ব্যবসা ও পেশা দুটোই । যেমন আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি । আবার অনেকে হয়তবা এটাকে ব্যবসা হিসেবে গ্রহন করতে পারে ।
অনেকে ফরেক্স কে ব্যবসা হিসাবে দেখে আবার পেশা হিসাবে নেয়।কেননা আপনি যদি ফরেক্স এ প্রচুর পরিমাণে সময় দেন এমনকি ফরেক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারনে তাহলে অবশ্যই আপনার জীবনের অন্যান্য ব্যবসার চেয়ে ফরেক্স থেকে অনেক বেশি আয় উপার্জন করতে পারবেন আমার বিশ্বাস।আপনি ফরেক্স কে পেশা মনে করতে পারেন।
ফরেক্স আসলে ব্যবসা আর যারা শুধু এই ব্যবসা করে তাদের জন্য এটা পেশা । ফরেক্সে ব্যবসার প্রায় সকল বৈশিষ্ট্য আছে তাই ফরেক্স অবশ্যই ব্যবসা এখানে লাভ আছে এখানে লস আছে, এখানে জুকি আছে এ ব্যবসা ইসলামিক ভাবেও গ্রহন যোগ্য ।
ফরেক্স ব্যবসা ও পেশা দুটিই এখানে অনেকে আছেন যারা এটা পেশা হিসেবে নিয়ে কাজ করেন আবার অনেক আছেন যারা অন্য কাজ এর পাশাপাশি এটি করে থাকেন ।তাই তাদের কাছে এটি পেশা হিসেবে নয় ।তাই ফরেক্স কে ব্যবসা ও পেশা এ দুটি বলা যায় ।
আমি যদি ফরেক্স এ ভাল করি তাহলে ফরেক্স কে পেশা হিসাবে নিতে চাই । কারন এটা এমন একটা ব্যাবসা যেটাতে মূলধন খুব কম প্রয়গ করে ব্যাবসা করা যায় । তাছাড়া এই কাজতি করার জন্য কোন বারতি ঝামেলা পহাতে হয় না। আমি ঘরে বসেই আই কাজটি খুব সাবলিল ভাবে করতে পারি । এতে আমার লোকসান হবে না বরং লাভ হবে।
I know about forex but I never try to work on it. Once I was trying to work on it but didn't got any help. I think I will take forex professionally. Because I Like forex. I worked on demo account. Now I want to learn more about this.
ফরেক্স একটি ব্যবসা ।এখানে বৈদেশিক মূদ্রা ক্রয় ও বিক্রয় করা হয়।তাই আমি মনে করি এটি একটি ব্যবসা । কিন্তু এখানে ব্যবসা করে লাভ করতে হবে। তাই আমি মনে করি ফেরক্স একটি ভাল ব্যবসা।