-
ফরেক্স মার্কেটে কারেন্সি ছাড়াও আরও অনেক কিছুর উপর ট্রেড করতে পারি । ট্রেড করার জন্য অনেক বিখ্যাত কোম্পানীর সিএফডি রয়েছে, আমরা চাইলে সে্গুলোতেও ট্রেড করতে পারি । তাছাড়া বিভিন্ন রকমের মেটাল রয়েছে ,আমরা সেগুলতেও ট্রেড করতে পারি । তবে আমাদের সব গুলো পেয়ারে ট্রেড না করে কিছু নির্দিষ্ট পেয়ার বেছে নেয়া উচিত যাতে আমরা দক্ষতা অর্জন করতে পারি ।
-
ফরেক্স মার্কেটে কারেন্সি ছাড়াও আরও অনেক কিছুর উপর ট্রেড করতে পারি।ট্রেড করার জন্য অনেক বিখ্যাত কোম্পানীর সিএফডি রয়েছে, আমরা চাইলে সে্গুলোতেও ট্রেড করতে পারি।তাছাড়া বিভিন্ন রকমের মেটাল রয়েছে ,আমরা সেগুলতেও ট্রেড করতে পারি। এখানে ট্রেড করতে পারেন সব গুলোই তবে আপনি সব গুলো থেকে প্রফিট নাও করতে পারেন। আপনার যে জিনিসগুলোর উপর আগ্রহ আছে সেগুলোতে ট্রেড করেন। যাই হোক আপনি আপনার মত করে ট্রেড করুন এবং প্রফিট ঘরে তুলুন।তবে আমাদের সব গুলো পেয়ারে ট্রেড না করে কিছু নির্দিষ্ট পেয়ার বেছে নেয়া উচিত যাতে আমরা দক্ষতা অর্জন করতে পারি।
-
ফরেক্স মার্কেটে আপনি কারেন্সির বাইরেও আরো অনেক কিছুতে ট্রেড করতে পারবেন। কিন্তু আমার মতে সেগুলো ব্যবহার করার জন্য আপনার অবশ্যই ভাল মুলধন থাকা লাগবে। আপনি যদি কম মুলধন নিয়ে সেগুলোতে ট্রেড করতে যান তাহলে আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। মার্কেট যদি আপনার বিপরীত দিকে চলে যায় তাহলে আপনি খুব সহজেই মার্জিন কল খেয়ে যাবেন। তাই ফরেক্সে বিভিন্ন কারেন্সি পেয়ার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার দিয়ে ট্রেডিং করা যায়। তবে কারেন্সি পেয়ারগুলো বাদে অন্যান্য সকল প্রতিষ্ঠানের শেয়ার, ধাতব পদার্থের শেয়ার, বিভিন্ন ক্রিপ্টো কারেন্সির শেয়ার গুলোর ভলিউম ও স্প্রেড অনেক বেশি হয়ে থাকে। তাই পূজি যদি কম হয়ে থাকে তাহলে এই সকল শেয়ারে ট্রেড না করাই ভাল।
-
ফরেক্স মার্কেটে শুধু কারেন্সি দিয়েই ট্রেড করা হয় না। কারেন্সির পাশাপাশি অনেক কিছুই আছে ট্রেড করার জন্য। যেগুলো দিয়ে ট্রেড করে লাভ বা লস হয়ে থাকে। কারেন্সির পাশাপাশি যেসকল ট্রেড করা হয় সেগুলো হলো - গোল্ড, সিলভার, তৈল দিয়েও ট্রেড করা হয়ে থাকে। এখানে ট্রেড করতে পারেন সব গুলোই তবে আপনি সব গুলো থেকে প্রফিট নাও করতে পারেন। আপনার যে জিনিসগুলোর উপর আগ্রহ আছে সেগুলোতে ট্রেড করেন। যেটা আপনি এনালাইসিস করে ভাল রেজাল্ট আনতে পারবেন সেটাতে ট্রেড করুন।
-
ফরেক্স হচ্ছে আন্তজার্তিক মুদ্রা বাজার।এখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়।কিন্তু মুদ্রা ছাড়াও এখানে আরো অনেক কিছু ক্রয় -বিক্রয় করা হয় যেমন- এখানে অনেক বিখ্যাত কোম্পানির সিএফডি রয়েছে আমরা চাইলে সেগুলোতেও ট্রেড করতে পারি।তাছাড়া বিভিন্ন ধরনের মেটাল রয়েছে যেমন- সোনা,রুপা,গোল্ড আমরা চাইলে সেগুলোতেও ট্রেড করতে পারি।তবে আমাদের সব পেয়ারে ট্রেড করা ঠিক হবেনা এজন্য কিছু নির্দিষ্ট পেয়ার বেছে নিয়ে আমাদের শিক্ষা নিয়ে ট্রেড করা উচিত।ফরেক্স মার্কেট এ কারেন্সি ছাড়া যে সোনা রুপা,গোল্ড ইত্যাদি জিনিস নিয়ে ট্রেড করা যাই তা আমি আসলে জানি না তবে একন জানতে পেরে অনেক ভাল লাগতেছে।তবে কথা হচ্ছে সোনা রুপা,গোল্ড এগুলো দিয়ে কিভাবে ট্রেড করব কেউ কি জানে ,জানলে কেউ কি শেয়ার করবেন খুব উপক্রিত হবে।যদি আয় করা কস্ট হয়,তারপর শুনার পর আমার কাজ করতে ইচ্ছা করতেছে।
-
ফরেক্স মার্কেটে বেশিরভাগ মুদ্রা মার্কিন ডলারের বিপরীতে লেনদেন হয় এবং মার্কিন ডলার প্রায়শই বেস মুদ্রায় থাকে। কখনও কখনও ইউএস / ডলার হিসাবে মার্কিন ডলারও উদ্ধৃতি মুদ্রা হতে পারে। কারেঞ্চি বলতে তো আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল সব মুদ্রা নিয়ে যেসব পেয়ার । আর মেটাল বলতে আসলে গোল্ড , সিলভার এবং অয়েল এগুলো বুঝায় । এছাড়া ও ফেসবুক , অ্যাপেল আরও ইন্টারন্যাশনাল কোম্পানি এর ট্রেড করা যায় । আসলে মোটামুটি ফরেক্স মার্কেটে প্রায় সব ধরণের ইন্সট্রুমেন্ট এ আছে ট্রেড করবার জন্য । কারেন্সি পেয়ারগুলো থেকে পদার্থ এবং কোম্পানির মার্কেটগুলোতে মুভমেন্ট বেশী হয়ে থাকে ।
-
মুদ্রা ছাড়াও, ফরেক্স মার্কেট পণ্য, সূচক, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য আর্থিক উপকরণগুলির জন্য ট্রেডিং সুযোগ প্রদান করে। ট্রেডাররা ফরেক্স মার্কেটে উপলব্ধ বিভিন্ন যন্ত্রের সাথে জড়িত থাকার মাধ্যমে তাদের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করতে পারে।