Forex Trading-একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ধরুন আপনি অন্য কোন দেশে ঘুরতে যাবেন, আপনাকে প্রথম কাজটি হবে এয়ারপোর্টে একটি Currency Exchange Booth খুঁজতে হবে। সেখান থেকে আপনার পকেটের টাকা গুলোকে ওই দেশের টাকায় কনভার্ট করে নিতে হবে। যখন আপনি কাউন্টারে গিয়ে দাড়াবেন তখন দেখবেন সেখানে একটি ডিসপ্লেতে অনেকগুলো আলাদা আলাদা কনভার্সন রেট দেখাচ্ছে। সেখানে থেকে আপনি $1 দিয়ে 100 yen পেলেন। আপনি দেখলেন যে আপনার কাছে আরও $10 আছে আপনি খুশি হয়ে পকেট ভর্তি YEN নিয়ে বের হয়ে আসলেন।
তার মানে হলো ফরেক্স হলো এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি একটি মুদ্রার বিপরীতে অন্য একটি দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করবেন বা সহজে বলা যায় বিনিময় করবেন।