-
একজন সফল ট্রেডার হতে কত দিন সময় লাগবে আসলে সেটা মনে হয় বলা সম্ভব না। কারন সবকিছুই নির্ভর করে আপনার ইচ্ছার উপর। কেও যদি ফরেক্স শেখার জন্য প্রতিদিন বেশি সময় দিয়ে থাকে তাহলে তার ফরেক্স শিখতে কম সময় লাগবে। আর যদি কেও কম সময় দেয় তাহলে ফরেক্স শিখতে তার বেশি সময় লাগবে।
-
একজন সফল্য ট্রেডার হওয়া নির্ভর করে আপনার উপর তাই আমি বলবো আপনি যদি ভালোভাবে কজ করতে তাহলে আপনি খুব সহজেই ৫-৬ মাসের মধ্যে সাফল্য ট্রেডার হতে পারবেন আর যদি আপনি আস্তে আস্তে করতে চান তহলে আপনি ২ বছরেও কিছু সাফল্য ট্রেডার হতে পারবেন না। ফরেক্স অতি কঠিন একটি কাজ এটি সহজেই সাফল্যতা অর্জন করতে পারেন এতে ৯৫% লোখ লস খেয়ে থাকে। তাই আপনি যদি লস করতে না চান তাহলে আপনি ফরেক্স এ খুবই কঠর ভাবে প্রথম ৬ মাস কাজ করুন তারপর আপনি শুধু টাকা ইনকাম করবেন।
-
এটি আসলে আপনার পরিশ্রমের উপর নির্ভর করে। কিন্তু আপনি যদি কমপক্ষে ৪ মাস ডেমো ট্রেডিং অনুশীলন করতে পারেন তাহলে আপনি ফরেক্স ট্রেডিং থেকে অনেক কিছু শিখতে পারবেন। এতে করে আপনি ফরেক্সে দক্ষ ট্রেডার হতে পারেন। আর দক্ষ ট্রেডার হতে হলে আপানাকে ডেমো ট্রেডিং করতে হবেই। ধন্যবাদ
-
ভাই আমরা সব ট্রেডাররাই চাই ফরেক্স ট্রেডিংয়ে সফল এবং দক্ষ একজন ট্রেডার হতে কিন্তু সেটা হবার জন্য কতটা সময়ের দরকার সেটা মেপে বলা আদো কি সম্ভব তা আমার জানা নেই কারন আমি প্রায় ১ বছর ফরেক্স ট্রেডিং করছি কিন্তু তার পরেও আমার নিকট মনে হয় আমি ফরেক্স ট্রেডিং জ্ঞান অর্জন করার প্রাথমিক পর্ষায়ে আছি। ধন্যবাদ।
-
দেখুন, সাফল্যর কোন নির্দিষ্ট সংজ্ঞা বা টাইম হয়ে না, আপনি যদি মনযোগ দিয়ে, বুঝে শুনে ট্রেডিং করেন তাহলে আপনি খুব শীঘ্রই ভাল ট্রেডার হতে পারবেন এবং সাফল্লের সাথে ইনকাম করতে পারবেন। সফল ট্রেডার এর কতদিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব না। অভিজ্ঞতা অর্জনের ওপর নির্ভর করে আপনার সাফল্য।
-
একজন সফল ট্রেডার হতে হলে কত দিন সময় লাগবে তা কথনোই বা কোনভাবেই বলা সম্ভব না আর যদি কেউ বলে তবে সে ভূল বা আজগুবি বলেছে বলে মনে হবে। কারন সফল ট্রেডার দিনে নয় বরং তার কাজের মাঝে প্রকাশ পায় । তার অধ্যবসায় কাজের প্রতি মনোযোগ। তার মানসিকতা তার ফরেক্স বোঝার ধরন ইত্যদি। ধন্যবাদ।
-
একজন সফল ট্রেডার হতে হলে আসলে কোন নিদিষ্ট কোন সময় সিমা নেয়। এইজন্য যে ফরেক্স মার্কেট এ একজন সফল ট্রেডের হতে হলে তাকে কঠোর ও ভাবে ফরেক্স সম্পরকে গ্নান ওরজন করতে হবে। আমার বস বলেছে যে 2 বছর লাগবে। সিয়র নয়।
-
একজন সফল ফরেক্স ট্রেডার হতে কতদিন লাগবে তা সঠিক করে বলা যায় না। কেউ অল্প দিনে ফরেক্স ভালভাবে শিখে লাভ করতে পারে আবার কেউ অনেক দিন ধরে ফরেক্স করেউ লাভের মুখ কন্টিনিউ দেখতে পারে না। ট্রেড বেশি লসে পরে থাকে। যার জন্য দরকার অনেক অভিজ্ঞতা। আর তা আয়ত্ত করতে মিনিমাম ২ বছর লাগতে পারে।
-
আপনি যদি মনযোগ দিয়ে ফরেক্স ট্রেনিং করেন তাহলে আমার মনে হয় আপনি তিন বছরের মধ্যে ভাল ট্রেডার হতে পারবেন । তবে নতুনরা পুরাতনদের কাছ থেকে শিখে দ্রুত নিজেদের দক্ষ করে তুলতে পারে । কারন সব মানুসের মেধা তো এক রকম নয় । তবে অভিজ্ঞতা অর্জনের জন্য প্রয়োজন অনেক বেশি অনুশীলন ।অন্যভাবে সফল হতে চায় তখন তার সফলতা বিফলতায় পর্যবষিত হবে।
-
একজন ভাল ট্রেডার হওয়ার জন্য কি রকম সময় লাগে তা আপনি সবার ক্ষেত্রে এক ভাবে গননা করতে পারবেন না। তার জন্য আপার কাজের দক্ষতা তাই বড়। কেও খুব কম সময়ে এটা কে আয়ত্ত করতে পারে কারও আবার অনেক সময় লাগে।তাও এতে প্রায় ১ বছর সময় লাগে।