-
ফরেক্স মার্কেটের একটি মাত্র ভুল ট্রেড একজন ট্র্রেডারকে পথের ভিখারীতে পরিণত করতে পারে । আমাদের উচিত হবে সব দিক বিবেচনা করে তারপর একটি ট্রেড করা । যদি সে ট্রেড করার আগে এ্যানালাইসিস না করে তাহলে সে কখনো একজন উপর্যুক্ত ট্রেডার হিসেবে গণ্য হবে না । সুতরাং আমরা কখনো অন্তত ভুল ট্রেড থেকে নিজেকে রক্ষা করার চেষ্টো করি ।
-
ফরেক্স মারকেটে ট্রেড করতে করতে অনেক সময় ভুল টড়ড হয়ে জায় কারন ভুল হয়া কন বিসয় না কারন ভুল জেকন সময় হতে পারে ভুল ফরেক্স ট্রেডার জেকন হয়া সাভাবিক বিসয় ফরেক্স মারকেটে আমরা যখন কাজ করি যখন কন ট্রেড ওপেন করি তখন কি ট্রেড ওপেন করবো এই সমসায় অনেকে ভুগে থাকি তাই আমি বলব যে ফরেক্স মারকেটে ভুল ট্রড হল সঠিক জায়গায় ট্রড ওপেন না করা ।
-
ভুল করাই মানুষের কাজ। একজন মানুষ যেমন ভুল করে তেমনেই একজন ট্রেডার ট্রেড করতে গেলে অনেক সময় ভুল করে থাকে। তাই ভুল করে ট্রেড নিয়ে বসে থাকলে চলবে না। ভুল ট্রেডটাতে আপনি কটুতা লস দিতে চান তা স্টপ লস হিসাব বশিয়ে দিন।
-
আসলে আমি যখন কোনো ট্রেড নেই এবং সেটা বিপরীত দিকে যায় তবে অধিকাংশ সময় আমি ধৈর্য ধরে অপেক্ষা করি। কিছু কিছু ক্ষেত্রে আমি রিকভারি ট্রেড নিয়ে রিকভার করার চেষ্টা করি। কিন্তু সত্যটা হলো এখানে প্রথম প্রথম ভুল হবেই, কিন্তু এ ভুল থেকে শিক্ষা না নিলে ভুল থেকেই যাবে । তাই আমরা যতই ভুল করি না কেন, আমাদের ভুল থেকে সবসময় শিক্ষা নিতে হবে।
-
ভুল ট্রেড সবার জন্য ক্ষতিকারক কারন এক জন যদি ভুল করে একটা ট্রেড ওপেন করে ফেলে তাহলে এর ফলে তাকে অনেক পরিমান লোকশান গুনতে হয়। আর অনেক সময় আমরা ভুল করে মার্কেট ফলো না করে ট্রেন্ড না দেখে ট্রেড ওপেন করে থাকি এতে করে নিজেই লস এর সম্মুখিন হয়। মানুষ বলে ভুল করে নাকি শিখে আর তাই আপনি কি ভুল করছেন তা আপনাকে ভাল করে জেনে রাখতে হবে যাতে পরবর্তিতে একই ভুল আবার করতে না হয়।
-
ফরেক্স একটা আনপ্রেডিকটেবল মার্কেট। এই মার্কেটে প্রাইসের মুভমেন্টের কোনো নিশ্চয়তা নেই। এজন্য সবসময়ই ভালোমতো ট্রেড ওপেন নাও হতে পারে। কিন্তু যখন মার্কেট আমাদের বিপরীতে যায় তখন আমরা কিছুটা আচ করতে পারি যে ট্রেডটা কি ভালো হয়েছে না ভুল হয়েছে। যদি মনে হয় ভুল হয়েছে তবে ট্রেডটা ওখানেই ক্লোজ করে দেওয়াই ভালো।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার সময় আমরা অনেক সময় ভুল ট্রেডং করে থাকি,কিন্তু আমাদের এই ভুল করা আমাদের লসের কারন যদি ভুল গুলিকে লিখে রেকর্ড করে রাখি তাহলে আমাদের আর এ রকম ভুল হবে না তাই আমাদের করা দরকার ভুল রেকর্ড করে রাখা,এটাই ভাল।
-
একটা ট্রেডই যথেষ্ট আমাদেরকে মার্কেট থেকে বিদায় দেওয়ার জন্য । আমরা জানি না যে ঠিক কোন সময় সেই মুহুর্তটা আসতে পারে । তাই আন্দাজে ট্রেড দেওয়া বন্ধ করে বিশ্লেষণ ভিত্তিক ট্রেড দিতে হবে আমাদেরকে । কেননা বিশ্লেষণ ভিত্তিক ট্রেড দেওয়ার মাধ্যমে আমরা অনেক বেশি নিশ্চিত থাকতে পারি মার্কেটের গতিবিধি সম্পর্কে । আর প্রতিটা ট্রেডের পুর্বে চিন্তা করতে হবে ট্রেড দিয়ে ভাবলে কাজে আসবে না ।
-
ভূল ট্রেডিং এক মূহত্বের মধ্যে বড় ধরনের লসের মধ্যে ফেলে দিতে পারে যার ফলে আপনার ফরেক্স ট্রেডিং স্বপ্ন ভেঙ্গে টুরমার হয়ে যেতে পারে সেই কারনে সকলকে ট্রেডিং করার সময় ট্রেডিং সিস্টেম এবং দক্ষতার আলোকে ট্রেড করা একান্ত বান্চনীয় বলে আমি মনে করি।
-
একবার ভূল ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করে ট্রেড ওপেন করে ফেললে সেই ট্রেডে লসের সম্ভাবনা অনেক বেশি থাকে সেই কারনে ফরেক্সে ট্রেড করতে হয় অনেক বেশি ট্রেডিং জ্ঞানকে মূল্যায় করে আর তার করতে পারলে যেমন লসের ঝুকি কুমে যায় পক্ষান্তরে ভাল প্রফিট লাভের সম্ভাবনা অনেক গুনে বেড়ে যায়।