একজন ট্রেডার তখনই নিজের উপর বিশ্বাস করতে পারে যখন তার মধ্যে পর্যাপ্ত জ্ঞ্যন থাকে । তাই নতুন ট্রেডাররা কখনই নিজের উপর বিশ্বাস রেখে ট্রেড করতে পারেন না কারন ফরেক্স এ আসেই তারা লাভের চিন্তা করেছেন ফলে কোন ফরেক্স সম্পর্কে জ্ঞ্যন তাদের নেই । আর যেহেতু তারা জানেন না বা বুঝতে পারেন না যে বাজার কোন দিকে যাবে সুতরাং অন্ধভাবে ট্রেড করে তারা নিজেদের উপর কিভাবে বিশ্বাস রাখবেন ।