-
আমরা জানি মোবাইল দিয়ে ফরেক্স এর কাজ করা যায়। মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না কিন্তু যার পিসি আসে তার পিসি দিয়া কাজ করা ভাল আমি এটা মনে করি যার পিসি আসে তার পিসি দিয়ে করা ভাল। এটা লেখার কাজ তাই মোবাইল দিয়ে করা ঠিক না তাই পিসি দিয়ে করা ভাল। আমি কাউকে মোবাইল দিয়ে কাজ করতে দেখিনি সবাই পিসি দিয়ে কাজ করে। তাই পিসি দিয়ে করা ভাল।
-
যে এন্ড্রোয়েড ভার্সনের মোবাইলে বাংলা রয়েছে সেটা দিয়ে অামরা ফোরাম করতে পারি । কিন্তু অামরা যদি তার সাথে কিবোর্ড যুক্ত করে নেই তাহলে অারো ভালো হয় । অামরা মোবাইলে ফোরাম করি অার কম্পিউটারে করে অাসল হল ভালোভাবে পোষ্ট দেওয়া । তাহলেই অামরা উপকৃত হতে পারব ।
-
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷এটা তো কোনো প্রকার গেইম না৷আপনারা কেউ যদি ফরেক্স ব্যাবসাকে গেইম মনে করেন তাহলে সাংঘাতিক ভূল করবেন৷ মোবাইল দিয়ে গেইম খেলতে পারবেন কিন্তু ফরেক্স ট্রেডিং করতে পারবেন না৷ভালো কম্পিউটার ও বড় মনিটর না থাকলে ফরেক্স ব্যাবসার চিন্তাই বাদ দিতে হবে৷অার মোবাইল দিয়ে অযথা ফোরামে লেখালেখির কোনো মানে নেই৷
-
মোবাইল এর স্ক্রীন খুবই ছোট। সব কাজ মোবাইলে দিয়ে করা সম্ভব নয়। আপনি হয়তো ফরেক্স ট্রেড মোবাইল দিয়েও করতে পারেন। কিন্তু ফোরাম পোস্টিং মোবাইল দিয়ে করাটা অনেক ঝামেলা। আর তাছার ফরেক্স ফোরামে এ নিয়ম আছে ১৩৬৬ পিক্সলের দুই লাইন লেখা লিখতে হবে। এই হিসাব টা মোবাইল দিয়ে করা ঝামেলার একটা বিষয়।
-
ফরেক্স মার্কেটে মোবাইল দিয়ে ফরেক্স এর কাজ করা যায়। মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না কিন্তু যার পিসি আসে তার পিসি দিয়া কাজ করা ভাল আমি এটা মনে করি যার পিসি আসে তার পিসি দিয়ে করা ভাল। এটা লেখার কাজ তাই মোবাইল দিয়ে করা ঠিক না তাই পিসি দিয়ে করা ভাল। আমি কাউকে মোবাইল দিয়ে কাজ করতে দেখিনি সবাই পিসি দিয়ে কাজ করে। তাই পিসি দিয়ে করা ভাল।
-
হ্যা মোবাইল থেকে ফোরামে কাজ করা যায় । ফোরেমে শুধু পোষ্ট করা হয় , তাই মোবাইল দিয়ে ফোরামের পোষ্ট করা যায় । মোবাইলে পোষ্ট করার ক্ষেত্রে একটা সুবিধা থাকে এই যে , যেকোন স্থানে মোবাইল সাথে রাখা যায় এবং পোষ্ট করা যায় । যতো বেশি ফোরামে পোষ্ট করা যাবে ততো বেশি ফোরাম থেকে পোষ্টিং বোনাস বেশি পাওয়া যাবে এবং মাস শেষে বেশি ডলার হলে ট্রেড করতে সুবিধা হবে এবং লাভ টাও বেশি পাওয়া যাবে । তবে ট্রেড করার জন্য মোবাইল ব্যবহার না করে পিসি ব্যবহার করা ভালো ।
-
হুম মোবাইল দিয়ে সহজেই পোস্ট করতে পারবেন। মোটামোটি মানের এন্ড্রয়েট ফোন দিয়েই অনায়াসে ফোরামে কাজ করতে পারবেন। স্ক্রীন বড় হলে একটু বেশি সুবিধা। টাইপিং স্পীড ভালো থাকলে কোন সমস্যা নেই।
-
আমরা জানি একটা স্মার্টফোন দিয়ে অনেক কিছুই করা সম্ভব । আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তবে আপনি ফোরামে পোস্ট করতে পারবেন। তবে সব স্মার্টফোন দিয়ে ফোরামে একাউন্ট খোলা যায় না। তবে পোস্ট করতে কোনো সমস্যা হয়না। আপনি হয়তো কিছু ফিচার ফোন থেকেও ফোরামে পোস্ট করতে পারবেন। মোবাইল থেকে বেশ ভালো ভাবেই ফোরাম পোস্ট করা সম্ভব।
-
মোবাইল থেকে ফরেক্স করা যায় বলে আমি সমর্থন করি.তবে সেই ক্ষেত্রে মোবাইল অন্ততপক্ষে android অপারেটিং সিস্টেম এর হতে হবে.তাহলে আপনি ফরেক্স করতে পারবেন.ফরেক্স আপনি কেমন করতে পারবেন সেক্ষেত্রে আপনার মোবাইল এর টাইপিং দক্ষতার উপর নির্ভর করে.আপনি মোবাইল এ টাইপিং দ্রুত করতে পারলে আপনি ফরেক্স ও অনেক করতে পারবেন.শেষ কথা এইটাই যে মোবাইল এ ফরেক্স ত্রিয়াদিং করা সম্ভব.
-
ফরেক্স এ মোবাইল দিয়ে এর কাজ করা যায়। মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না ।কারণ মোবাইলে সব কিছু সো করে না। আমি কাউকে মোবাইল দিয়ে কাজ করতে দেখিনি সবাই পিসি দিয়ে কাজ করে। তাই পিসি দিয়ে করা ভাল।