লোভকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেড করতে হবে। আমরা যদি এই নিয়ম মেনে ট্রেড করি তাহলে ফরেক্স মার্কেটে খুব তাড়াতাড়ি সফল হতে পারব। এটা নিশ্চিত। আলাদা হতে হবে চিন্তা চেতনায়,জ্ঞানে,দক্ষ তায় এবং নির্লোভ মানসিকতায়। ফরেক্স মার্কেটে লোভী ট্রেডারদের যায়গা বেশিদিন স্থায়ী হয় না। এর জন্য ধইজ্জ ধরে অনেকদিন ট্রেড করতে হবে যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান।