আমি ফরেক্সের নতুন সদস্য। নতুন সদস্য বলে আমার অনেক বিষয়েই ভালো ধারণা নাই। তবে ডেমো একাউন্ট করলে অনেক ভালো হয় আমার জানা মতে।আমি এবিষয়ে তেমন আর কিছু জানি না।যারা এবিষয়ে ভালো জানেন তারা একটু এবিষয়ে আলোচনা করলে উপকৃত হবোও
Printable View
আমি ফরেক্সের নতুন সদস্য। নতুন সদস্য বলে আমার অনেক বিষয়েই ভালো ধারণা নাই। তবে ডেমো একাউন্ট করলে অনেক ভালো হয় আমার জানা মতে।আমি এবিষয়ে তেমন আর কিছু জানি না।যারা এবিষয়ে ভালো জানেন তারা একটু এবিষয়ে আলোচনা করলে উপকৃত হবোও
ডোমো একাউন্ট এর উপকারিতা অল্প লেখায় লিখে শেষ করা যাবেনা । একজন নতুন আগত ট্রেডার এর জন্য ডেমো একাউন্ট হল ফরেক্স শিক্ষক এর মতন । অর্থ্যাৎ যারা নতুন ট্রেডার আসে তারা যদি সরাসরি রিয়েল মার্কেটে ট্রেড করত তাহলে তারা কোনভাবেই এখানে টিকে থাকতে পারত না । কিন্ত ডেমো একাউন্ট এর সবচেয়ে বড় উপকারিতা হল এই একাউন্ট-এ ফরেক্স ট্রেড প্রেকটিস করার ফলে একজন নতুন ট্রেডার রিয়েল মার্কেটে ট্রেড করার উপযোগি হয় । এছাড়া ডেমো একাউন্ট এর মাধ্যমে অনেক ট্রেড কৌশল শিখা যায় ।
ডেমো একাউন্টে ট্রেড করলে আপনি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং আপনি রিয়েল একাউন্টে কিভাবে লাভ হয় এবং লস হয় তার সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। আপনি কত এ বাই সেল দিবেন তা সম্পর্কে বুঝতে পারবেন। কারণ ফরেক্স মার্কেটে ডেমো আর রিয়েল একই। শুধু মাত্র রিয়েল একাউন্টের লাভ তুলতে পারবেন।এবং ডেমো একাউন্টের লাভ তুলতে পারবেন না। এবং ডেমোতে ডিপোজিট ফ্রী থাকে এবং রিয়েলে ডিপোজিট ফ্রী থাকে না।
ডেমো একাউন্টের সবচেয়ে ভাল দিক হল- প্লাটফর্মের প্রতিটা জিনিসের ব্যবহার নির্দ্বিধায় শেখা যায়। যেমন অর্ডার প্লেস করা, পেন্ডিং অর্ডার, মডিফাই করা। এছাড়াও বিভিন্ন টুলস আর ইন্ডিকেটর এর ব্যবহার এখানেই শেখা এবং টেস্ট করা যায়। কোন রোবট প্রফিটেবল কিনা তাও টেস্ট করা শেখা যায়। অর্ডার গুলো কিভাবে কাজ করে তা খুব ভালভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে শেখা যায়।
ফরেক্স বিজ্ঞাপনে, আপনি সত্যিকারের বিনিময়ে বৈধভাবে ডেমো অনুশীলন করেননি এমন পরিস্থিতিতে, আপনি 100 শতাংশ দুর্ভাগ্য খেয়ে আপনার রেকর্ডের 100 শতাংশ হারাবেন। আপনি কাজ করতে বা কাজ করতে যাচ্ছেন এমন ইভেন্টে এখনও সেই ক্রিয়াকলাপ সম্পর্কে কোনও ধারণা নেই, সেই মুহুর্তে আপনি এটি সঠিকভাবে করতে পারেন। কাজ শেষ করতে পারছি না। ঠিক মতো কাজটি শেষ করতে, আপনাকে কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রস্তুত করতে হবে। বয়স হাবেথিকা এটিকে এত নির্ভুল করে তুলেছে যে বাজারটি নিজে উত্পাদনশীল হওয়ার আগে ফরেক্স ডেমো এক্সচেঞ্জের বিনিময় করতে পারে।
ফরেক্স মার্কেটের একজন ট্রেডার রাতারাতি ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে না। দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই একজন ট্রেডার কে আগে ডেমো ট্রেডিং করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ডেমো ট্রেডিং করলে একজন ট্রেডারের রিয়েল ট্রেডিং করতে অনেক সুবিধা হয়। ডেমো ট্রেড এর মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স সম্পর্কে সমস্ত কিছু জানতে পারে এবং ট্রেডিং এর সমস্ত অপশনগুলো বুঝতে পারে। তাই ফরেক্স ট্রেডিং এ সফলতা অর্জন করতে চাইলে ডেমো ট্রেডের বিকল্প কিছু নাই।,,,,,ধন্যবাদ।
ডেমো একাউন্ট এর অনেক উপকারিতা আছে। ডেমো একাউন্ট আর রিয়েল একাউন্ট এর মধ্যে শুধু পাথক্য হল যে ডেমো একাউন্ট ফেক আর রিয়েল একাউন্ট বাস্তব। তাই আপনি নিজেই বুজতে পারছেন যে ডেমো একাউন্ট এ গুরুতব কতটুকু। যে ডেমো একাউন্টে যত বেশি সফল সে তত রিয়েল একাউন্টে সফল তাই আপনাকে ফরেক্স এ সফলতা অজন করতে হলে আগে প্রথমে ভাল করে ডেমো ট্রেড করা শিখতে হবে।
ডেমো একাউন্ট করলে যা যা লাভ হয়:
• ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
• বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন
• আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন
• নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন
ফরেক্স,করতে হলে আপনার ট্রেড শিখতে হবে,এবং আপনি যা শিখছেন অব্যশই তা অনুশীলন ও করতে হবে,অন্যথায় আপনি কি সঠিক না ভুল শিখছেন তা যানতে পারবেন না,ডেমো একাউন্ট করলে আপনি এই খানে ট্রেডিং অনুশীলন করতে পারবেন,কোন ট্রেড ভুল গেলে আপনি কেন সেই টা ভুল হলো তা দেখে পরর্বতীতে শুধরাই নিতে পারবেন,তাই ডেম একাউন্ট এর সুবিধা অনেক।যত অনুশীলন করবেন ততো বেশি শিখবেন।
ডেমো একাউন্ট প্রথমে ভাল লাগে না।কিন্তু একসময় এই ডেমোতেই ফিরে আসতে হয়।ডেমোই ফরেক্স এনালাইসিস এর বেষ্ট মাধ্যম।রিয়েল টেড করে যখন লস খেয়ে মাকেট ছেড়ে দিতে হয়।তাই ডেমোতে ভাল প্রাকটিস এর মাধ্যম হিসাবে বেছে নেয় ফরেক্স টেডাররা।তাই বলবো ডেমো হচ্চে ফরেক্স টেড এর ক্লাস রুম