আমি আসলে কত প্রফিট করি সেটা কখনও ডেইলি ব্যাসিস এ হিসেব করি না কারণ আমি প্রতিদিন ট্রেড করি না । ইচ্ছে থাকে সপ্তাহে ২/৩ টা ট্রেড করার । সেজন্য প্রতিদিন লাভের হিসেব আমার করতে হয় না । আমি যেহুতু অল্প ট্রেড করি সেহুতু আমি লাভ লসের হিসেব করি মাসিক ভিত্তিতে । মাস শেষে দেখি যে আমার কত লাভ হল বা লস হল , এতে মানসিক চাপও কম থাকে ।