-
ফরেক্স স্টপ লস খুব গুরুত্বপূর্ণ, ট্রেড বসানোর সময় স্টপ লস বসানো উত্তম কারণ আপনার লাভ বা লসের একটি সীমা থাকা ধরকার, যখনই ঐ সীমা অতিক্রম করবে তখনই আপনি আপনার টেড্র ক্লোজ করে দেওয়াই ভাল। এর জন্য ট্রেড বসানো আগে প্রয়োজনে আপনি স্টপ লস আর টেক পপিট বসাতে পারেন । লোভ আর আবেগ কোনটা ফরেক্স জন্য ভাল না ।
-
আমি স্টপ লস ছাড়া টেড করি না কারন আমি স্টপ লস ছাড়া টেড করে আমার অ্যাকাউন্ট ও হয়ে যাই । স্টপ লস ছাড়া টেড করলে আপনার ১ তা ২ তা বা ১০০ তা টেড এ লাভ হল কিন্তু ফরেক্স মার্কেট এ বড় মুভমেন্ট হলে আপনার অ্যাকাউন্ট ০ হইয়ে যাবে । তাই আপনার স্টপ লস সহ টেড করাই ভাল হবে আপনার জন্য । সবার স্টপ লস ব্যবহার করতে বলে দেখবেন ।
-
স্টপ লস হলো একধরনের নির্দেশনা বা অটোমেটিক ট্রেডিং সিস্টেম যার ফলে আপনার ওপেনকৃত ট্রেড স্টপ লস পয়েন্ট হিট করলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে । অভিজ্ঞ ট্রেডাররা স্টপ লস ছাড়া ট্রেড করেন না ।কেননা স্টপ লস ছাড়া ট্রেড করলে লস হয়ে একাউন্ট জিরো হয়ে যেতে পারে।তাই আমাদের ট্রেড অপেন করার সময় স্টপ লস টেক প্রফিট সেট করে দিতে হবে।
-
স্টপ লস হল আপনার কোন ওপেন থাকা ট্রেড লসের দিকে যাচ্ছে সেই ক্ষেএ কত লস হলে আপনার ট্রেডটি ক্লোজ কর দিবে তার একটি সীমা রেখা কারন ট্রেড এ যদি বেশি লস হয় তবে আপনার ব্যলেন্স জিরো হয়ে যেতে পারে এই সময় ব্যলেন্সকে বাচিয়ে রাখার জন্য এই ধরণের স্টপ লস ব্যাবহার করতে হয়।
-
ট্রেড করার জন্য স্টপ লস টা খুব দরকারি। স্টপ লস দিয়ে রাখলে আপনার একাউন্ট অনেক বড় লস এর হাত থেকে বাছবে আমি নিজে ও এটা করে থাকি। এর মাধ্যমে একাউন্ট জিরো হবার হাত থেকে বাচবে তাহ্লে তো বুজতে পারছেন এটা কতটা দরকারি।
-
আপনি তখনি একজন সফল ট্রেডার যখন শেষ পর্যন্ত আপনি আপনার ক্যাপিটাল টিকিয়ে রেখেছেন । আপনি প্রফিট করেন আর নাই করেন আপনার মেইন ডিপজিটেড ক্যাপিটাল সব সময়ই টিকে আছে । আমরা যদি এই যোগ্যতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা একজন সফল ট্রেডার হতে পারবো । বেশ কয়েকদিন বা কয়েকমাস বা কয়েকবছর ট্রেড করে একসময় আপনি ব্যালেন্স জিরো করে ফেললেন । অথচ এর আগে আপনি প্রতি মাসেই খুব ভালো লাভ করেছেন । আসলে মুলত লাভ নাই আপনি লুজার । টিকিয়া থাকাটাই বড় সার্থকতা। অতিকায় হস্তি লোপ পেয়েছে, কিন্তু ক্ষুদ্র তেলাপোকা এখন টিকিয়া আছে।
-
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা ।
-
স্টপ লস সবারই ব্যবহার করা উচিত। এটার দুটি গুরুত্বপূর্ণ দিক আছে। এক, একাউন্ট সুরক্ষিত থাকে। দুই, লস একটা সীমার মধ্যে থাকে। আপনাকে টিকে থাকতে হলে এটা ব্যবহার করতেই হবে। আমরা এটাকে একট প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ধরে নিতে পারি। *সুতরাং এ সুবিধা নেওয়াই ভাল।
-
স্টপ লস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেডিং অপশন বলে আমি মনে করি । ফরেক্সে ট্রেডিং করে শাইন করতে হলে অবশ্যই আমাদেরকে এই ধরনের অপশনগুলোকে যথার্থ কাজে লাগাতে হবে । ফরেক্সে ট্রেডিং করলেই হয় না বরং ট্রেডিং করতে হয় অত্যন্ত দক্ষতা ও কৈশলের সাহায্য । যার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে নিজেদের একাউন্টকে বিনিয়োগকৃত অর্থকে লস হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি ।
-
ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লস ও টেক প্রপিট অনেক গুরুত্বপূর্ণ। ফরেক্স ট্রেডিং অনেক পেশার লোকজন জড়িত ,তাই সব সময় মার্কেটে থাকা সম্ভবপর হয় না। তাই ট্রেডার কাঙ্খিত স্টপ লস ও টেক প্রপিট ব্যবহার করা লস হবার সম্ভাবনা কমানো সম্ভব হয়। এর মাধ্যমে ট্রেডিং দজ্ঞতা্র পরিচয় পাওয়া যায়।