তারপর্ ও আমি বল্বব যে ডেম তে সিরিয়স হওয়া দরকার।কারন রিয়াল এ গিয়া জান লস না হয়।আপ্নারা একমত হলে জানাবেন।
Printable View
তারপর্ ও আমি বল্বব যে ডেম তে সিরিয়স হওয়া দরকার।কারন রিয়াল এ গিয়া জান লস না হয়।আপ্নারা একমত হলে জানাবেন।
দয়া করে বল্বেন,আস্লে কি ডেম তে সিরিয়াস হওয়া কি দরকার।আমি কিন্তু ১০০% মনে করি।কারন যে বেশি শিখে সে বেশি জানে।
ডেমো ট্রেডকে আপনি যদি রিয়েল ট্রেড মনে করে প্রাক্টিস করেন তা হলে হয়ত আপনি ভালো একজন ট্রেডার হতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হল আমরা ডেমোতে ট্রেড করার প্রতি আগ্রহ আসেনা, কেননা আমরা ট্রেড করেই পয়সাওয়ালা হতে চাই, তাই আমাদের ভালো করে ফরেক্স শেখা হয়না।
হাঁ, আমি মনে করি যে ডেমো তে সিরিয়াস হয়াতা আবসশক কারন ডেমো করার পরে ত রেয়াল ট্রেড করতে হই।
হ্যা, ডেমতে সিরিয়াস হওয়া আবশ্যক। আমরা যদি ডেম ট্রেড ঠিক ভাবে করতে পারি তাহল আশা করি আমরা রিয়েল ট্রেড করতে পারব। কোন প্রব্লেম হবে না। ডেমো প্র্যাকটিস করার ফলে একজন ট্রেডার এর ভুলগুল সংসধন করা জাই ।
ডেমো একাউন্টকে রিয়েল একাউন্ট হিসেবে না নিলে কোনদিন ভালভাবে ট্রেড করতে শিখতে পারবেন না । এজন্য ডেমো একাউন্ট অনেক সিরিয়াসলি নিতে হবে ।তবে একটি বিষয় খেয়াল রাখবেন ডেমোতে কিন্তু ডলার অনেক বেশি দেয়া থাকে ।
আপনার মনে রাখতে হবে ফরেক্স এ ডেমো র রেয়াল ট্রেড এক ই তাই আপনি যদি দেমতে ভাল করে পারেন ডেমো ভাল করে শিখে নেন তবে আপনার রেয়াল এও কোন প্রবলেম হবে না তাই আপনাকে দেমতে সিরিয়াস হতে হবে তবে ই আপনি রেয়াল এও ভাল করতে পারবেন
আমিও তাই বলতে চাই যে অবসস্যই ডেম একাওউন্ততে সিরিয়াস হতে হবে না হলে ভাল ফল আসবে না।যে বেশি সিরিয়াস হবে সে বেশি ভাল করতে পারবে।
আমার অনুরোদ আপনারা যারা নিউ ট্রেডার তারা অবসস্যই বেশি বেশি ট্রেড করবেন। কারন বেশি বেশি ট্রেড করলে ভাল ফল পাওয়া যাই।
ডেমোতে প্রাক্টিস করার সময় আপনাকে অবশ্যই সিরিয়াস হতে হবে। এখানে প্রাক্টিস করার সময় আপনাকে মনে করা দরকার আপনি লাইভে ট্রেড করতেছেন। আর সেভাবেই মনোযোগী হয়ে ট্রেড করে উচিত। আপনার এখানে যদি সামান্য ও লস হয় আপনাকে মনে করতে হবে এটা আপনার নিজের পকেট থেকে যাচ্ছে। তাহলেই আপনি দক্ষতা অর্জন করতে পারবেন।